![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাশরাফি মুস্তাফিজের চুলগুলো এলোমেলো করে দেয়, কপালে চুমু খায়! রুবেলের সঙ্গে 'দোলা দে' টাইপ ড্যান্স করে! তাসকিনের সঙ্গে 'ম্যাশকিন' উদযাপনে প্রত্যেকবার জয়ী হওয়া মাশরাফি এবার পড়ে যাওয়ার অভিনয় করে! এই মাশরাফি দেশের মাটিতে চার পেসার নিয়ে খেলার দুঃসাহস দেখায়! খেলোয়াড়দের ঝাড়ি মারে, চোখ রাঙ্গায়, আবার বুকেও তুলে নেয়! এই মাশরাফিকে নিয়ে কোনো ছবি বানানো লাগবে না, কোনো আত্মজীবনী লেখা লাগবে না। হি ইজ এ লিজেন্ড, ট্রু লিজেন্ড, সত্যিকারের নেতা! প্রায়ই চোখটা ঝাপসা হয়ে ওঠে, বুকটা চিনচিন করে ওঠে। একদিন তো মাশরাফি আর খেলবে না! কল্পনা করতে পারি না সেই দৃশ্য। গায়ে কাঁটা দিয়ে ওঠে। একদিন মাশরাফির গায়ে হয়তো লাল-সবুজ জার্সি থাকবে না, কিন্তু মাশরাফি থাকবে- কোচ হিসেবে থাকবে, না হয় বোর্ডে থাকবে কিংবা গ্যালারিতে! ইতিহাস মনে রাখবে এদেশের সবচেয়ে আক্রমণাত্মক অধিনায়ককে-একজন যোদ্ধাকে, যে কিনা ক্রিকেট মাঠে নিজের দেশের জন্য জীবন দিতে পারতো, মাশরাফি- দ্য লিডার!
২১ শে জুন, ২০১৫ ভোর ৬:৪৩
জুলফিকারজিসান বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনিও সবসময় ভাল থাকবেন।
২| ২০ শে জুন, ২০১৫ বিকাল ৪:০৩
হাসান মাহবুব বলেছেন: লেখাটা পড়ে আবেগাপ্লুত হলাম।
২১ শে জুন, ২০১৫ ভোর ৬:৪৬
জুলফিকারজিসান বলেছেন: মাশরাফি নামটিই যেন একটা আবেগ। দেশপ্রেম বিদ্যমান রয়েছে এখনো, এখনো আশা জাগে মাশরাফি হওয়ার।
৩| ২১ শে জুন, ২০১৫ দুপুর ১:৪১
ইমতিয়াজ ১৩ বলেছেন: মাশরাফি- দ্য লিডার!
২১ শে জুন, ২০১৫ বিকাল ৪:৩৪
জুলফিকারজিসান বলেছেন: ইয়েস, মাশরাফি- দ্য লিডার!
৪| ২১ শে জুন, ২০১৫ বিকাল ৪:০৪
আরণ্যক রাখাল বলেছেন: লেখাটা অনেক জায়গায় পড়লাম| ফেবুতে তো ছড়াছড়ি| ভাইরাল হয়ে গেছে পোস্টটা
২১ শে জুন, ২০১৫ বিকাল ৪:৩১
জুলফিকারজিসান বলেছেন: এটা আমি ফেসবুকেই সর্বপ্রথম দিয়েছি গত ১৯তারিখ, আর ব্লগে ২০ তারিখ, ধন্যবাদ দাদা
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৫ দুপুর ২:৩১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অল্পে অনেক সুন্দর করে গুছিয়ে লিখেছেন... +++
ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল। আর হ্যাঁ, মাশরাফি- দ্য লিডার!, লিডার অফ দ্যা টাইগার্স