![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
বিএনপি : বাংলাদেশি ন্যাশনালিস্ট পাকিস্তানি এখন কি করবে। তাঁদের সৌদ পরিবার পারলে স্বর্নের কমোড ব্যাবহার বাদ দায়ে নর্মাল হাগা খানায় লুকায়। ইয়েমেনি সেনাবাহিনী সৌদি আরবের কয়েকটি গ্রাম নিজেদের দখলে নিয়েছে। গত দুদিনে ইয়েমেনি সৈন্যরা দেড়শোর মতো সৌদ বাহিনীর সদস্যকে অক্কা পাইয়ে দিয়েছে। কয়দিন আগেই ইসরায়েল ঘোষনা দিয়ে ছিল সৌদি আরব তাঁদের বিশেষ মিত্র। রাশিয়ার বিপক্ষে সৌদি আরবের সাথে ইসরায়েলও আছে। IS এর উপর ইসলামের শত্রু রাশিয়ার বিমান হামলায় এক জেনারেল পদবির জীবন শেষ, আটশ সৈন্য সহ আরেক জেনারেল এরেস্ট। এরা ইসরায়েলি army I.S। এ ইহুদি গুলা মুসলমান হইছে এমন কোন প্রমাণ বা নথি আসেনি।
অন্য দিকে সৌদী আরবে মাত্র একটা গোপন নথি ফাঁস হয়েছে।সাড়ে সাত হাজারের মতো হাজী নিহত। IS বিরোধী যুদ্ধকে প্রায় সব মুসলিম দেশই মৌন সমর্থন দিচ্ছে। যার বিপরীতে সৌদি আরব। হাজী মৃত্যুর ঘটনা পৃথিবী সহজ ভাবে নেয়নি। সব মিলিয়ে সৌদ পরিবার এখন হুমকির মুখোমুখি। তাঁরা যদি ধ্বসে পড়ে তবে ইসলাম নিয়ে ব্যাবসা সাংগঠনিক অবস্থা ভেঙ্গে পড়বে বিশ্বব্যাপী। USA এ ও তাদের ত্যাগ করবে ডিম দিবে না বলে।
বিএনপির এ দেশে রাজনীতি করার সবচেয়ে কার্যকর অস্ত্র ছিল ধর্ম । তাঁদের রক্তের স্বজন জামাতের মতো। সৌদ পরিবারের ধস এ দেশেও প্রভাব ফেলবে। মাদ্রাসা বানিজ্য নড়বড়ে হবে মধ্য প্রাচ্যের এইড বন্ধ হওয়ার কারনে। এটা তো ভবিষ্যতের কথা। বর্তমানে আমেরিকা কিছুই করতে পারছে না এ দেশে। এবার যদি সৌদ পরিবারের কালো শক্তি পৃথিবী থেকে বিলীন হয় তবে আক্ষরিক অর্থেই বিএনপি উদ্বাস্তু, পতিত হবে। না পারবে নিজ দেশে ফিরতে না পারবে এ দেশে মিশতে।
২| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১:১৯
দূর্বার শাওন বলেছেন: তুই বেটা নিজে একটা ছুপা হিন্দু তোরা চাইছিস বিশ্ব থেকে ইসলাম নিঃচিহ্ন হয়ে যাক, আর তোদের হিন্দু ধর্ম বিস্তার পাক।তাই ব্লগে মুসলিম নামে লেখালেখি করিস।তোরা হিন্দুরা পারিস বটে।
ইসলামের বিরুদ্বে আওয়ামীলীগ তাই তোরা ওদের সাপোর্ট দিস।সামনে এমন দিন আসছে তোদের বংগবল্টুর নামও মুছে দেওয়া হবে।তখন, তোদের হিন্দু লীগের চেতনা ব্যবসার কি হবে রে???
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১:১২
পিচ্চি হুজুর বলেছেন: আরও একটা বাদ গেছে আই এম এফ রিপোর্ট দিছে সৌদী ২০২২ সালে দেউলিয়া হয়ে যাবে