![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
মধ্য প্রাচ্যে এখন আমেরিকার অবস্থা সুদ পিতা ইউলুজের মতো হাস্যকর। মানে জোকার কাট। আমেরিকা গত এক বছর ধরে আই এস এর উপর হামলা চালাচ্ছে । আই এস মরলো কয়জন আর সাধারণ মানুষ মরলো কয় জন?! IS বহাল তবিয়তে বহমান অন্য দিকে সিরিয়ার অবকাঠামো শেষ। যাই হোক পর্দায় রাশিয়া ঢুকার সাথে সাথেই বাতাস অন্য রকম। রাশিয়া শুধূ ঢুকেইনি স্বল্প সময়ে প্রথম আক্রমণেই চল্লিশ IS জাহান্নামে। যা সম্ভবত আমেরিকা ভাবেই নাই। এর ভিতর রাশিয়া আমেরিকাকে যৌথ আক্রমণের আহ্বান করেছিল কিন্তু সঙ্গত কারনেই আমেরিকা রাজি হয় নাই। রাশিয়া হামলা চালিয়ে IS এর কাছ থেকে বেশ কিছু আমেরিকান ভারী অস্ত্র উদ্ধার করেছে। কেউ সরবরাহ না করলে যা সন্ত্রাসবাদীদের হাতে যাওয়া অসম্ভব । চীনও যোগ দিয়েছে রাশিয়ার সাথে। এখন শুধু অস্ত্র নয় অনেক IS কট খাবে। বেরিয়ে আসবে কালো মূখশের আড়ালের পিশাচদের চেহারা। বেরিয়ে আসবে অনেক জবানবন্দি অনেক গোপন নথি। কিন্তু আমেরিকার কিছুই করার নাই। কোন ইস্যুতেই রাশিয়া চীনকে আক্রমণ থেকে সরিয়ে রাখা সম্ভব না। কোন যুক্তিও দাঁড় করানো যাবে না। কোন অবরোধ ডাকা যাবে না বা un ( উন্মাদ নর্তক) এর মহা সচিবও দাঁত খিলাল করতে করতে উদ্বিগ্ন হতে পারবে না। এ বিপর্যয় থেকে বাঁচতে আম্রিকা কি চাল চালাবে? বৃটিশ বেনিয়া বুদ্ধি ছাড়াও আমেরিকার সাথে প্রায় সব কটিই মুসলমান দেশ আছে। কিন্তু এখন খেলা অনিয়ন্ত্রিত । কারো নিয়ন্ত্রণেই নেই International IS ( ইবলিশ শয়তান) Drama. এ মাঠ এখন সাইকেল রেসের।
কি হতে যাচ্ছে?
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৯
হামিদ আহসান বলেছেন: এই ড্রামা কোন দিকে যাবে, অার কত মানুষ মরবে কে জানে ?
৩| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:১৪
Jokiad বলেছেন: সুদ পিতা ইউলুজ উনার সম্পর্কে লিঙ্ক অথবা বিস্তারিত বলুন
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৭
গেম চেঞ্জার বলেছেন: খেলার মোড় ঘুরে গেছে । তবে কিছু একটা ইস্যু বের করে ফেলতে পারে । তবে এর সম্ভাবনা অনেক কম । ১০০ এ ১৫ । তেমন কিছু না। আশা করি আইএস খেলখতম হবে এবার ।