নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

রাইস বাকেট চ্যালেঞ্জ অথবা চাল ঝুড়ি প্রত্যয়

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০২

চাল -ডাল -নুন

শুকনো খাবার — পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট

অথবা খাবার স্যালাইন

এগুলো দিয়ে ঝুড়ি ভরে ফেলার উদ্যোগ নেয়া যায়

সেই ঝুড়িটি ব্যবহৃত হবে দূর্যোগ মোকাবেলায় ।

এটি অব্যর্থ উদ্যোগ হতে পারে—

সফলতা সে তো স্রষ্টার হাতে অন্য কাহাতে নয়

উদ্যোগী প্রাণ স্রষ্টার প্রিয় কথাটি তাৎপর্যময় ।

দারিদ্র বিমোচনে অথবা

অনাহারীর খাদ্যযোগানে

একটু অগ্রসর হওয়া ,

মহামূল্যবান জীবন বাঁচাতে পারে

এর চেয়ে মহতী উদ্যোগ আর কি হতে পারে?



মাত্র এক কেজি খাদ্য দ্রব্য

কিংবা ওষুধ -পথ্য ;

অনায়াসে দান করা যায়

তারপর কয়েকজনকে অনুপ্রাণিত করা

দান করা ও পরবর্তী মনোনয়নে

যারা ওভাবে কর্মপন্থা চালিয়ে যাবে।



এ ভাবে মানুষ দাঁড়াতে পারে মানুষের প্রয়োজনে।

এভাবে মানবতার বৃত্ত রচনা করা যায়

দূর্যোগ ,দূর্ভোগ অথবা দূর্ভাগ্য মোকাবেলায়।



এটি মহৌষধ হতে পারে



জীবন সাজাতে ,জীবন বাঁচাতে

অথবা আর্ত— পীড়িতের সেবায়।



প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোতে মানবতার পরিচয়

মানবতার সেবায় নিবেদিত যিনি তিনিই মহামানব— মহাশয় ।

------------------------------------------

এটি এক্স্ট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা , আমিনুর রহমান ভাই , মৃদুল শ্রাবণ, একুয়া রিজিয়া শিপু ভাই ,ঘুড্ডির পাইলট ,স্বপ্নবাজ অভি,কাল্পনিক ভালবাসা ,কান্ডারী অথর্ব ,স্নিগ্ধ শোভন,কুনোব্যাঙ প্রমুখ সহ যারা এ কাজে সরসরি অংশ্রগ্রহন করছেন তাদের সবাইকে উৎসর্গ করা হলো্ ।

মন্তব্য ২৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩১

কলমের কালি শেষ বলেছেন: মহৎ ই উদ্যোগ । আনন্দ বাড়ে দানে । দেওয়ার মাঝে সুখ খুঁজে নিলেই কেবল সাফল্য সম্ভব ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। মহৎ প্রান সবাই ্এ কাজে এগিয়ে আসবে এ্ই শুভকামনা থাকলো ।

ভাল থাকবেন সবসময় এই কামনা থাকলো ।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪৪

আমিনুর রহমান বলেছেন:




যেকোন মহতী উদ্যোগে আপনাকে সবসময়ই প্রথম সারিতে দেখছি।


ছন্দে ছন্দে দারুন এক কাজ করেছেন।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ । আপনারারা সরেজমিনে মাঠে থেকে জনসেবামুলক কাজ করে থাকেন্ । এ পদ্ধতিতে সাম্প্রতিক বন্যা সহ অন্যান্য দূর্যোগ মোকাবেলা করা সম্ভব ।

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:২৫

আবু শাকিল বলেছেন: মহৎ কাজে দারুন ছন্দ এনেছেন।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:০৬

মামুন ইসলাম বলেছেন: আপনার মহৎ ই উদ্যোগ সাফল্য কামনা করছি মহান স্রষ্ঠার কাছে।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। মহৎ উদ্যোগে সাধুবাদ ।

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:১৯

আমি বাংলাদেশের বলেছেন: Click This Link

৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৪৪

আমি বাংলাদেশের বলেছেন: Click This Link

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৪৪

মৃদুল শ্রাবন বলেছেন: দারুন। সংগ্রামে সুরের ঝলকানি এনেছেন।

উৎসর্গের জন্য ধন্যবাদ সেলিম ভাই।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:২১

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাল থাকবেন ।

৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৪৫

আমি বাংলাদেশের বলেছেন: ধন্যবাদ ভাই আপনার সাথে আমিও একমত। এ সম্পকর্ীয় আমার লেখা দেখতে পারেন। 
১.http://m.somewhereinblog.net/mobile/blog/vabnay/29945913
২. Click This Link
৩.http://m.somewhereinblog.net/mobile/blog/vabnay/29975099
৪.http://m.somewhereinblog.net/mobile/blog/vabnay/29973792

৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সকল দূর্যোগের সময়ের মত সর্বদা সবাই একসাথে এগিয়ে আসবে এই কামনা করি।

অনেক ধন্যবাদ সেলিম ভাইকে ছন্দময় এই কবিতার জন্য।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:২১

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ধন্যবাদ কমেন্টে ও পাঠে ।

১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৪

ফা হিম বলেছেন: রাইস ব্যাকেট সম্পর্কে আজকে ভালোভাবে জানলাম। সত্যি করে বলতে আপনার কবিতা পড়েই।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:২২

সেলিম আনোয়ার বলেছেন: আপনি জেনেছেন জেণে ভাল লাগলো ।

১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১১

অন্ধবিন্দু বলেছেন:
সুন্দর কবিতা, মহৎ উদ্যোগ।
অনেক ভালো লাগলো জেনে।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:২২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।

১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রাইস বাকেট চ্যালেঞ্জের উপর প্রথম কবিতা। অভিনন্দন প্রিয় কবি।


শুভেচ্ছা জানবেন।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:২৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ধন্যবাদ কমেন্টে ও পাঠে । ভাল থাকবেন ।

১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৯

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর উৎসর্গ লেখনী

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: পরিবেশ বন্ধু ব্লগে এমন পরোপকারী মহৎ মানুষ আছে বলে গর্ববোধ করি ।

কমেন্টে আর পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মহৎ উদ্যোগী মানুষদের এই কবিতাটি উৎসর্গ করার জন্য ভীষণ ভাল লাগছে --- আর আপনার কবিতাটিও অপূর্ব সুন্দর হয়েছে

১৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪০

লিরিকস বলেছেন: সাথে আছি ভাইয়া।

১৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:০২

খাটাস বলেছেন: উদ্যোগ সফল হোক।
আমাদের ব্লগের এই মানুষ গুলোর এই উদ্যোগ গুলো সব সময় ই অনন্য।

১৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:১৪

প্রবাসী পাঠক বলেছেন: কবিতায় ভালো লাগা রইল সেলিম ভাই।

আর এই মহৎ উদ্যোগের পেছনের মানুষগুলোর জন্য অনেক অনেক শ্রদ্ধা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.