![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
আধুনিকতা এক এক স্থানে এক এক অবস্থায় থাকে। আগে পরে। উম্মুক্ত চুম্মাচাট্টি আমাদের ঐতিহ্য, পরম্পরা, সোজা কথায় বাঙালিয়ানার সাথে যায় না কোন ভাবেই। উম্মুক্ত চুম্মাচাট্টি না করার কারণে আমরা যে খারাপ আছি বিষয় মোটেও তা না। বরং বৈদেশিদের তুলনায় আমরা সকল অভাব, কষ্ট নিয়ে বৃষ্টি দেখি , চন্দ্র দেখি। যাইহোক কেউ কেউ ভাবছে ওপেন চুম্মচাট্টি করলে সমাজ রাতারাতি আধুনিক হবে, আমরা ব্যাপক এগিয়ে যাবো। জার্মানে বসে এ দেশে চুম্মা বিপ্লবের ডাক দিচ্ছে আধুনিক জ্ঞানীরা। জার্মানে উম্মুক্ত চুম্মাচাটি চলে। তারা সব দিক থেকেই আমাদের চেয়ে অনেক উন্নত। এই আধুনিকদের বাংলাদেশের সাথে সাথে জার্মানীতে নতুন বিপ্লবীদের নতুন আরও উন্নত আধুনিকতায় ডাক দেওয়া উচিত। না হলে ভন্ডামী হয়ে যাবে। সে/তাদের অবশ্যই উচিত জার্মানীতে ভ্যালেনটাইন ডে তে সবাইরে ন্যাংটা হওয়ার আহ্ববান জানিয়ে ইভেন্ট খোলা। ভালবাসার মানুষের সামনে কাপড়ের আড়াল থাকবে কেন? সবাই সবাইর শরীরের পূর্ণ অংশ দেখবে। ছেলেরা ছেলেদের-মেয়েদের, মেয়েরা মেয়েদের-ছেলেদের জড়াইয়া ধরবে সেই দিন জার্মানীতে।
(বিদেশে বসে কোরান শরীফের উপর চায়ের কাপ রাখা সহজ, কোরাণ শরীফের বদলে বাইবেল হলে বিদেশী ঐ লীবারেলরা গীর্জার গেটের খাম্বা পশ্চ্যাৎপদেশ দিয়া ঢুকাইয়া দিত)
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৯
আরাফআহনাফ বলেছেন: প্রকাশ্যে চুমু খেয়ে কী প্রকাশ হয়?
গভীর ভালোবাসা ? অগভীর ভালোবাসা? আবেগ? রুচিবোধ? আধুনিকতা?
এক আধুনিকতা ছাড়া বান্গালের কোন কালে আর কিছুর কি অভাব ছিলো?
তথাকথিত এমন আধুনিকতা আমদানী না করলেই কি নয়?
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১১
জহিরুলহকবাপি বলেছেন: বিদেশী ভিসা
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৮
মুরাদ আহম্মদ খাঁন বলেছেন: জার্মানে বসে এ দেশে চুম্মা বিপ্লবের ডাক দিচ্ছে আধুনিক জ্ঞানীরা।
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
রাজীব বলেছেন: Mardi Gras
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০২
মহা সমন্বয় বলেছেন: সত্য বড় কঠিন।