![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
ধর্ম হলো আসলে পৃথিবীতে ঠিক মত চলার এবং বেহশতে, স্বর্গে যাওয়ার বাহন। ধর্মের গাড়ীতে মানুষ চড়ে “আনন্দ নগর” যাবে। কিন্তু অদ্ভুদ ভাবে দেখছি মুসলমান এবং হিন্দুদের বড় একটি অংশ এ গাড়ীতে নিজেরা চলার বদলে গাড়ীটার বাহন হয়ে গেছে। গাড়ীটাকে তারা আবেগে, বিভ্রান্তিতে কাধে নিয়ে চলা শুরু করেছে।
ধর্ম গাড়ীর সওয়ারী হওয়ার বদলে গাড়ীকে সওয়ারী করার দৌড়ে এখনও বৌদ্ধ, খ্রিস্টানরা ঢুকে নাই। ইহুদী ব্যাক সৌদ এবং সৌদি আরবের প্ররোচনা-প্রচারণা, মুসলিম বা্রদারহুড, বান্না, মওদূদীবাদীদের কারণে মুসলমানদের এ অবস্থা হয়েছে। কিন্তু হিন্দুদের এমন হওয়ার কারণ কি? অবশ্য হিন্দুদের ধর্মীয় গোড়ামী আগে আরও বেশি ছিল যা কমছে অনেকটা।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১০
জহিরুলহকবাপি বলেছেন: আপনে কি নিজেরে নতুন নবী দাবী করলেন? সে ক্ষেত্রে নবী না বলে অন্য শব্দ ব্যাবহার করেন। আমার শেষ নবী, বিশ্ব নবী চলে িএসেছেন। এরপর আল্লাহ আর নবী পাঠবেন না।
মওদুদী বিশ্বাসে আরও নবী আসতে পারে হয়তো। কিন্তু মুসলমানের শেষ নবী মোহাম্মদ (সা
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৪
চাঁদগাজী বলেছেন:
নতুন নবীতে দেশ ভরে যাচ্ছে?