নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা কিছু চেয়েছিলাম, আর চাইবো বলে ভেবেছিলাম, সবকিছু হারিয়ে গেছে শেষ পথটার বাঁকে.....

যুবায়র

যুবায়র › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুর আগে তোলা কিছু সেলফি। ছবি পোস্ট।

১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৫

সেলফি তলার ক্রেজ যেন দিন দিন বেড়েই চলেছে। আর এই ক্রেজের কারনেই চলছে প্রতিযোগিতা। কে কত আলাদা ভাবে সেলফি তুলতে পারে। এখানে এমন কিছু সেলফি দেয়া হল যার পর পরি ইনারা মৃত্যুবরণ করেন


Xenia Ignatyeva নামের মেয়েতি তার বন্ধুরের ইমপ্রেস করার জন্য মাটি থেকে প্রায় ২৬ ফিট উপরে একটি ব্রিজের উপর থেকে সেলফি তুলে। কিন্তু দুর্ভাগ্য বসত সে তার ভারসাম্য হারিয়ে ফেলে এবং সেখান থেকে নিচে হাই ভোল্টেজ তারের উপর পড়ে যায়, এবং সেখানেই মারা যায়।


২০১২ সালের ডিসেম্বর মাসে মেক্সিকোর পপ স্টার Jenni Rivera তার আসে পাসের লোকজনের সাথে সেলফি তুলে। কিছুক্ষণ পর বিমানটি ল্যান্ড করার সময় ক্রাশ করে এবং সবাই মারা যায়।


২০১৪ সালের ২৬ এপ্রিল Courtney Sanford তার গারি চালাতে চালাতে একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট দেয়। এর কিছুক্ষণ পরেই গারিটি একটি ট্রাকের সাথে মর্মান্তিক ভাবে ধাক্কা খায়, এবং তিনি সাথে সাথে মারা জান।


এটি বিখ্যাত সুরকার ও বাইক রেসার Puerto Rican এর সেলফি। এটি তিনি বাইক চালাতে চালাতে তুলেন এবং ইন্সটাগ্রামে পোস্ট করেন। এবং তখনি বাইক এক্সিডেন্টে মারা জান।


এটি Gary Slok এবং তার মায়ের সেলফি যা তারা প্লেন বসে তুলেন। এর পর পরি প্লেনটি বিধ্বস্ত হয়। এটি মালয়েশিয়ার MH17 বিমান ছিল।

আর দেখতে ভিজিট করুন

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.