নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

এ হারামীগুলা পাইছে কি?!!! যখন যা ইচ্ছা তা বলবে?!!!

৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০০

এ হারামীগুলা পাইছে কি?!!! যখন যা ইচ্ছা তা বলবে?!!! এ দিক দিয়ে দেখি এ দেশ নিয়মের দিকে যাচ্ছে আরেক দিকে দেখি কিছু অনিয়ম এ নিয়মগুলাকে অনিয়ম করছে । স্বেচ্ছাচারিতা বাড়ছে । বিএনপির আমলে তৎকালিন শিক্ষা মন্ত্রী মিলন সাহেব বগুড়ার মানূষকে “মফিজ” বলেছিল। কারণ হিসাবে বলেছিল বেগম জিয়ার কোন একজন আত্নীয়কে বগুড়ার মানুষের ভোট না দেওয়া । এবার আওয়ামী লীগের প্রাক্তন সংসদ সদস্য, বর্তমানের স্বতন্ত্র মেয়র প্রাথী দেশের মানুষকে বজ্জাত ও খারাপ বলল !!!! কারণ তার দেওয়া আংটি মানুষ পরতে চায় নাই । টাই পরা মাওলানা প্রথম দেখছেতো তাই তার দেওয়া আংটি পরতে চায় নাই!
এ হারামী, কাদের মোল্লার গেলমান, টকমাওলানারা যুগে যুগে জাতিরে এ সব গালাগাল দিয়ে গেলে কিছু হয়না, আর লতিফ সিদ্দীকি ঘরোয়া আড্ডায় কি বললো তাতে মামলা হয় অপর দিকে কোরান পোড়ালে কিছু হয় না , জমি পাওয়া যায় ।
উস্তা মাওলানা গন মাধ্যমে আমাকে, আমার পরিবারকে, স্বজনদের, আমাদেরকে সম্মানহানিকর কথা বলেছে । সরকার দেওয়া টিভি লাইসেন্স পাওয়া টিভিতে খোলা মেলা গালি দিয়েছে । পুরা বাঙালিকে গালি দিয়েছে, বাংলাদেশকে গালি দিয়েছে । এখন সরকারের উচিত এর বিহিত করা । না হলে ক্ষিপ্ত, নিরীহ আম জনতার কেউ যদি রাস্তা ঘাটে রনির দিকে জুতা, ঢিল ছুড়তে পারে। কেউ কেউ তেড়েও যেতে পারে । সেটা অবশ্যই না হতে দেওয়া সরকারের দায় ।
তা না হলে কেউ যদি রনির উপর চওড়াও হয় তাকে আইন ভঙ্গের অপরাধে কতটা অপরাধী বলা যাবে? তাকে কতটাই বা আইনের আওতায় আনা উচিত হবে?!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩২

মোহামমদ অাবুল বাশার বলেছেন: চহীদ কাদের মোললার উচতাভাজি খেয়ে পেট খারাপ হয়ে গেছে

৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:১৮

জহিরুলহকবাপি বলেছেন: ;) ;) ;) ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.