![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
বসে আছি শেষ স্টেশনে। সভ্য জীবনে বাসার বারান্দাই শেষ স্টেশন পরের দিন পর্যন্ত। এখন শহরে মোলায়েম বাতাস।বাতাস আর গাড়ির রকমারি হর্নের যুগল বন্ধী আর রিকশার ঘন্টা কেমন যেন মৌনতার সীম্পনী তৈরি করে। নগ্ন থেকে নগ্ন জীবন। আমার এখন নীরোর মতো শিল্পী হতে ইচ্ছে করছে। বাঁশি নয় আমার পছন্দ ঢোল। এখন ঢোল বাজাবো এই আকাশ দেখা রাত বারান্দায় বসে । পুড়তে থাকবে আকাশ,হাজারীবাগ,গেন্ডারিয়া,পারফিউমের দোকান,মালিবাগ, মতিঝিলের ড্রেন পুরো এ শহর। আমি ঢোল বাজাবো। এখন নগর ভর্তি বাতাস। জেনেছি বহু আগেই : জীবন পোড়ায় গন্ধ নেই।
২| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৪
জেন রসি বলেছেন: দুর্বোধ্য কিন্তু অর্থবহ।
৩| ১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৫৭
জহিরুলহকবাপি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ । সমালোচনা করাতে ভালো লাগলো। সবাই মিথ্যা প্রশংসা করে
৪| ১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:০২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: জহিরুলহকবাপি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ । সমালোচনা করাতে ভালো লাগলো। সবাই মিথ্যা প্রশংসা করে
এই প্রথম তোমাকে রিপ্লাই করতে দেখলুম বাপু থুক্কু বাপি
রিপ্লাইয়ে তুমি বড্ড কিপ্টে
আমার ধারণা ভীতু
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৯
ঢাকাবাসী বলেছেন: বেশী দুর্বোধ্য অসম্পুর্ণ হয়ে গেছে।