![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেগ বলো আর আবেগ বলো
সবই সাময়িক সৃষ্টি।
বুঝবে যদি রাখো তাতে
বাস্তবতার দৃষ্টি।
আজি আবেগের বেগে
মাথা পুরো নষ্ট।
ঠান্ডা মাথায় ভেবে দেখ
সবই বাস্তবতায় সৃষ্ট।
আমি বলি দুর্দিন
থাকে না বেশি।
ধর ধৈর্য্য করোনা চিন্তা
দিবা নিশি।
কেটে যাবে সব দুর্দিন
আসবে সুদিন ফিরে।
সেদিন হয়তো খুজবেনা আমায়
বাস্তবতার ভিড়ে।
(১৮ই চৈত্র,১৪২১ মোতাবেক ১লা এপ্রিল,২০১৫)।
©somewhere in net ltd.