![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
বাংলাদেশী ন্যাশানালিস্ট পাইক্কা ওরফে BNP যুদ্ধাপরাধীদের বিচার চায়। এটা খুবউই ভালো। নিচের কয়েকটি ধাপ মেনে নিলে বিচার নিয়ে BNP এ পক্রিয়ার পক্ষে এসে শাহবাগে মুজাহিদ, সাকার ফাঁসি চেয়ে মিছিল করবে। দেশের কথা ভেবে নিচের ধাপগুলো দায়িত্বশীলদের ভাবতে অনুরোধ ।
1) অভিযুক্তদের পক্ষের বিপক্ষের সকল সাক্ষী হতে হবে পাকি। কারন তাঁরাও বলতে পারবে অভিযুক্তরা দোষী না নির্দোষ। সে ক্ষেত্রে অশিক্ষিত কালো রোগা বাঙালি সাক্ষী কেন?
2) কোন মুক্তিযোদ্ধার লেখা বই রেফারেন্স হিসাবে গ্রহন করা যাবে না। তার বদলে জানজুয়া, মিঠঠা এদের বই খুব গুরূত্ব দিয়ে বিবেচনা করতে হবে।
3) এদেশের 71 পরবর্তী কোন দলিলপত্র গ্রহন করা যাবে না। তার বদলে সাঈদীর বয়সের এফেডেবিট এবং সাকার বিভাগীয় প্রধানের চিঠি প্রমাণ হিসাবে ব্যাবহার করা হবে।
4) বাংলা এবং ভারতীয়, রাশিয়ান পত্রিকা, রেডিও রেকর্ড বা টিভি ফুটেজ প্রমাণ হিসাবে ব্যাবহার করা যাবে না। তার বদলে পাকি পত্রিকা,টিভি, পিকিং রেডিওর রেকর্ড গুরূত্ব দিয়ে গ্রহন করতে হবে।
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৬
রাশেদ মহাচিন্তিত বলেছেন: আপনে যা বুঝেছেন তাই বলেছেন।