![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
মাননীয় প্রধানমন্ত্রী পাটিতে বসেছেন এ নিয়ে ফেইস বুকে উচ্ছাসের শেষ নাই। অনেকে পারলে আবেগে হাউ মাউ করে কেদে ফেলে, আনন্দ মিছিল নিয়া রাস্তায় নামে। এ বিষয়টা নিয়া উচ্ছাসিত হওয়ার কি আছে। উনি বাঙালি, উনি বঙ্গবন্ধুর কন্যা। বঙ্গবন্ধু পায়ে হেটে, লোকাল ট্রেনে চড়ে, নৌকায় করে দেশের আনাচে ঘুরেছেন। শেখ হাসিনাও ছাত্র রাজনিতী করে এসেছেন। সবচেয়ে বড় কথা বাঙালির পাটি প্রিতী আছে। সস্তায় চেয়ার পাওয়া গেলেও শহুরে বাঙালি সুযোগ পেলে এখনও ছাদে পাটি নিয়ে বসে। মফস্বল, গ্রামের মানুষ বিশেষ করে মহিলারা এখনও চাদনী রাতে পাটি বিছিয়ে আড্ডা দেয়। পাটি বিছিয়ে নাতি, নাতনির গায়ে তেল মাখে, কাথা সেলােই করে ।
ক্যান্টেমেন্ থেকে যদি শেখ হাসিনার শুরু হতো তবে এ নিয়ে উৎসব করা যেত।
ভুল কইলে ক্ষমা করিয়েন।
©somewhere in net ltd.