![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়েক দিন ধরে দেখতেছি PEPSI, COCA- COLA নিয়ে একটা লেখা জাতে বলতেছে পেপসির পূর্ণরূপ হচ্ছে Pay Every Penny to Save Israel. কিন্তু কথা হচ্ছে এটা কে কথায় প্রথম পেল আর তার ভিত্তি কি? আমার মনে হয় পেপসির ইতিহাস টা জানা দরকার।
পেপসি প্রথম ছালু হয় ১৮৯৮ সালে নর্থ ক্যারোলিনা, যুক্তরাষ্ট্রে। এর নামকরণ হয়েছে পেপসিন নামক এনজাইম ব্যাবহারের জন্য। পেপসিন মানুষের খাদ্য হজম এ প্রয়োজনীয় অন্যতম একটি এনজাইম। এটি মূলত আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে। আর COLA শব্দটি এসেছে আফ্রিকার Kola নামক গাছ থেকে।
এখন প্রশ্ন হল ইসরাইল এর সাথে তাহলে কেমনে এই সম্পর্ক হইল?????
এর পর আসি COCA- COLA এর কথায়। এর লোগো আয়নায় দেখলে নাকি “লা মক্কা লা মুহাম্মাদ” দেখায়, যার অর্থ মক্কা ও মুহাম্মাদ কে না। এতাও ভুল একটা কথা। ভাল মানের ইসলামী সাইট গুলোতে এটাকে গুজব বলা হয়েছে। নিচে একটা লিঙ্ক দিচ্ছিঃ
http://islamqa.info/en/ref/107654
এমনিতেই মুসলিমদের পশ্চিমারা অসামজিক বলে... এই গুজব গুলোতে কান দিয়ে আমাদের লাভটা কি হয়???
২| ১৬ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:২৫
আমি নি (?) বলেছেন: যুক্তি বুদ্ধি দিয়ে ধর্ম চলে না। ধার্মিকের কাছে বিশ্বাসটাই আসল। আপনি জতই বোঝান- ধার্মিক মুসলিম এটা বিশ্বাস করেই তৃপ্তি পাবে যে পেপসি আসলে ইহুদিদের ষড়যন্ত্র।
আবার ইহুদি, খ্রিস্টান, হিন্দু বৌদ্ধ সমাজেও অসংখ্য ভুতুরে বিশ্বাস পাবেন।
আসলে খুব কম মানুষই যুক্তিবাদী মানুষ (সাপিয়ন্স সাপিয়েন্স)।
৩| ১৬ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:৩৬
নাফীস কাজী বলেছেন: আমি একটা পাইছি............
BAL = Bangladesh Awami Lig
আর্থাৎ আঃলীগের নামকরন করা হয়েছে নভির নিচের পশমের নামানুসারে!!!!!!!!!!!!!!
১৬ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:৪৬
িসজন বলেছেন: চরম কইছেন
৪| ১৭ ই জানুয়ারি, ২০১২ ভোর ৬:৫৬
রাইসুল জুহালা বলেছেন: ভাল লেগেছে আপনার পোস্ট।
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:১৮
ইলুসন বলেছেন: এটা নিয়ে আমিও চিন্তায় থাকতাম। এমনিতেই ওরা চাইলে অনেক কিছু করতে পারে। এত ছেলে মানুষী চিন্তা করার দরকার কি তাদের! পোস্টটি ভাল লেগেছে।