![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলো নাকো ভাই কোন কথা
হৃদয় মাঝে জমেছে অনেক ব্যাথা।
শুনেছি কত ছোট্ট বেলা
ক্রিকেট নাকি ভদ্র লোকের খেলা ।
মোল্লা মৌলভীরাও কহেন, ক্রিকেট খেলা জায়েজ
জাত-মত বিভেদ ভুলে, মিটায় খেলার খায়েশ।
জাতি আজ স্তব্ধ, কঠিন পাথর শোকে
আজিকে মারিয়াছে নামধারী ভদ্রলোকে।
নো বলে আউট,
আম্পায়ার টাউট?
হওয়ার কথা সিক্স,
হল সেথা পলিটিক্স।
বলছে জাতি ছি ছি!!!
নোংরামিটা করল আইসিসি।
ন্যায় বিচার পাওয়া কঠিন হয়েছে আজি জগতে
অপেক্ষা কর বিচারের ভার আসবে মোদের হাতে।
©somewhere in net ltd.