![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
গায়ক আসিফের গাড়িতে ইয়াবা পাওয়া গেছে। ড্রাইভার গ্রেফতার । আসিফকেও গ্রেফতারের পক্ষে অনেক আওয়ামী লীগ সমর্থক অন লাইনে সরব। ফেবুর পরিবর্তে যদি কাগজে লিখা হতো তবে পিতা মাতা হু হু করে কেদে উঠতো। অন্য দিকে কাগজ ব্যাবসায়িরা হা হা করে হাসতো। জুকার সাহেব বাঁচিয়ে দিল।
আসিফকে গ্রেফতারের দাবি করছেন কিন্তু ইয়াবার একমাত্র সম্রাট বদির বিষয়ে আপনারা চুপ কেন?! বদি শুধু মাদকেই এক নাম্বার না! মানব পাচার এবং রোহিঙ্গা পোষনেও এক নম্বর । জনাব রাগ করিবেন না। নিশ্চয়ই দলের চেয়ে দেশ আগে। নিশ্চয়ই জানেন রোহিঙ্গা মানেই জামাতি । আর দেশ বাঁচাতে দল। আপনাদের এমন নির্লজ্জ আচরণ দেশকে পিছনে টানবে এবং এটা একধরনের বিএনপিও আচরন।
এ সব বদিরা না থাকলে নিশ্চিত থাকেন আওয়ামী লীগের জনপ্রিয়তা আরও দশ-পনর ভাগ বেশি থাকতো আমেরিকান জরিপে।
আপনারা আওয়ামী লীগকে পিছে টানছেন। মাননীয় প্রধানমন্ত্রী এসব পছন্দ করেন না তা দৃশ্যমান। বদিদের বিরুদ্ধে কন্ঠ উঁচু তার হাতকেই শক্তিশালী করবে। তিনি সেই শক্তি চানও। আপনারা না বুঝতে পেরে কেবল ছাগলামীর পরিচয় দিচ্ছেন।
আওয়ামী লীগ পিছালে পিছাবে বাংলাদেশ । সাধু সাবধান।
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০১
জহিরুলহকবাপি বলেছেন: আপনি কে ভাই বন্ধু?
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: খিলগাঁও তালতলা মার্কেট নাকি?
জেসন,অপু,প্রিন্স,মানিক,মামুন,আলতাফ.......কি,ঠিক আছে কবি?