![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
১৯৭১ এ বৃটেন দৃশ্যমান বাংলাদেশের পক্ষে ছিল । সেই বৃটেনই আবার হয়ে উঠলো রাজাকারদের আস্তানা, আশ্রয়, প্রশয় স্থল । এখন বৃটিশ মেয়েরা দলে দলে ইসলামিক স্টেটে যোগ দিচ্ছে যৌণ জিহাদী হিসাবে । বাংলাদেশের যুদ্ধপরধীদের বিচার, জঙ্গী দমনে বরাবরই বৃটেনের মৌণ অসম্মতি দেখা গেছে । তাদের ও তাদের বান্ধবদের সোকলড মানবাকিধারের মুড়িঘন্ট না মানাতেই আজও জঙ্গীবাদ মাথা চাড়া দিতে পারে নি ।
বৃটেনের টাওয়ার হেমলেটের বাঙ্গালি বংশদ্ভুদ মেয়র লুৎপর রহমান অসততা, জঙ্গী পোষকতার জন্য আদালত কতৃক বরখাস্ত এবং রাজনিতীতে নিষিদ্ধ হয়েছে । শুধূ জামাত নয় বিশ্ব জঙ্গী কানেকশন ।
এখন আসছে নির্বাচনে এ জঙ্গী গোষ্ঠী “না” ভোটের জন্য প্রচার চালাচ্ছে । এতে করে না ভোট বেশি পড়লে নির্বাচন বাতিল হয়ে যাবে ।তখন বর্তমান ডেপুটি মেয়র অহিদ আহমেদ পদাধিকার বলে মেয়র হবে । লুতফর রাহমান ও অহিদুর রহমান গুরু শিষ্য । জামাত ও বাঙ্গালি অধ্যুষিত এ এলাকায় অহিদুর রহমান মেয়র হলে জঙ্গীবাদের রাজধানী হয়ে উঠতে পারে ।
এটা বৃটেনের কতৃপক্ষও ভালো ভাবে অবগত এবং শংকিত ।
এখন দেখার বিষয় মানবাধিকার ব্যাপারীরা কি করে নিজের বেলায়?
৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:২০
জহিরুলহকবাপি বলেছেন: আই এস বা এ ধরণের জঙ্গী সং্গঠন গুলোর আবিষ্কার এটা । নেটে সার্ছ দেন, পেয়ে যাবেন
২| ৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৭
মু. সাদ উদ্দিন বলেছেন: ভালই তো লেখেন।
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৫
হানিফঢাকা বলেছেন: ভাই এই যৌণ জিহাদী কি জিনিস?