নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জহুরুল ইসলাম

আমি জহুরুল

আমি জহুরুল › বিস্তারিত পোস্টঃ

ধর্ষণ করার পর তাদের কি হবে?

২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০৭

একজন মহিলা যিনি তিন সন্তানের জননী তার ছোট ভাইয়ের সাথে বেধে রেখে ৭ জন মিলে ধর্ষণ করল।
তাদের মা যদি জানত তাদের এই সন্তান গুলো একদিন এ ধরেনের কাজ করবে তাইলে মনে হয় তাদের জন্মও দিতনা। কিসের সাথে তুলনা করব তাদেরকে কুকুর? তাতে মনে হয় কুকরকেও ছোট করা হয়। আমারাও যে পার্শ্ববর্তী দেশের মতো এতটা নিচে নেমে যাবো আমি কখনো ভাবি নায়। এতোখানি বিবকেহিন এতোটা মূল্যবোধের অবক্ষয় মানুষের কিভাবে হতে পারে? এতোটা হিংস্র কিভাবে হয় একজন মানুষ?
প্রতেক্ষ আর পরোক্ষ যেভাবে হোকনা কেন এর জন্য আমাদের দেশের আইনি বাবস্থা দায়ি, দায়ি আমদের সরকার, দায়ি আমাদের প্রশাসন, দায়ি আইন প্রয়োগ কারি সংস্থা। কারন আমরা জানি এদেশে অপরাধ করে পার পাওয়া যায় খুব সহজে, কোন এক মন্ত্রী, এমপি আথবা একজন প্রভাবশালী কউকে জানা থাকলে আর কিছু লাগেনা সে পার পেতে পারে ধর্ষণ করে আথবা দিনে দুপুরে রাস্তাই মানুষ হত্যা করে অথবা মা বোন সহ মিয়েকে আগুণ দিয়ে পুরে মেরে। ধিক তমাদের তোমরা যারা ক্ষমতায় টিকে থাকবার জন্য এইধরনের নরপিসাজ দের তৈর করো এবং তাদের সাহায্য করো। যেদিন প্রথমবার কউকে ধর্ষণ করা হয়েছিলো সেদিন যদি তার সঠিক বিচার করা হতো তাহলে মনে হয়তো এমন একটা সংবাদ পরতে হতোনা আজকে। আমরা যত কথা বলি আর যত কিছু করি আমি জানি এই জানয়ার গুলোর বিচার কোন দিন হবেনা। আমরাও মনে রাখবো দু একদিন আবার ভুলে যাবো সবকিছু মনে পারবে আবার যখন কনে মা কন বোন অথবা কোন বন্ধু যদি এই ধরনের দুর্ঘটনা শিকার হয়ে সংবাদ হয়ে যায় তবে। এবং এতা হবে খুব তারাতারি হবে কারন আমরা জানি এইদেশে অপরাধ করলে কোন সাঁজা হইয়না।
এত কষ্টে অর্জিত এইদেশে আমরা কি একটু নিরাপদে বাঁচতে পারবনা? আমাদের স্বজনরা নিরাপদে চলাফিরা করতে পারবে না? আমরা নাকি নারির অগ্রগতির জন্য জাতিসংঘ থেকে অ্যাওয়ার্ড পাইলাম কিন্তু নারির নিরাপত্তার অ্যাওয়ার্ডটা কই? শুধু নারির কেন আমদের সকলের নিরপত্তা কথায়? আমরা নতুন প্রজন্ম আমরা অনেকে এখন চিন্তা করি এ কন দেশে জন্মেছি মরা যে দেশে কোন কিছুর মূল্য নেয় প্রতি মুহূর্তে একজন নারিকে সইতে হয় লাঞ্ছনা ব্যঞ্জনা কবে পরিবর্তন হবে আমদের দেশ? কবে পরিবর্তন হব আমাদের? কবে পরিবর্তন হবে আমাদের মূল্যবোধ? কবে জাগবে আমদের বিবেক?

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৩

বংশী নদীর পাড়ে বলেছেন: এর উত্তর যারা দিবে ভাই তারা এই লেখা কখনো পড়বে না। আর পড়লেও জনতার মঞ্চে রাজনৈতিক ফায়দা উদ্ধারের জন্যই দু একটা কথা বলতে পারে। এর চেয়ে বেশি না। এই দেশে আইন আর প্রসাশন প্রহসনের সাথে তুলনা করলেও বেশি বলা হবে না। আমি তো বলছি এজন্য আমরা সকলেই দায়ী। যে নিউজ হেডলাইন হয়ে পত্রিকার পাতায় প্রতিদিন ভিড় জমাচ্ছে তাতে কার কি যায় আসে। এসব নিউজ এখন নিত্যদিনের একটা ঠান্ডা খবর। এরচেয়ে আর কিছুই যে বলার নাই ভাই।

২| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:২৭

ফারুক৭ বলেছেন: যারা এই কুকর্ম করে তাদেরকে- ওয়াক থু, ওয়াক থু, ওয়াক থু...
X(( :((

৩| ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৮

লাজুক ছেলে...... বলেছেন: ওদের টর্চার সেলে নিয়ে যদি মন মত ......... পারতাম। শান্তি পাইতাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.