![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
“বাংলা একাডেমীর নৈতিক ডিজির দাবীতে বাঙালি বন্ধ “
এ কর্মসূচীটাতে বেশি এগিয়ে আসার কথা কবি, সাহিত্যিক, নাট্যকার, গল্পকারদের। কিন্তু কবি-কথা সাহিত্যিক @ ঋষি এস্তেবান এবাং কবি সা'ইফ সজল ছাড়া চেনা, জানা, কম পরিচিত, বেশি পরিচিত, ঘনিষ্ট, কাছের বন্ধু বান্ধব কবি-সাহিত্যিক তেমন কেউই আগ্রহ প্রকাশ করছেন না এখনও।
এর কারণ খুঁজে পাচ্ছিলাম না। যেখানে এদের সবার সোচ্চার হওয়ার কথা সেখানে এরা সকলেই চুপ। কারণ কি? কোন ভয় ভিতী? পরে বুঝলাম পুরুস্কারাতংক। বাংলা একাডেমীর অতি ক্ষমতাধর ডি.জির বিরুদ্ধে কর্মসূচী করে ব্ল্যাক লিস্টেড হয়ে যদি কখনও আর এই জীবনে বাংলা একাডেমী পদক না পাওয়া যায়, এই ভয়।
গত কয়েক বছরে বাংলাদেশে সাহিত্যে পুরুস্কার পাওয়া কবি-লেখকদের নাম বলেন তো। পারবেন না। ঐসব পুরুস্কার টুরুস্কার কিছুই না। সাহিত্য করেন, কবিতা করেন, জীবন করেন, পরিস্কার করেন, সবাই মনে রাখবে। সাহিত্য, কবিতা, সৃষ্টিও সুন্দর হবে।
আপনার জন্য : ( সহমত হলে বন্ধুদেরও ইভেন্টে আমন্ত্রণ করুণ)
ইভেন্ট লিঙ্ক
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৭
বিজন রয় বলেছেন: সহমত।