![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত ডিসেম্বরে খালেদা হাসিনার ফোণালাপ মনে হয় প্রায় সবাই শুনেছেন ...আমিও অনেকবার শুনেছি, ওই ফোনালাপের এক পর্যায়ে এক নেত্রী আর এক নেত্রীকে বলতেছেন...
"আমরা আমারাই তো"
এটা আমরা সবাই জানি যে 'আপনারা আপনারাই'___
~এরশাদ বিরুধী আন্দোলনে আপনারা এক, মানে আপনারা আপনারাই...
~ফখরুদ্দীন-মাইনুদ্দীন বিরুধী আন্দোলনেও আপনারা এক, মানে আপনারা আপনারাই...
যখনই আপনাদের ক্ষমতার গদিতে টান পরে ঠিক তখুনি আপনারা এক হয়ে যান,গলায় গলা মিলিয়ে,কাধে কাঁধ মিয়ে...পাশাপাশি বসে হাতে চায়ের কাপ নিয়ে !!
এখন হাসিনা ক্ষমতায় আছে, এও জানি হয়ত আরো ১০বছর ক্ষমতায় থাকবে, কিন্তু কোনো কিছুই স্থায়ী না, একদিন এর শেষ হবেই, তাহলে এর পরে কি হবে?কি হবে আবার! খালেদা ক্ষমতায় বসবে...
নতুন_টপিকঃ ১| শুনতেছি ডিসেম্বরের মাঝেই নাকি খালেদাকে জেলে পাঠানো হবে !!
২| আবারো একদিন খালেদা ক্ষমতায় আসবে,সেদিন হয়তোবা শুনবো হাসিনাকে জেলে পাঠানো হইছে !!
একবার ইনি আর একবার উনি......পালাবদল করে তারা খেলেই যাচ্ছে তাদের 'গদি ভ্রমণের খেলা' ! এইখলায় কোন রেফারী নাই, কোন ফাউল নাই... কোন রেড কার্ড নাই, যতক্ষণ ইচ্ছা তারা খেলে যাবে এই খেলা, কেউ থামাতে আসলে তারা দুইপক্ষ এক হয়ে যায়,অতপর থামানো-ওয়ালাকেই থামিয়ে দেয়!!
মাঠ ভর্তি দর্শকও আছে কিন্তু কেউ কোন আওয়াজ করতে পারবে না,তারা শুধু খেলা দেখবে,পাঁচ বছর পর পর টিকিট কেটে মাঠে যান বোকা দর্শকগুলা ...
মেলাতো দেখলাম আপনাদের খেলা আর কতটো ?? এইবার না হয় থামেন !!
ওহ! আমি আবারো ভুলে গিয়েছিলাম ওনারা ওনারাই তো ।
রেফারী! নট এলাউ...
©somewhere in net ltd.