![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
এখনও পকেট ভর্তি, ভ্যানিটি ব্যাগ ভর্তি রয়ে গেছে অনেকটা দুপুর
মাছেরা ছায়া খোজে, ছায়ার তলে সাবধানী জীবন,
কেউ কেউ বা প্রত্যেকেই গোপনে
গোধূলী হাতড়ায় অসময়ে নগরে নগরে, গায়ে গায়ে।
অস্তাচল বা ভোর বলে কিছুই নেই,
কেবল জীবন চক্র!
তারপরু কয়েক রঙা ঘুড়ি দেখে কখনও মন আনন্দিত হয়,
কখনও জেগে উঠে সূতীব্র কাম অথবা বিপ্লব,
অতপর যার যেমন রাত্রি-
কখনও আনন্দ শিৎকার, কখনও ক্লান্ত জানালা নির্ঘুম ।
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩
এস আলভী বলেছেন: অনেক প্রতিক্ষার পর ফ্রন্টপেইজ একসেস দেওয়ায় ব্লগ কর্তৃপক্ষকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।
আপনার লেখায় আমি আজ প্রথম মন্তব্য করার সুযোগ পেয়ে গর্ব বোধ করছি।
নতুন ব্লগার হিসাবে আপনার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।