![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
কেউ বলে ধইঞ্চা, কেউ বলে কোয়াক ডাকতর, কারো কাছে মুতপাত্র, কারো কাছে ক্লাউন। বাঙালি যে তিন লাইন কম বুঝে এটা তার একটা প্রমান। যে পুরা পৃথিবীর সবগুলো দেশের “প্রেসিডেন্ট/প্রধানমন্ত্রী/চ্যান্সেলর” হওয়ার ক্ষমতা রাখে তার এমন নাম করণ জ্ঞান কম না হইলে সম্ভব না। বাঙালির উচিত “এক পৃথিবীর এক প্রেসিডেন্ট শ্লোগান/দাবী/ঘেরাও/আন্দোলন” করে এমন পোষ্ট তার জন্য সৃষ্টি করা। কিতনা বাড়া প্রতিভা!
জামাইত্তা/রেজাকারগুলার ফাসি আটকানোর জন্য লক্ষ কোটি টাকা খরচ, পৃথিবীর এক চোখা মোড়লদের সন্ত্রাস, ষড়যন্ত্র খেলার মাঠ পর্যন্ত গড়িয়েছে। ইতনা ইতনা হুমকি-ধামকির পরও এখনও, আজও কিউ রেজাকারের ফাসি হুয়া??
কারণ ধইঞ্চা/ কোয়াক ডাকতর/মুতপাত্র/ক্লাউন বলেছে ফাসি না নিয়ে বাড়ি যাবো না ( ইস্ত্রি করা পাঞ্জাবী পরে শাহবাগে বসে থাকবে) । এরপর সেই খানে হাগা-মুতা, খাওন-দাওন, সেলফি, মিছিল ( বৈকালিক ভ্রমন) ইত্যাদির কথা শুনে ভয়ে আতংকে শংকায় আশংকায় হতাশায় সরকার, বিচার বিভাগ সব চাপ, আতাত উপেক্ষা করে কাশেইম্মারে ঝুলানোর হুকুম দিছে। এই বার কন পিতিবীর মইধ্যে সে সবচাইতে ক্ষেমতাবান মানুষ কি না??
ধন্যবাদ প্রশিকিশন টিম- তথ্য,প্রমান হাজিরের জন্য।
ধন্যবাদ বিচার বিভাগ- ন্যায্য বিচার করার জন্য।
ধন্যবাদ আওয়ামী লীগ- নির্বাচনি ওয়াদা পূরনের জন্য।
মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিব না। তার ন্যায্য কাজ, দায়িত্ব তিনি পালন করেছেন। তাছাড়া পিতার রেখে যাওয়া কাজ সন্তানেরই সম্পন্ন করতে হয়। বঙ্গবন্ধু কন্যা তাই করেছেন। পরম্পরা। বাঙাল-বাঙাল, পদ্মা-আত্রাই, টেকনাফ থেকে তেতুলিয়া, বট-ঘাস ফুল সব এক সাথে-
তুমি কে - আমি কে
বাঙালি-বাঙালি।
তোমার আমার ঠিকানা-পদ্মা মেঘনা যমুনা।
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:০২
মহা সমন্বয় বলেছেন: ধন্যবাদ প্রশিকিশন টিম- তথ্য,প্রমান হাজিরের জন্য।
ধন্যবাদ বিচার বিভাগ- ন্যায্য বিচার করার জন্য।
ধন্যবাদ আওয়ামী লীগ- নির্বাচনি ওয়াদা পূরনের জন্য।