নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেউ!

কোমায় থাকা ব্লগ

জনৈক আরাফাত

তেমন ভাবে এখানে আর নেই।

জনৈক আরাফাত › বিস্তারিত পোস্টঃ

ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিলো

১১ ই আগস্ট, ২০১০ সকাল ১১:২০

ব্যক্তিগত একটা আশ্চর্য ঘটনা ঘটায়, গতকাল ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম এরকম...



ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিলো

ছয়মাসের পথ মর্দ ছয়দিনে গেলো...

রিকশায় চড়িয়া মর্দ সুখনিদ্রা গেলো

বারো ঘণ্টা পার করিয়া বারো হাত গেলো...




তারপর, শুরু হলো মনির ভাই ও পল্লব ভাই এর মজার কবিতার লড়াই! সাইডলাইনে বসে বেশ উপভোগ করলাম!



[মনির ভাই]



মর্দকে বিয়ে দাও ধুমধাম করে

ঘোড়াতে চড়লে যাবে এবার সে উড়ে

রিকশা চড়লে পরে থাকবে সজাগ

...ধৈর্যটা শিখে সে যে ভুলে যাবে রাগ :)




[পল্লব ভাই]



বিয়ে করার পরে মর্দ মর্দ না আর থাকে

বাঘের গর্জন নেমে আসে মিউ মিউ ডাকে

তখন সে আর রিকশা নাকি ঘোড়ার পিঠে চড়ে

...সেই খবরে বলো তবে কেয়ার কে আর করে? ;)




[মনির ভাই]





মর্দরা তো মর্দই থাকে মাদীরা হয় বাদী

সে বাঘ হোক আর বেড়ালই হোক, হবার পরে শাদী

ধৈর্য্যটা তার একটু বাড়ে, মেজাজটা যায় কমে

...রিকশা, ঘোড়া! নস্যি থোড়া! লড়তে যে হয় যমে! :)




[পল্লব ভাই]



হি হি হি হি ঠিক বলেছো, এই কথাটা মানি,

বিয়ের পরে মর্দ-যমে চলে টানাটানি।

কিন্তু তবু দিল্লী কা এই লাড্ডু স্বাদের ভারি!

...মর্দ কি আর ডরায় কভু বউয়ের খবরদারী?




মাঝে শান্ত 'র প্রশ্নঃ মর্দ তাহলে কে?



[পল্লব ভাই]



শর্তমতে মর্দ হলেন ঘোড়ায় চড়েন যিনি

বাঘের মতো গর্জনেও সিদ্ধ হবেন তিনি

তার হাকে সব ভয়ে ভয়ে ছিটকে পালায় দূরে

...ঘরে তবুও মর্দ বেড়ান বউয়ের আচঁল ধরে।




[মনির ভাই]



মর্দ যদি সাচ্চা সে হয়, বউয়ের আচল ছাড়ে

খবরদারী থাকলে ভারী, লাড্ডুতে রস বাড়ে

কাজেই যারা খাওনি কভু, খেয়েই নাহয় দেখো

...বদহজমের ভয় করোনা, বুকে সাহস রেখো :)




[পল্লব ভাই]



লাড্ডু আমি খাচ্ছি তো প্রায় বছর দুয়েক ধরে

আরও অনেক রান্না স্বাদের নিত্যই হয় ঘরে

খেয়ে খেয়ে মর্দ আমার বাড়ছে শুধুই ভুড়ি

মর্দের বউ সেই ভুড়িতে দেয় সুখে সুড়সুড়ি।

সুখে সুখে মর্দ নিজেও দু'চোখ বুজে ভাবে

...বউয়ের আদর পেলে সুখেই জীবন কেটে যাবে। ;)





ওয়াহ ওয়াহ মারহাবা!

মন্তব্য ৩৩ টি রেটিং +১৬/-১

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১০ সকাল ১১:২৯

রোবট ভিশন বলেছেন: ওয়াহ ওয়াহ মারহাবা!

১১ ই আগস্ট, ২০১০ সকাল ১১:৩৫

জনৈক আরাফাত বলেছেন: :)

২| ১১ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৩৭

ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: ওয়াহ ওয়াহ!

১১ ই আগস্ট, ২০১০ দুপুর ১:০০

জনৈক আরাফাত বলেছেন: ;) ;) ;)

৩| ১৩ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৩৯

অলস ছেলে বলেছেন: ...ঘরে তবুও মর্দ বেড়ান বউয়ের আচঁল ধরে। :(( :(( :((

১৩ ই আগস্ট, ২০১০ রাত ১০:৪৬

জনৈক আরাফাত বলেছেন: কাঁদবেন না বস।

আমি তো অবিয়েত্তা এখনও।তাই, আপনার জন্য আমার কলীগ থেকে শোনা একটা উপদেশ আপনার সাথে শেয়ার করি। তিনি বললেন, বউ-এর সবকথাতেই শুরুতে 'হা' বলবেন। তারপর আস্তে আস্তে নিজের লাইনে আনবেন। শুরুতেই না বললে, তরকারীতে লবণ বেশি দিলে নিজের চুলই ছিড়তে হবে! :(( :(( :(( :(( :(( :(( :(( :P

৪| ১৬ ই আগস্ট, ২০১০ রাত ১:৪৮

সাকিরা জাননাত বলেছেন: ওরে রে!!!!;)

১৬ ই আগস্ট, ২০১০ সকাল ৮:৫১

জনৈক আরাফাত বলেছেন: হা হা। :-0 :-0

৫| ১৬ ই আগস্ট, ২০১০ রাত ১:৫২

হিমু ব্রাউন বলেছেন: ভালু লাগিছে =p~ =p~ =p~

১৬ ই আগস্ট, ২০১০ সকাল ৮:৫১

জনৈক আরাফাত বলেছেন: :-B :-B :-B

৬| ১৬ ই আগস্ট, ২০১০ সকাল ৯:০০

অ্যামাটার বলেছেন: কাব্য জিনিসটা আমার তারাহুরো করে গলধকরনের চেষ্টা করলে ডাইজেস্টিভ সিস্টেমে তালগোল পাকিয়ে যেতে পারে:( এখন দিনমান আবার স্যালাইন খাবারও উপায় নাই:-/

১৬ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:০৭

জনৈক আরাফাত বলেছেন: সব কিছু চেখে দেখে দেখতে হয়! :-0 :-0

৭| ১৬ ই আগস্ট, ২০১০ সকাল ১০:৩৬

স্বদেশ হাসনাইন বলেছেন: কমন থীম এবং মজার

১৬ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:০৪

জনৈক আরাফাত বলেছেন: ঠিক বলেছেন, সাধারণ দিয়েই সুন্দর! :)

৮| ১৭ ই আগস্ট, ২০১০ ভোর ৫:০৭

আলী আরাফাত শান্ত বলেছেন: সাক্ষী ছিলাম!

১৭ ই আগস্ট, ২০১০ সকাল ৮:৪৮

জনৈক আরাফাত বলেছেন: স্বাক্ষী গোপাল। :P

৯| ২২ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:৩৫

ইষ্টিকুটুম বলেছেন: ওয়াহ ওয়াহ মারহাবা!! :P =p~ =p~

২৪ শে আগস্ট, ২০১০ রাত ২:১৯

জনৈক আরাফাত বলেছেন: ধন্যবাদ কাছেদূরের ইষ্টিকুটুম। :)

১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ৮:৫৫

বোহেমিয়ান কথকতা বলেছেন: ফেইসবুক দেখি সৃজনশীলতার জায়গা হয়া গেলো!!!
ভালো তো!

০৬ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ৯:৩৪

জনৈক আরাফাত বলেছেন: ফেসবুক পড়াশুনার জায়গা! :-0

১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:২৫

সুবিদ্ বলেছেন: মজার তো!!

০৬ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:২৩

জনৈক আরাফাত বলেছেন: :)

১২| ১০ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৩৬

দীপান্বিতা বলেছেন: শর্তমতে মর্দ হলেন ঘোড়ায় চড়েন যিনি
বাঘের মতো গর্জনেও সিদ্ধ হবেন তিনি
তার হাকে সব ভয়ে ভয়ে ছিটকে পালায় দূরে
...ঘরে তবুও মর্দ বেড়ান বউয়ের আচঁল ধরে। ;)

ওয়াহ:, ওয়াহ: ...ওয়াহ:, ওয়াহ:! :D

১০ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:০৫

জনৈক আরাফাত বলেছেন: :)

১৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:০৯

মেহবুবা বলেছেন: ভাল আলাপ দেখছি এখানে ।

১০ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:১৮

জনৈক আরাফাত বলেছেন: বন্ধুদের আলাপ!

১৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৫৬

রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: ঈদ মুবারক !:#P

১০ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:০৫

জনৈক আরাফাত বলেছেন: ঈদ মুবারাক। আপনাকেও। :)

১৫| ২৪ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:০১

আসিফ মুভি পাগলা বলেছেন: পড়ে বিস্ময়াভিভূত । আপনার কবি বন্ধুদের শতশহস্র অভিনন্দন । চরম লাগলো ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:২৫

জনৈক আরাফাত বলেছেন: তারা আসলেই বস।

১৬| ০৭ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৩১

হাঁড়িচাচা বলেছেন: খুব মজা লাগলো। ++++++++++++++++++++
আরাফাত কে এই মনির আর পল্লব কও দেহি? হেগোরে আমার স্যালুট।

মর্দ যদি সাচ্চা সে হয়, বউয়ের আচল ছাড়ে
খবরদারী থাকলে ভারী, লাড্ডুতে রস বাড়ে
কাজেই যারা খাওনি কভু, খেয়েই নাহয় দেখো
...বদহজমের ভয় করোনা, বুকে সাহস রেখো :)

ঈমানে কই এইরম সাচ্চা মর্দ কুথাও নাই। :)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৪৫

জনৈক আরাফাত বলেছেন: ঈমান টিকে থাকুক।

১৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৭

তোফায়েল খান বলেছেন: :D :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.