![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
তোমায় ভুল বিদ্যা শিখায়েছে
তুমি জান নাই
অন্য শিখায় জীবণ কাটাও
আলো চিন নাই।
মুজিবরে তোমাদের ভুলায়ে দিছে
কালো আধার খুলি
বাঙালি বাঙালি করতে করতে
মুজিব খাইলো গুলি।
তুমি হিন্দু তুমি মুসলিম
ধর্ম ভুলে চিল্লাচিল্লি
নিয়মে তুমি হিন্দু মুসলিম
পরিচয়ে বাঙালি।
তোমায় ভুল বিদ্যা শিখায়েছে
তুমি জান নাই
অন্য শিখায় জীবণ কাটাও
আলো চিন নাই।
হাসিনারে করবে খতম
নিঃস্ব বাঙালি
ষোলগুটিতে মাটির জাতি
উল্টা পায় তালি।
৭১ এর বান্দরদের
করছিল বাঙালি বেদিশা
এখন বুঝলিনা পাকি পোনা
বাঙালির মরিচ পেষা।
তোমায় ভুল বিদ্যা শিখায়েছে
তুমি জান নাই
অন্য শিখায় জীবণ কাটাও
আলো চিন নাই।
বাঙালিরা মেলা দিন পর
করছি আবার শপথ
বাংলাদেশ বাংলাই হবে
জয় বাংলা পথ।
৫২ তে রক্ত দিছি
৭১ এ পাষান
১৩, ১৫ কালো কাল
গুপ্তঘাতকের আসমান।
তোমায় ভুল বিদ্যা শিখায়েছে
তুমি জান নাই
অন্য শিখায় জীবণ কাটাও
আলো চিন নাই।
পাতার মতো জীবন দিছি
আর একটুও না দিব
পাপ আত্না বাংলা ছাড়ো
এবার জীবন নিব।
মেলা বছর বোরকা পরে
লাগাইছিলা বিষ গাছ
মাথার উপর বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধা
এবার দিব বাঁশ।
তোমায় ভুল বিদ্যা শিখায়েছে
তুমি জান নাই
অন্য শিখায় জীবণ কাটাও
আলো চিন নাই।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪০
[email protected] বলেছেন: সবার আগে আপডেট খবর জানতে ভিসিট করুন http://somoylive.com/bangla/