![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
চারপাশে এখন " মাইরালইবো উৎসব" চলছে। রিয়েল লাইফ কমেডি। নিচে কয়েকটা কেস দিলাম :
1) ত্রিশ বছর আগে ছাত্র ইউনিয়ন করতো। এখন শত ভাগ দালালি। যুদ্ধাপরাধ বিচার, পেট্রল বোমা, অরাজকতা বা সামাজিক অপরাধ কোন খানেই তাঁর কোন বক্তব্য, কর্ম নাই। শতভাগ গৃহী। পলেটিক্যাল কিছু বন্ধু বান্ধব আছে ধান্দার কারনে। সেই মানুষও ভাঙ্গা সিগারেট টানতে টানতে খুশি খুশি চেহারায় বিরস কন্ঠে বলে বেড়াচ্ছে তারে জামাত মাইরালাইব।
2) গত পনর বছরে এ দেশে আসে নাই NRB. ফেবুতে ফরেন ফুল ফলের ছবি, নিজের ছবি আপলোড দিতেন। মাঝে মাঝে -অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই" সকল দেশের রানী সে যে আমার জম্ম ভূমী, রাজন হত্যার বিচার চাই এ ধরনের কিছু পোস্ট। তিনি দেশে আসলেও "মাইরালাইবো" । তাই আসছেন না দেশে।
3) পরিচিত একজন তার প্রেমিকাকে নিয়া মহা টেনছ। আমার জানা মতে তার প্রেমিকা রাবীন্দ্রিক সাজে 2/3 টা ছবি গনজাগরনের সময় ফেবুতে আপলোড দিয়ে ছিল । দুই এক দিন তারা দুজন আসছিল। মেয়েটা বন্ধু মহলে যুদ্ধাপরাধীর বিচারের পক্ষে কথা বলতো বলে শুনেছি। তারেও বলে "মাইরালাইবো" ।
# সোনা বন্ধু তুই আমারে ভোঁতা দাও দিয়া কাইট্টালা
পিরিতের খেতা দিয়ে চেপে ধইরা মাইরালা।
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাই আপনার পোস্টে কমেন্ট করছি , এবার আমিও বলতে পারবো "মাইরালাইবো" ।