![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
৭১ সালে পাকিস্তানী আর্মির উপর এক ধরনের নির্দেশই ছিল ধর্ষনের। এর কারণ বেশি করে এ দেশে তাদের বীজ রেখে যাওয়া- যারা মূখে ইসলাম মনে শয়তান, হাতে পবিত্র কোরান-পকেটে ইহুদী বোমা। সব কিছুতে ব্যার্থ পাইক্কারা এ দেশে বীজ বপনে, ফসলে যে সফল তার প্রমাণতো খুব ভালোই চারপাশে দেখা যায়। কাল আবার প্রমাণ পেলাম কুড়িগ্রামের মুক্তিযুদ্ধা ৬৮ বছর বয়স্ক হোসেন আলীর গলা কাটা লাশ দেখে।গত কয়েক বছরে কয় জন ব্লগার, লেখক, গণজাগরণ কর্মী, পুলিশ, পীর, মৌলবাদ বিরোধী মাওলানা খুন হয়েছে আমরা জানি । কিন্তু মুক্তিযুদ্ধা কয়জন খুন হয়েছে আমরা জানি না।
বিএনপি আমলে মুক্তিযুদ্ধা লাথি খায়, রাস্তার উপর খুন হয়ে পড়ে থাকে। আওয়ামী লীগ আমলে লাথি খায়, আত্নহত্যা করে, খুন হয়ে রাস্তার উপর পড়ে থাকবে।।
©somewhere in net ltd.