নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

পাকিস্তানি শিল্পীদের নতুন স্বর্গ: বাংলাদেশ!

১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:০৮


আহ, কী চমৎকার সময়! জুলাই মাসের সেই ঐতিহাসিক ঘটনার পর বাংলাদেশের আকাশে-বাতাসে যেন নতুন হাওয়া বইছে। আর সেই হাওয়ায় উড়ে আসছেন একের পর এক পাকিস্তানি তারকারা। মনে হচ্ছে, আমরা যেন অবশেষে আবিষ্কার করেছি যে সাংস্কৃতিক স্বাধীনতার আসল মানে কী! গত ১৬-১৭ বছর ধরে আমাদের সাংস্কৃতিক জগৎ ছিল একরকম 'বন্ধ দরজার' নীতির আওতায়। ভারতীয় শিল্পীদের জন্য লাল গালিচা থাকলেও পাকিস্তানি শিল্পীদের জন্য ছিল অদৃশ্য বেড়াজাল। কারণ ? ফ্যাসিস্ট শেখ হাসিনার সাংস্কৃতিক কূটনীতি। মজার ব্যাপার হলো, একজন মানুষের রাজনৈতিক দর্শন কীভাবে পুরো দেশের সাংস্কৃতিক রুচিবোধ নিয়ন্ত্রণ করতে পারে, সেটাই আমরা প্রত্যক্ষ করেছি। যেন সংস্কৃতি মন্ত্রণালয়ের চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ই বেশি গুরুত্বপূর্ণ ছিল শিল্পীদের ভিসা ইশ্যুতে!

এখন আর সেই বাঁধা নেই। শেখ হাসিনা আর নেই (তালি বাজান সবাই !), তাই একে একে ভিড় জমাচ্ছেন পাকিস্তানের গায়ক, মডেল ও অভিনেত্রীরা। আতিফ আসলাম থেকে শুরু করে রাহাত ফতে আলি খান, ব্যান্ড 'জাল' — সবাই যেন বাংলাদেশকে তাদের নতুন 'ক্যাশ কাউ' হিসেবে আবিষ্কার করেছেন।এবার আসছেন সুন্দরী মডেল ও অভিনেত্রী হানিয়া আমির। বাংলাদেশে তার জনপ্রিয়তা আকাশছোঁয়া !

সানসিল্কের পক্ষ থেকে পাকিস্তানের লাক্স শুভেচ্ছাদূত হিসেবে হানিয়া আমিরকে আনা হচ্ছে। আহা, কী চমৎকার কর্পোরেট কৌশল! তরুণদের চাহিদাকে সামনে রেখে এই উদ্যোগ। মানে তরুণরা এতদিন কী চাইছিল, সেটা বোঝাই যাচ্ছিল না ; এখন বুঝি বুঝতে পারা গেল ! বর্তমানে পাকিস্তানি শিল্পীরা উপমহাদেশে বা প্রবাসে তেমন সাড়া পাচ্ছেন না। ভারতে বলিউডের নিজস্ব তারকারাই যথেষ্ট, আরব বিশ্বে আরবি শিল্পীদেরই প্রাধান্য। কিন্তু বাংলাদেশ ? এখানে তারা নতুন বিজনেস হাব আবিষ্কার করেছেন ! মনে হচ্ছে, আমরা যেন এক ধরনের 'সাংস্কৃতিক দাতব্য সংস্থা' হয়ে উঠেছি পাকিস্তানি শিল্পীদের জন্য। যেখানে অন্যরা দরজা বন্ধ রেখেছে, আমরা খুলে দিয়েছি জানালা-দরজা সব !

এদিকে আমাদের নিজেদের শিল্পীদের অবস্থা? জেমস গুরুর মতো কিংবদন্তি শিল্পী সৌদি আরবে পারফর্ম করেছেন, কিন্তু নিজের দেশেই তার যথাযথ মূল্যায়ন হয়নি। পড়শির এর মতো প্রতিভাবান শিল্পী আছেন, কিন্তু তাদের জন্য কোনো প্রচার-প্রচারণা নেই। অথচ আমরা মেতে উঠেছি পাকিস্তানি তারকাদের আগমনে ! মানুষের হাতে টাকা কম, দেশের অবস্থা জটিল, বাদ্যযন্ত্র বিক্রি কমেছে ৫০%। এই অবস্থায় আমাদের শিল্পীরা পাকিস্তানে গিয়ে পারফর্ম করার সুযোগ পাবেন কি না, সেটাই এখন বড় প্রশ্ন। অবশ্য একটা ব্যাপারে পাকিস্তান সবসময়ই এগিয়ে ছিল : আমাদের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা কে যথাযথ সম্মান দেওয়ার ক্ষেত্রে। এবার হয়তো তাকে পাকিস্তানের সর্বোচ্চ পুরস্কারেও ভূষিত করা হতে পারে। অন্তত কেউ তো আমাদের প্রতিভার স্বীকৃতি দিচ্ছেন!

তাহলে এই হলো আমাদের সাংস্কৃতিক মুক্তির গল্প। একটি অভ্যুত্থান আমাদের দিয়েছে রাজনৈতিক স্বাধীনতা, আর সেই সূত্রে পেয়েছি পাকিস্তানি তারকাদের দর্শনলাভের সৌভাগ্য ! প্রশ্ন থাকে: আমরা কি সত্যিই সাংস্কৃতিকভাবে স্বাধীন হয়েছি, নাকি শুধু এক ধরনের নিয়ন্ত্রণের বদলে আরেক ধরনের নির্ভরশীলতা গ্রহণ করেছি ? যাই হোক, অন্তত আমাদের তরুণরা খুশি। তারা পাচ্ছেন নতুন বিনোদন, নতুন মুখ, নতুন গান। আর আমরা পাচ্ছি নতুন সাংস্কৃতিক পরিচয় : দক্ষিণ এশিয়ার সবচেয়ে উদার বিনোদন বাজার !

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:১৬

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: গান বাজনা ভালো না।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:২৬

সৈয়দ কুতুব বলেছেন: আপনার মতামতের জন্য ধন্যবাদ।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:১৯

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: "দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।"দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।" এই উক্তির জন্য স্যালুট আপনাকে। সরকার যদি আরেকটু সচেতন হত!

১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:২৬

সৈয়দ কুতুব বলেছেন: সরকার সচেতন হবে সামনে সে আশা করি ।

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৩৭

জেনারেশন একাত্তর বলেছেন:



শিল্পিদের সাথে ডলার, টাকা, রুপি, দিনার, ছাপানোর মেশিন ও আফিম আসেছে।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৪৭

সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশের শিল্পিদেরও একই সুযোগ দেয়া হউক।

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:৩৬

জেনারেশন একাত্তর বলেছেন:




আপনি কি চান না যে, পাকি শিল্পীরা আসুক?
জুলাইতে কি হচ্ছিলো আপনি কি বুঝতেন?

১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৪৩

সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশের শিল্লীদের ইনকাম কমে গেছে। কনসার্ট হচ্ছে না। বাদ্যযন্ত্র বিক্রি কমে গেছে। আমি কেন চাইবো অন্য দেশের শিল্লী বাংলাদেশে আসুক?

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ২:৩৫

মাথা পাগলা বলেছেন: আদানি পোর্টে পাকিস্তান থেকে আসা হেরোইন, গাঁজা ধরা পড়েছিল। এসব মাদক ভারতের মানুষের কাছে বিক্রি করে সেই টাকা সন্ত্রাসে ব্যবহার করা হয়। আমি একটা ডকু দেখেছিলাম-যদিও সেটা ভারতীয় ইউটিউবারের, কিন্তু অনেক কিছুই যুক্তিসঙ্গত লেগেছে। পাকিস্তান সরকারিভাবেই সন্ত্রাস লালন-পালন করে, কারণ তাদের মিলিটারির খরচ অনেক বেশি আর আমেরিকা থেকেও তারা ফান্ড পায়।

পাকিস্তান-বাংলাদেশ ব্যবসা-বাণিজ্যে আমি খারাপ কিছু দেখি না। তবে লাভটা দুই দিকেই হওয়া উচিত এবং অবশ্যই এসব সন্ত্রাস কর্মকাণ্ডের বাইরে থাকতে হবে। হাসিনার আমলেও পাকিস্তানের সাথে ব্যবসা-বাণিজ্য চলত, শুধু প্রচার পায়নি। তবে পাকিস্তানের সাথে ঘনিষ্ঠ হলে ভারত সেটা ভালো চোখে দেখবে না। হাতের কাছে অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ আছে...৫০০০-৬০০০ কিমি দূরের, অর্থনৈতিকভাবে নিজেদের থেকে কম শক্তিশালী দেশের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করা কতটা ভালো হয়, সেটা আমার বোধগম্য হয়নি।

আরেকটা বিষয়, গত এক~দুই মাসে ইউসুফ সরকারের পক্ষ থেকে ভারত-বিরোধী কোনো বক্তব্য আমি শুনিনি এখন খেয়াল হলো। কাহিনী কি?

১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৪৫

সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশের শিল্লীদের পাকিস্তানে গান গাওয়ার সুযোগ করে দেয়া উচিত। রুনা লায়লা কে পুরস্কৃত করা উচিত।

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৭:১২

ক্লোন রাফা বলেছেন: পাকিস্তানে কি প্রকৃতপক্ষে কোনো সাংস্কৃতিক চর্চা হয়⁉️ গান আর টিভি ড্রামা সিরিয়াল ছাড়া আর কিছুই আমি দেখতে পাই নি ‼️ দুইজন গায়ক ছাড়া পাকিস্তানের আর কোন শিল্পী আছে কি আন্তর্জাতিক মানের ⁉️ তাদের কিছু দয়া দাক্ষিন‍্য দেখান ছাড়া তাদের কাছ থেকে আমাদের গ্রহণ করার মতো কিছু নাই। ফালতু একটা দেশ/ আজীবন মিলিটারি শাসন গ্রহণ করেছে কাপুরুষের দল‼️

১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৪৫

সৈয়দ কুতুব বলেছেন: জেমস দের নিয়ে কনসার্ট করানো উচিত। এক পাক্ষিক কিছু ভালো না।

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৭:২১

অগ্নিবাবা বলেছেন: দ্যাশে জামাত ক্ষমতায় আইতাছে, আল্লাহর আইন কায়েম হইব, গান বাজনা বাদ্যযন্ত্র সবই বন্ধ হইব, বাংলাদেশের মডারেটগন তহন কি বাজাইবো? আমি সামুতে বগল বাজাইবো আর জিলাপি খাবো। তয় মাইয়াটা খুব সুন্দরী, আমার পছন্দ হইছে।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৪৬

সৈয়দ কুতুব বলেছেন: সবাই মজা করে বলছে জামাতের আমীরের মেয়ে হানিয়া আমীর! :P

৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:২৭

রাজীব নুর বলেছেন: আপনি কি জানেন কয়েকদিন আগে দালালের মাধ্যমে বাংলাদেশ থেকে ৭ টা ছেলে পাকিস্তান গিয়েছে। সেই দালাল তাদের পাসর্পোট ও টাকা নিয়ে পালিয়ে গেছে। এখন ছেলে গুলো পাকিস্তানের জেলে।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৪৭

সৈয়দ কুতুব বলেছেন: ভালো হয়েছে। পাকিস্তানে যাওয়ার কিছু নেই।

৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৩২

নতুন বলেছেন: পাকি টিভি সিরিয়ালে নারীদের অবস্থানের যেই স্ক্রিসট দেখাযায় সেটা বেশ করুন।


তারপরেও পাবলিক ইসলামী সিরিয়াল হিসেবে পাকি/টার্কি সিরিয়াল দেখে।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৪৮

সৈয়দ কুতুব বলেছেন: তা দেখুক। শিল্প নিয়ে অভিযোগ নেই। কিন্তু নিজেদের দেশের শিল্লীদের পাকিস্তানে নিয়ে কনসার্ট করানো উচিত।

১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৫২

অপু তানভীর বলেছেন: পাকি শিল্পিদের ঘৃণা করতে হবে তবে কিছু কিছু বেলায় আমরা সেসব কিছু মনে করব না। :D

১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৩৩

সৈয়দ কুতুব বলেছেন: পাকি শিল্পিদের ঘৃণা করা লাগবে না । কেবল নিজেদের শিল্পিদের পাকিসতানে সুযোগ দিলে বিষয়টা সমান সমান হবে। শাকিব খান পাকিসতানের নায়িকার সাথেও ছবি করবে । সে যদি লিগের সময় সব গুটিয়ে বসে থাকতো তবে একটিং করা লাগতো না আর। রিটায়ারমেনটে চলে যেতে হতো । গান বাংলার তাপস কে নিয়ে হয়েছে বোধহয় আপনার জানা নেই । শেখ হাসিনার শুরু দিকে তাকে জেলে নিয়েছিলো একবার । এরপর থেকে সে শেখ হাসিনার রেজিমের সাথে মানিয়ে চলে । নানা রকম ইলিগাল কাজে জড়িত হয় । শেখ হাসিনা পতনের পর তাকে আবার জেলে নেয়া হয় । আবার ছাড়া পেয়েছে। সামনে যে সরকার আসবে তার সাথে মানিয়ে নিবে ।

১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৫৫

বিজন রয় বলেছেন: সেটাই তো স্বাভাবিক।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:০৭

সৈয়দ কুতুব বলেছেন: খুব খুশি লাগছে । হানিয়া আমির আসছে জামায়াতের পিআর আনদোলনে যোগ দিতে ।

১২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩১

মাথা পাগলা বলেছেন: হানিয়ার সেক্স আপিল আছে আবার বাংলাদেশের মানুষ উর্দু-হিন্দি বোঝে। গুরু জেমসের সেক্স আপিল নাই আবার পাকিস্তানিরা বাংলা বোঝে না। উর্দুতে গান গাইতে হবে। কনসার্ট সম্ভব না।

পাকিস্তানি গান-বাজনা বাংলাদেশে গ্রহনযোগ্যতা ভালো হলে, এসব খারাপ কিছু দেখি না। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতিতে এসব কর্মকান্ড প্রশ্নবিদ্ধ। হানিয়ার অলটারনেটিভ মেয়ে বাংলাদেশে নাই?

আর হাসিনার পতনের পর হঠাৎ করে পাকিস্তানি প্রেম চেগা দিয়া উঠসে এগুলা অ্যালার্মিং বিষয়। সবাই ৭১ - কে ফোকাস করে কথা বলছে কিন্তু বর্তমান পাকিস্তানের সার্বিক পরিস্থিতি দেখেই বল্লাম। পাকিস্তান আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাস মদত দেয়া দেশ। এসবের জন্য কিছু বছর IMF থেকে লোন পায়নি। পাকিস্তানি প্রেম দেখাইতে গিয়া বাংলাদেশরে না আবার গর্তে ডুকাইয়া দেয়।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৬

সৈয়দ কুতুব বলেছেন: জেমস hindi গান পারে । তার ভালো ভালো গান আছে। বাংলাদেশের ও পাকিসতানে সুযোগ পাওয়া উচিত বল মনে করি।

১৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৪২

কলিমুদ্দি দফাদার বলেছেন: বিপিএলের উদ্ধোধনী অনুষ্ঠানের স্টেজে উঠে "কোটা না মেধার" মত এবার ও স্লোগান হবে? দেশি ফোক কুইন মমতাজ কে আরো বড় পরিসরে উপস্থাপন করা যেত। প্যারোলে জেল থেকে কয়েক ঘন্টার জন্যে বের করে। কি বলেন? :-P

১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:১৬

সৈয়দ কুতুব বলেছেন: মমতাজ খুব বাজে কথা বলেছিলেন । যারা বিদেশ থেকে টাকা পাঠায় তারা নাকি যে টাকা পাঠায় মমতাজ আমেরিকায় গান করে একক ভাবে সে টাকার সমপরিমাণ টাকা পাঠিয়েছে। কি পরিমাণ ইগো হয়েছিলো এখন জেলে গিয়ে কমুক । হানিফ সংকেত না হলে মমতাজ কে কেউ চিনতো না । নিজের ওকাদের বাহিরে কথা বলা ঠিক না ।

১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:০১

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:০৭

সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.