![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
কিছু কুলাঙ্গার অতীত থেকেই পয়লা বৈশাখে সুযোগ খুজতো নারী নিপীড়নের। বিভিন্ন সময় প্রতিরোধের কারণে কিছুটা কমে এসে ছিল গত কয়েক বছর। 'দেশের শত্রু সমাজের শত্রু মানুষের শত্রু' জামাত-বিএনপি-ধর্মীয় অন্ধ গোষ্ঠি এবার প্রায় প্রকাশ্যে নেমেছে পয়লা বৈশাখের বাঙালির উৎসব বন্ধে। প্রকাশ্য দাবীর সাথে সাথে তারা ভীড়ের ভিতর নারী নিগ্রহ, মারা-মারি বাধানো, গণ পকেট মাইর, বিষাক্ত খাবার ( পেট খারাপ হয়) ইত্যাদি ষড়যন্ত্র করতে পারে। যা দৃশ্যমান।
ঐতিহ্য, আনন্দ, উৎসব আমাদের। একে ধরে রাখার জন্য নিরাপত্তা বাহিনী সাথে সাথে আমাদেরও সচেতন হওয়া জরূরী। এ হেতুতে স্বেচ্ছা সেবক বাহিনী গড়ে তোলা হচ্ছে - বন্ধু থেকে বন্ধু পদ্বতিতে। পরিচিত বন্ধু, তাদের বান্ধুদের কাছে শত ভাগ স্বেচ্ছাশ্রমে স্বেচ্ছা সেবক হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।
নিরাপত্তা জনিত কারণে অপরিচিত, স্বল্প পরিচিতদের যোগাযোগে অনুৎসাহিত করছি।
ইভেন্ট / যোগাযোগ
১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৮
জহিরুলহকবাপি বলেছেন: দু:খিত। আবার চেষ্টা করুন
https://web.facebook.com/events/478122689054709/
২| ১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৬
রাজ খান ইমন বলেছেন: আপনার ঘরে কেউ পাঁদ মারলে নিশ্চয় জামাত বিএনপি মেরেছে বলে দাবি করবেন.. না জানি কবে বলবেন আপনার বউকে শিবির কর্মিরা তুলে নিয়ে গেছে
১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৬
জহিরুলহকবাপি বলেছেন: আমার স্ত্রী আপনার বোন। বোনকে রক্ষার দায়িত্ব কিছু হলেও আপনার।
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২০
রুট কোড বলেছেন: Sorry, this page isn't available