![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
আমেরিকা, ইউরোপ ইমেজ সংকট এবং সরকারগুলো ঝামেলায় পড়তে যাচ্ছে সম্ভবত আমেরিকা গত এক বছরে IS এর উপর আক্রমণ চালাচ্ছে। এতে IS এর ক্ষতি হয়নি মোটেও । উল্টা ধ্বংস হয়ে গেছে সিরিয়ান জীবন ও অবকাঠামো। বিশ্ব বারবার USA , NATO গংদের মূখে শুনেছে IS/ISil ইত্যাদিরা খুব শক্তিশালী। দীর্ঘ স্থায়ী যুদ্ধ করতে হবে। কিন্তু দুই তিন দিনে রাশিয়ার নেতৃত্বাধীন বাহিনী IS এর 50 এর বেশি স্থাপনায় 60 বারের মতো হামলা চালিয়েছে। উভয় সংখ্যা প্রতি মুহূর্তে বাড়ছে। IS প্রায় ধ্বংস। মরছে হাজারে বিজারে। স্বইচ্ছায় আত্নসমপর্ন হাজারের কাছাকাছি। মামাগো জেহাদের খায়েশ গেছে গা। কেউ কান ধরে রাশিয়ান বাহিনীর কাছে , কেউবা মূখোশ খুলে বর্ডার লাইনের দিকে দৌড়াচ্ছে। কাউকে বেহশতের দিকে দৌড়াতে দেখা যাচ্ছে না। ফলত IS ছায়া খুব সহজেই শেষ হতে যাচ্ছে। যুদ্ধ ক্ষেত্রের সাথেই ইউরোপ। IS দৌড়াবে সে দিকে জীবন বাচাতে। জায়গা না দিলে তাঁরা ফাঁস করে দিতে পারে : কোন তরিকায় USA, NATO,EUROPEAN বাহিনী IS এর চুলও স্পর্শ করতে পারে নাই। আবার জায়গা দিলেও চিরস্থায়ী নিরাপত্তা হুমকি। এখন কি করবে তাঁরা?
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভালো বলেছিস......
জেসনের খবর জানিস?