![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
কুকুরেরা গু খায়, আবার মাংসও খায়। কুকুরেরা ঝড়ো রাত্রিতে গুটি মেরে বৃষ্টির তলে ঘুমিয়ে থাকে, আবার নরম বিছানায়ও তারা সাবলীল। কুকুরেরা এ বাড়ী ও বাড়ী ঘুরে বাড়ীর খোঁজে। কখন এই খা, ভাত- এই ঘুমা, চট। কখনও বা গরম খুন্তি বা ফুটন্ত ভাতের মাড়ে মানবিক রাগ। কুকুরেরা নিজ এলাকায় জীবন কাটায়। নিজ স্বভাবে রাত জাগে সশস্ত্র চোখে। সব বাড়ী কুকুরদের বাড়ী আবার তাদের বাড়ী নেই। এই যে এ স্বভাবের কারণে তারা বেহায়া, নোংরা বা মহান কোনটাই না।
এটাই তাদেরকেপ্রকৃতির দেওয়া স্বভাব।
কাউকে কাউকে কুকুর স্বভাব দিলে যদি দিলে প্রভু মনুষ্য দেহ দিলে কেন?
©somewhere in net ltd.