![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
আজকে আশা করি ভারত হারবে। ভারত হারলে কিছু মানুষের আফসোস শুরু হবে-
১) মুসলমান মুসলমান ভাই ভাই গ্রুপ:
পাকিস্তান আর বাংলাদেশ ভাগ না হলে শক্তি অনেক বেশি হতো। আজ মালুদের মুসলামনরা হারিয়ে দিত। এছলামের ঝান্ডা পতপত করে উড়া দেখতো বাঙ্গাল, বেলুচ, পাঠান বিভিন্ন প্রজাতির পাইক্কা জাতি। সাথে মদের গেলাস অন্তর ভর্তি এছলাম।
বাংলাদেশের উচিত হয় নাই পাকিস্তানেরে হারানো। এক এসলাম আরেক এসলামের বিরোদ্ধে যুদ্ধ করতে পারে না। খেলাও এক ধরনের যুদ্ধ। বাংলাদেশের উচিত ছিল যে কোন কায়-কাডিতে পাকিস্তানরে ফাইন্যাল পর্যন্ত আসতে সাহায্য করা। তাইলে বাংলাদেশ-পাকিস্তান ফাইন্যাল হতো। কাপ যেই পাক এছলামের ঘরে “কাপ” থাকতো। ভাইয়ের ঘরে কাপ থাকতো।
এখন যদি খালেদা ক্ষমতায় থাকতো তাইলে হয়তো কায়-কাডি হতো কিন্তু নাসটেক হাসিনা এসবে যাবে না। সেই দিন পাকিস্তানরে হারানোতে নাইচা মনে হয় স্টেডিয়াম ভাইঙ্গা ফেলবে। মুসলিম মহিলা এমন কেমনে করে?!! আর এক মুসলামরে হারানোতে এত আনন্দের কিই আছে।
২) ভারতের দালাল:
ভারত যদি জিতে যায় বিভিন্ন জামাতি-বামাতি-বিএনপি-ছাগু-বিঙ্গু-চিঙ্কু-সুশীল কিছু মানুষ জন বলা শুরু করবে হাসিনা ইন্ডিয়ারে খুশি করতে খেলোয়য়াড়দের গোপনে নির্দেশ দিছে হারতে। কেউ কেউ মোদী-হাসিনার এ বিষয়ে কি কি আলাপ হইছে তার দাড়ি কমা সহ এমন বর্ণণা দিবে যেন পাশে খাড়াইয়া শুনছে। ভারত হারলে এ দলের আফসোসের শেষ থাকবে না, কারণ হাসিনারে দালাল বানানো সম্ভব হবে না।
#বাংলাদেশ_জিতবেই_জিতবে
#পাইক্কা_বাচ্চা_কাভি_নেহি_আচ্ছা_যো_ভি_আইচ্ছা_ওভি_শয়তানকা_বাচ্চা
০৬ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৩৯
জহিরুলহকবাপি বলেছেন: বাংলাদেশ_জিতবেই_জিতবে
২| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫২
আহলান বলেছেন: আমরা কত রকমের মানুষ , না!
৩| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২৭
মহা সমন্বয় বলেছেন: স্বপ্নপূরণের ফাইনাল আজ
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৩৮
বিজন রয় বলেছেন: যা বলেছেন।
তবে জয় আসছে। জয়, আজ রাত্রিতে।