![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সারাক্ষনই আমি করেছি ভুল
প্রমাণিত তুমি যে পবিত্র ফুল।
ফুলের পবিত্রতা না বুঝে যাচ্ছে ভেসে দু’কূল
মুর্খ পন্ডিত সবে ঘঠিয়েছেন কান্ড হুলস্থুল।
হৃদয়ে রক্তক্ষরন মেনেও দিয়েছ ভালবাসা
ঝাপসা হয়ে গেছে সে আশা, সুখের স্বর্গে ভাসা।
ঝড়ছে বৃষ্টি মুষলধারে তবুও আজি হয়না বৃষ্টি বিলাস
তোমার খোঁজে লোনা জলে মেঘময় আমার আকাশ।
(১লা জ্যৈষ্ঠ,১৪২২ মোতাবেক ১৫ই মে,২০১৫)
©somewhere in net ltd.