![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
মুসলাম মুসলমান ভাই ভাই
এ ইস্যুতে পাকিস্তানে সনে শত্রুতা নাই।
মুমিনকুলের এ বাণী আমাদের, আমাদের পরের, বর্তমান প্রজম্ম খুব কম বাঙালিই শুনে নাই।
কি করিবে সেই ভাই ভাই
সিরিয়া-সৌদে ঢিসুম ঢাসুম
বাচনের উপায় নাই ।
কি করিবা এখন “ভাই ভাই মুমিনরা” ?
সৌদি রাজ পরিবার তথা সৌদি আরবের সাথে ইসরাইলের বৈবাহিক সম্পর্ক এখন দুই তরফ থেকেই প্রকাশ্য। সৌদ পরিবারের শক্তিশালী সদস্য যুবরাজ তালাল ইসরাইলের হয়ে ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষনা দিয়েছে বহু আগেই। আবার আমিরিকার জান-পেছান মুসলিম রাষ্ট্র তুরস্কের সাথে আরেক মুসলিম রাষ্ট্র সিরিয়ায় যুদ্ধ চলছে আমেরিকার শত ভাগ চাওয়ায়। সৌদি আরব পার্শ্ববর্তী মুসলিম রাষ্ট্র ইয়েমেনের কত বিয়ে বাড়িতে বিমান হামলা করেছে তার হিসাব পুরাটা হয়তো আমরা জানি না, যা জানি তাতেই অবস্থা আতকে উঠার মতো।
তুরস্ক টার্কি খায়, আমেরিকার প্লেটে
আম্রিকা আর ইহুদিরা আই.এস নামে হাটে-
সৌদি আরব বোমা মারে বিয়া বাড়ির খুশিতে
মুমিন ভাই ডুকবা এখন কে কোন ঝুড়িতে?
মুসলমানে মারে মুসলমানে আম্রিকার কথায়
বাঙালি মুমিনরা চুপ কেন, এখন তুম কুতায়?
তুরস্ক এবং ইহুদী বন্ধু সৌদি আরব তোড়জোড় করছে সিরিয়ায় যৌথ স্থল বাহিনী পাঠানোর।এর পরোক্ষ কারণ সিরিয়ার বিভিন্ন স্থানে আটকে পড়া আইএসরূপী ইহুদীদের বের করে আনা। এরপর যতটা সম্ভব মুসলিম আই.এসদের বের করে আনা এবং নথি পত্র ধ্বংস করা । এর বিপরীতে রাশিয়া বলছে এক পা আগানোর সাথে সাথেই যুদ্ধ শুরু। প্রয়োজনে সৌদী আরবে সরাসরি আক্রমন এবং আমেরিকার সাথেও রাশিয়া যুদ্ধ করবে। আইএস বিরোধী সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আসাদই ক্ষমতায় থাকবে। আসাদ আইএস বিরোধী, সৌদি আরব আইএস বিরোধী, তাহা হইলে পৃথিবীর সব বিষয়েই চুপ সৌদ পরিবার আসাদকে সরানোর জন্য এমন মরিয়া কেন আমেরিকার কথা অনুযায়ী।
ও মুমনি, ভাই ভাই মুমিন
কি করিবা এখন, কোন উত্তর দিবা
লটারী কইরা কি মুমিন
ভাই বাইছা নিবা?
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্ত্রি করা স্যুট করে বলেছেন রাশিয়া সিরিয়াকে দ্বিতীয় আফগানিস্তান করতে দিবে না।তুর্কি-সৌদি বাহিনীর সঙ্গে যুদ্ধের প্রস্তুতিতে সিরিয়ার সরকারি সেনাবাহিনী এখন রাক্কায় যাচ্ছে।
এ অবস্থায় সেখানে সৌদি এবং তুর্কি সেনাবাহিনী ঢুকলে সরাসরি যুদ্ধ শুরু হবে এবং রাশিয়া অবশ্যই সিরিয়ার সাথে থাকবে।
রুশরা আরও বলেছে সিরিয়ায় যুদ্ধ শুরু হলে তা বহু রাজার গদি ও রাজ্যকে ধ্বংস করবে । এ যুদ্ধে কয়েক মিলিয়ন মানুষ প্রাণ হারাতে পারে। আর সিরিয়ায় রুশ ঘাঁটিরেউপর বোমা মারলে রাশিয়ার সেনারা অপ্রচলিত অস্ত্র ব্যবহার করবে।
পাকির বেলায় খালি ভাই ভাই
এখন যাবা কোন পথে মুমিন সাই?
এত কিছু ঘটে যাচ্ছে
তুমার মুখে কোন বাণী নাই!
ধর্মতো একটা সরল রেখা
এক নিয়মেই চলে
বাংলার বেলায় কেন মুমিন
বহু পথ ডানা মেলে?
কয়েক দিন আগে সৌদি গোয়েন্দা প্রধানের সঙ্গে আরবী, আন্তরিক করমর্দন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী মোসে ইয়ালন
©somewhere in net ltd.