নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/tonmoypoetry

তন্ময় কে সাহা

কোন এক শনিবার সকাল ছয় টায় আমার জন্ম হয়েছল। আর বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। এখনকার মত তখন যদি দৌড়াতে পারতাম, তবে একদৌড়ে গিয়ে বৃষ্টিতে ভিজতাম।

সকল পোস্টঃ

অনেকদিন

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫২

অনেক দিন কোন স্বপ্ন দেখি না
অনেক দিন ছুঁই ছুঁই করেও
ছোঁয়া হয় না প্রশস্ত গল্পের খাতা গুলোকে

সত্যি তুমি না থাকলে, থাকতো না
এতটা গ্লানি, এতটা অপরাধ
থাকতো না নিঃশব্দ চিৎকার।

আমি অনেকদিন আকাশ দেখি...

মন্তব্য৮ টি রেটিং+১

ভালোবাসার চিতা।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

দ্রোহের আগুনে জ্বলছে
অনিমেষ ভালোবাসার চিতা
রন্ধ্রে রন্ধ্রে জন্মাচ্ছে বিষ
যন্ত্রণায় ছটফট করছে স্বপ্ন।

আহত পাখি গুলো উড়ে গেছে
যন্ত্রণার শিকল কেটে একা একা
তবুও বাঁচতে চায় একটু ছায়ায়
যন্ত্রণার আঘাত ভুলতে চায় আবার।

কেউ না ডাকুক, না...

মন্তব্য২ টি রেটিং+২

জীবন স্বপ্ন

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৪

জীবনের গল্প কে শোনে?
স্বপ্নের ফেরিওয়ালার স্বপ্ন
ভেঙে যায় ভোর রাতে,
নিদ্রার চোখে জল আঁকে অবহেলা।

লাল নীল স্বপ্ন নিয়ে
হাঁক দেয় ফেরিওয়ালা
জীবনের জন্য সব স্বপ্ন
স্বপ্নের দামে জীবন
একাকী লুকোচুরি, স্বপ্ন স্বপ্ন খেলা।

ক্লান্ত নীলিমার স্বপ্নে বিভোর
অশান্ত...

মন্তব্য০ টি রেটিং+০

নিঃশেষে নিশাব্দি

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৪

নিশাব্দি উনিশ বছর বয়সী ধীর স্থির চুপচাপ একজন মেয়ে, আপাতত তার সুশ্রী রূপ, মায়াকাড়া চোখ, লম্বা কালো চুল সব কিছুই আছে। একটা প্রেমিক পাওয়ার ইচ্ছা কোন কালেই তার ছিল না,...

মন্তব্য০ টি রেটিং+০

নষ্ট চেতনা

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১২

প্রতি রাতে নষ্ট হয় তোমার শরীর
নষ্ট হয় তোমার চেতনা
বিকশিত হয় অসুরী শক্তি।

লজ্জা ঘৃণায় ঢাকা পরে প্রেম
এইদিকে জয় পায় মিথ্যাচার।
শোষণে নিপীড়িত মানুষের
নাক বন্ধ হয়ে আসে দুর্গন্ধে
অন্যদিকে চোখ রাঙায় জারজ।

তবে এই কি...

মন্তব্য৬ টি রেটিং+২

মহাজন

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৮

রাত কাঁদে, হাসে হাসনুহেনা
সৌরভে সৌরভে মুখরিত মোহনা
প্রেম পল্লী উতলা ঘুমে
সপ্নে সপ্নে চলে লেনাদেনা।

এই জেগে উঠ সবে, মশাল জ্বালো
কুয়াশার রাতে প্রেম বাজারে চলো,
পথের কাটা সরিয়ে হাতে
প্রেম প্রেম ধ্বনির জোয়ার তোল।

প্রেমের বাজারে,...

মন্তব্য০ টি রেটিং+০

কথা ছিল

১৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৫

কথা ছিল আকাশ দেখার
মেঘে মেঘে ভেসে যাবার,
কথা ছিল হেঁটে হেঁটে
বহুদুর পথ পাড়ি দেবার
ইচ্ছে ছিল সাম্রাজ্য জয় করার।

কথা ছিল বসন্তে গান শোনাবার
সুরে সুরে হারিয়ে যাওয়ার
কথা ছিল স্বপ্নে স্বপ্নে
চোখে আসার, জাগ্রত হওয়ার।

কথা...

মন্তব্য০ টি রেটিং+১

বাবু ও শহর

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৭

ধীরে ধীরে শহরটা
বাবু আর বেশ্যাদের
দখলে চলে যাচ্ছে।

লাল নীল বাতির ফোয়ারায়
ঝক ঝক করে শহরের
গেস্ট হাউজ গুলো।

এখানে মুক্ত মনাদের জায়গা
ক্রমশ খালি করে দেওয়া হচ্ছে,
প্রমোটাররা খাওয়া দাওয়া ভুলে
তৈরি করছে ভবন।

যেখানে রাত হলেই পানপাত্রে
টুপ...

মন্তব্য১ টি রেটিং+০

রাক্ষসীর মায়া

০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৪

রাক্ষসী উনুন ধরিয়েছে
আর আমার হাড় গুলো
পুরে কয়লার আকার ধারণ করেছে।
আগুনের লাল নীল আভা
দেখলে বোঝা যায় আজ
কতটা ত্রিপ্ত ও।

নিজেই রাক্ষসীর ফাঁদে
ধরা দিয়েছি
পালাতেও চেয়েছি বার বার
কিন্তু ওর বেপরোয়া নজরের
অভিসারে প্রতিবারি ধরা পরেছি।

আজ...

মন্তব্য০ টি রেটিং+০

ইশারার ঈশ্বর

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০২

অনেক দিন আবৃত থাকার পর
খোলস ভেঙ্গে বেরিয়ে এসে, সেই মুখ
খোলা আকাশের পানে তাকিয়ে রয়
অবাক দৃষ্টিতে,কার উদ্দেশে?

বড়ই গাছে বড় হওয়া স্বর্ণলতা টাও
ডগা উঁচিয়ে কি ভাবে, সম্মোহিত
চাহুনি কার পানে ইশারা করে?
দূর্বা...

মন্তব্য৩ টি রেটিং+০

০৩ঃ৩০ মিনিট

২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৬

যখনি ভোর হবার কথা
তখনি রাত নেমে আসে
সুদূরেই শোনা যায়
ভয়ানক চিৎকার।

মানুষের চোখ ফাঁকি দিয়েও
কুকুরের ঘ্রাণ ইন্দ্রিয়
পৌছে দেয় খুনির আস্তানায়,

প্রগাঢ় শক্তির সুপ্রতিভ কবর
ভয় পায় বলেই আঙুল তোলে সাহস
লাশের গন্ধে...

মন্তব্য০ টি রেটিং+১

ক্ষুধামৃত্যু

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৭

ক্ষুধা মানেই অশ্রু রাজপথের মানুষটার
...

মন্তব্য৪ টি রেটিং+০

নিঃশেষের শুকনো বেড়া

২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৮

কথা সেই দিনটাতেই ছিল,
আজ কোন কথা নেই।
আগামীতেও বলবো না,
আর যেন না বলতে হয়,
ফিরতেও হবে না
বাড়িটা বিক্রি হয়ে গেছে
থাকতেও দিবেনা
খাওয়ারও প্রয়োজন নেই
সৎকারও করতে হবে না,
শুকিয়ে শুকিয়ে নিঃশেষ
হয়ে যাব, ধরতে দেবনা।
আমার...

মন্তব্য২ টি রেটিং+০

ঝাপসা ছেলেবেলা

২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৫

এই রাস্তা, বিস্তীর্ণ জলাশয়, মাঠ প্রান্তর
সব কিছুই নীরব নিস্তব্ধ, সুদূরেই
বট গাছে কিছু কাক নির্বাক, জনস্রোত,
এক অচেনা আলোয় স্তম্ভিত।

কিছু দিন পূর্বেই এখানে ছিল
ডাংগুলি খেলার সেই ছেলেবেলা
কাকচক্ষু জলে সাঁতার...

মন্তব্য১ টি রেটিং+০

মধ্য রাতের চায়ের কাপ

২২ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৭

আমি নতুন ভোরের আশায়
কাল গহ্বরে নিমজ্জিত সন্ধ্যা
দেখি প্রতিদিন।
আমি প্রতি মধ্য রাতে চায়ের কাপে
রক্তের দাগ দেখি।

আমি শুনি চুপসে থাকা
শকুনের আর্তনাদ
এখনেই ঠিক এখানেই
মৃতেরা এসে দাঁড়ায় ,
দরজা ভেঙে এসে পরে
লোভে নির্লিপ্ত আত্মা।

তুমি এসেছিলে...

মন্তব্য৫ টি রেটিং+২

full version

©somewhere in net ltd.