![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ঘুরছি আমি কোন প্রেমের ই ঘুর্নিপাকে, ইশারাতে শিষ দিয়ে কে ডাকে যে আমাকে”
আমার ফাষ্ট ব্লাড (সিভিলিং) যেহেতু একটি সংস্থায় কর্মরত তার থেকেই শুনা, ২০২১ সালের ভারতীয় রাজ্যে অর বিধানসভা কোন একটি নির্বাচনের পুর্বে নরেন্দ্র মোদী বাংলাদেশ সফর করেন। সফরের একটি কর্মসুচিতে তিনি গোপালগঞ্জের মাতুয়াইল মন্দির আসেন; দেবীর মাথায় সোনার মুকুট পড়িয়ে দেন। যার মুল উদ্দেশ্য ছিল অবশ্য ভারতীয় অবস্থিত হিন্দু সম্প্রদায়ের মাতুয়া জনগোষ্ঠী কে আকৃষ্ট করে ভোট নেওয়া। নরেন্দ্র মোদীর সফরের পুর্বে নাকি সময়সূচি সম্ভাব্য ঝুঁকি ও নিরাপত্তা বিবেচনায় ১০-১৩ লেয়ারে অনুসন্ধান করা হয়। অবস্থা এমন হয় যে সম্ভব্য রুটের পাশে পুকুর-খাল বিলের নিচে এমনকি আশেপাশে থাকা গাছের নারকেল গুলো ও স্কেন করা হয়। নরেন্দ্র মোদী মাতুয়াইল মন্দিরে পৌঁছানোর কয়েক ঘন্টা পুর্বে NSI স্পটের দায়িত্ব DGFI এর কাছে হস্তান্তর করে। এই সংস্থার দায়িত্বরত কর্মকর্তারা উপস্থিত ডিসি, এসপি, চেয়ারম্যান কোন রাজনৈতিক নেতা/ কর্মকর্তা কাউকে আর তখন স্পট অবস্থান করতে দেন না; এমন কি খুব রাগ-ঠাকের শুরে জায়গা ত্যাগ করতে বলেন। নাট্যকার ও অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায় পরিবারেরা বংশ পরম্পরায় দীর্ঘদিন যাবত নাকি মাতুয়াইল মন্দিরটি দেখভাল করে আসছেন। তিনি নরেন্দ্র মোদির সাথে দেখা করতে চাইলে ও তাঁকে পাত্তা দেয়নি সংস্থাগুলো। ্নরেন্দ্র মোদী অবশ্য এখানে অনেক অল্প সময়ের জন্য অবস্থান করেন।
নরেন্দ্র মোদীর পোশাক-আশাক নাকি খুবই পরিপাটি, তিনি দেখতে খুব সুশ্রী হিন্দুদের আধ্যাত্মিক গুরুদের মতো। অনেক চমৎকার সুগন্ধি ও ব্যবহার করেন; আকর্ষণীয় ব্যক্তিত্ব। আজকে নাকি ওনার জন্মদিন, তাই হটাৎ করে ঘটনাটির কথা মনে পড়লো। আরো একটি মজার বিষয় ৫ই আগষ্টের পর মন্দির থেকে স্বর্নের মুকটুটি চুরি হয়ে যায়। দিল্লি থেকে আপত্তি ও তীব্র নিন্দা ও জানানো হয়। পড়ে সরকারের চাপ সৃষ্টির ফলে পুলিশ মুকুটটি উদ্ধার করে।
১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৪২
কলিমুদ্দি দফাদার বলেছেন:
গুজরাটের এই কসাইয়ের আশ্রয়ে কি শেখ হাসিনা নিরাপদ?
আমরা কি আশা রাখতে পারি আপা আবার ফিরবে?
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৪৫
সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনা আর ফিরবে না। উহা কেয়ামতের আগে সম্ভব না। আওয়ামী লীগ টিকে থাকতে হলে শেখ পরিবারের বাহিরে থেকে কেউ হাল ধরবে। এখন যারা মিছিল করছে অচিরেই হাল ছেড়ে দিবে। আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ। এক বিরাট অংশ জনসমর্থক নিয়েও এভাবে পতন কেবল শেখ হাসিনার জন্য।
১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:০১
কলিমুদ্দি দফাদার বলেছেন:
কুতুব রাজনীতিতে নাকি শেষ কথা বলতে কিছু নেই! এক বছর আগে আওয়ামী লীগের ফিরে আসা যত কঠিন মনে হতো এখন আরো একটু কম কঠিন মনে হচ্ছে। তারউপর আমার ধারনা ছিল দলীয় ভক্তি, শ্রদ্ধা, আদর্শ থেকে শুধুমাত্র জামাত-শিবিরের কর্মী সমর্থকরা মন থেকে রাজনীতি করে। পদ-পদবী, টাকা কামানো রাজনীতি মুল উদ্দেশ্য হলে ও আওয়ামী লীগের কর্মী সমর্থকরা এখন যেভাবে আন্দোলন সহ মাঠ-ঘাট, সোস্যাল মিডিয়া এসে গলাবাজী করছে এতে সত্যি আমি বিস্মিত না হয়ে পারছি না।
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৪৯
সৈয়দ কুতুব বলেছেন: আম আদমির মুভমেন্ট খুব লাইক করি। কিন্তু কেজরিওয়াল কে কে বলেছিলো যে করোনার সময় নিজের বাসভবন কে বিলাস বহুল রুপে গড়ে তুলতে? আম আদমি দেখিয়ে দিয়েছিলো মানুষ আসলে পরিবর্তন চায়।
১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:১৮
কলিমুদ্দি দফাদার বলেছেন:
এনসিপির কেজরিওয়ালের আম আদমি পার্টি হওয়ার সুযোগ ছিল। অপরিপক্কতা, লোভ, দুর্নীতি অঙ্কুরে ধ্বংস হয়ে গেলো দলটি। কেজরিওয়াল কে সারজিস আলমের রোগে ধরছে, তাই বিলাসবহুল বাড়ি বানায়েছে। কেজরিওয়ালের হারার পিছনে ভারতজুড়ে বিজেপির একক আধিপত্য ও কেন্দ্রের সাথে বিরোধের বিষয়গুলো জড়িত ছিল।
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:০৯
জেনারেশন একাত্তর বলেছেন:
শেখ হাসিনা যেন সব সময় ভারতে ফিরতে পারেন, সেই ব্যবস্হা ইন্দিরা করে গেছেন; মোদী ও তার দল বাংলাদেশের কাউকে ভারতে দেখতে চাহে না।
শেখ হাসিনা সাহস করে চাইলে আজকেও ফিরে আসতে পারেন, কেহ কিছু করতে পারবে না।
১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:২৮
কলিমুদ্দি দফাদার বলেছেন:
আপনি ইন্দিরা প্রেম আর কংগ্রেস ভক্তির খোলশ থেকে বেড়িয়ে আসুন। যাকে গুজরাটের কসাই বলছেন, তিনি ভারতের জনগনের দ্বারা নির্বাচিত হয়ে ৩ বার প্রধানমন্ত্রী হয়েছেন। ভারতের নির্বাচন ব্যবস্থাকে মনে হয় হাসিনার রাতের ভোট পেয়েছেন। কংগ্রেসের পরিবারতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিজেপিকে সর্বভারতীয় বৃহৎ দল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ভারতের গনতন্ত্রের ইতিহাসে এক নরেন্দ্র মোদি আর ইন্দিরা গান্ধী এই দুইজন ২০০ বেশি আসন পেয়ে নির্বাচিত হয়েছেন।
মোদিকে যদি ও আমার মন্দোর ভালো হিসেবে মনে হয়।কংগ্রেস থেকে বিজেপির শাসন আমলে বাংলাদেশ সীমান্ত হত্যা যদি ও তুলনামূলক কম।
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:১০
জেনারেশন একাত্তর বলেছেন:
৪ নং মন্তব্য, লেখকের প্রশ্নের উত্তর।
৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৪০
জেনারেশন একাত্তর বলেছেন:
বাংলাদেশ-ভারত সীমান্ত হয়ে গরু আনার জন্য লোক্যাল দালাল ও বিএসএফ'কে টাকা দিতে হয়, টাকা না'দিলে গুলি করা হয়; ইহা দলের উপর নির্ভর করে না।
১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:০৪
কলিমুদ্দি দফাদার বলেছেন:
ফেলানী গরুর দালাল ছিল? তাকে মেরে কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়েছে? বিএসএফ জাওয়ানদের জীবনের ঝুঁকি আর জাতীয় নিরাপত্তা ব্যাথিত "সুট টু কিল" পারমিশান আছে? আপনি জোর দিয়ে মিথ্যা তথ্যে কে প্রতিষ্ঠিত করে সামুতে শুরু থেকে ব্লগিং করে আসছেন।
৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৪১
সৈয়দ কুতুব বলেছেন: বিজেপি কে আপনার এতো ভালো লাগার কারণ কি ? কংগ্রেসও identity politics করত, কিন্তু মোদী সরকার এটাকে আরও systematic এবং aggressive পর্যায়ে নিয়ে গেছে।
identity politics কোনোভাবেই ভালো না । আমরা বনাম তারার পলিটিক্স জাতিগত বিভেদ বাড়ায় । সেখান থেকে শুরু হয় লাভ জিহাদ , রায়ট এসব ।
১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:২৯
কলিমুদ্দি দফাদার বলেছেন:
কুতুব, ভারতে কংগ্রেসের বিকল্প সর্বভারতীয় একটি রাজনৈতিক শক্তির খুব প্রয়োজন ছিল। বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসনে পেতে "বাজপেয়ী" কে সরকার গঠন করতে বহু কাঠখড় পোহাতে হয়েছে। বিজেপি হিন্দুত্ববাদী আদর্শ বিশ্বাসী হলে ও বাজপেয়ি ছিল কিছুটা লিবারেল। পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে কার্গিল ওয়্যারের কয়েক মাস পুর্বে বাসে চেপে লাহোর যান। "বাজপেয়ি" শাসন আমলে অনেক অর্জন থাকলে পরবর্তী নির্বাচনে কংগ্রেসের কাছে হেরে যান, ধর্মীয় উগ্রবাদীদের ট্যাগের আড়ালে।
তাই মোদী বিজেপি দায়িত্ব নিয়ে আর সেই পথে হাটে নি। সে ধর্ম,হিন্দুত্ববাদ আর গুজরাট মডেল দিয়ে বিজেপি কে সর্বভারতীয় দল হিসেবে প্রতিষ্ঠিত করে। আর গোটা বিশ্ব এখন সিস্টেমেটিক aggression বা ডানপন্থী রাজনৈতিক দলের উত্থান হচ্ছে। পোল্যান্ড, ইতালি, সুইডেন। যেইসব দেশে ধর্ম নিয়ে মাথাব্যথা কম তারা ইমিগ্রেশন/ স্যাটেলার নিয়ে ইস্যু তৈরি করছে।
১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:১৬
কলিমুদ্দি দফাদার বলেছেন:
কংগ্রেসের গান্ধী পরিবারের সাথে শেখ পরিবারের ঐতিহাসিক একটা সম্পর্ক আছে। ১/১১ সরকার, নির্বাচনে আওয়ামীলীগ আসন বিন্যাস, সংবিধান পরিবর্তন এগুলো সব কংগ্রেসের প্রয়াত প্রনব মুখ্যাজী পরিকল্পনা। কংগ্রেস ক্ষমতা ছাড়ার সময় বিজেপির নিকট অনুরোধ ছিল; বাংলাদেশ বিষয়ে যাতে পররাষ্ট্র নীতির পরিবর্তন না ঘটে। তখন বলতে ভুলে গিয়েছিলাম।
৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৪২
জেনারেশন একাত্তর বলেছেন:
ইন্দিরা গড়েছিলেন ভারত, মোদী উহাকে হিন্দুস্তান বানায়েছে; আপনার মাঝে ধর্মীয় জংগী বাস করছে, সেজন্য মোদীকে খারাপ মনে হচ্ছে না।
১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৪২
কলিমুদ্দি দফাদার বলেছেন:
চীন-ভারত যুদ্ধের সময় নেহেরু কেনেডির পায়ে ধরেছিল। ইন্দিরা বিদেশি ভিক্ষায় দেশ চালাতো, রাজীব গান্ধী হেঁটেছে সেই পথে। কয়েক যুগের কংগ্রেসের শাসনামলে ভারতীয়রা দারিদ্র্য বিমোচন করতে পারেনি। যখন চীন সমাজ ব্যবস্থায়, শিক্ষা, অর্থনীতির আমূল পরিবর্তন এনে সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হয়েছে। এই মোদীর হাত ধরে ভারত এখন ৫ ট্রিলিয়ন ডলারের ইকোনমি।
৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৪০
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনি যা শোনেন, উহা তোতার মত উচ্চারণ করেন; শুরু গরু নয়, মালামাল ও মানুষ পারাপারের বেলায়ও একই নিয়ম।
ফেনালীকে এমন দালালেরা পার করছিলো, যারা বিএসএস'কে টাকা দেয়নি; ছোট মগজে সব তথ্য প্রসেসিং হয় না।
১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৪৭
কলিমুদ্দি দফাদার বলেছেন: ফেনালীকে এমন দালালেরা পার করছিলো, যারা বিএসএস'কে টাকা দেয়নি; ছোট মগজে সব তথ্য প্রসেসিং হয় না। গলার জোড়ে মনে হচ্ছে ফেলানী কে পার করা দালাল আপনি নিজেই ছিলেন। আপনার বানোয়াট মিথ্যা শুনতে শুনতে ব্লগবাসী বিরক্ত।
১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৪২
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনি বালছাল পোষ্ট লেখেন, উহাতে মন্তব্য করলে, আপনি তাহা বুঝেন না।
১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৪৯
কলিমুদ্দি দফাদার বলেছেন: আপনি বালছাল, গার্বেজ মন্তব্য লিখা বন্ধ করুন।
১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:৪১
কামাল১৮ বলেছেন: আমার মনে হয় কুতুব সাহেব ইয়েমেনে থেকে ব্লগে লিখছে।তার মন্তব্যে বাংলাদের বাস্তবতার প্রতিফলন নাই।
১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৩০
কলিমুদ্দি দফাদার বলেছেন:
কুতুব সাহেব সত্য, ন্যায় ও নিপীড়িত মানুষের পক্ষে কথা বলেন। তার চিন্তা ভাবনার আংশিক প্রয়োগ হলে ও বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার আমূল পরিবর্তন হতো।
১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:৫১
নতুন নকিব বলেছেন:
উহা গুজরাটের কসাই; মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত। মোদি ভারতকে কার্যত হিন্দু রাষ্ট্রে পরিণত করেছেন। তিনি ভারতের জনগণের ওপর হিন্দু মৌলবাদ চাপিয়ে দিয়ে দেশকে সনাতনী উন্মাদনার জাতিতে রূপান্তরিত করেছেন। এর ফলে কোটি কোটি মুসলমান, খ্রিষ্টান ও নীচু বর্ণের মানুষের জীবন বিপর্যস্ত হয়েছে। অধিকারবঞ্চিত অসংখ্য মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করতে বাধ্য হচ্ছেন। এর দায় মোদি এড়াতে পারেন না।
১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:০৩
কলিমুদ্দি দফাদার বলেছেন:
মোদি ভারতকে কার্যত হিন্দু রাষ্ট্রে পরিণত করেছেন। ভারতের সংবিধান কোথাও বলা আছে, যে তারা হিন্দু রাষ্ট্র? মোদী যা করছে তা সাময়িক রাজনৈতিক উন্মাদনা! মোদী বা বিজেপির পতনের সাথে সাথে ভারতের হিন্দুত্ববাদীদের ও পতন হবে। ভারতের ৭-৮ টি রাজ্যে আমার মোটামোটি দেখা হয়েছে। এক একটি রাজ্যের ভাষা, সংস্কৃতি, খাদ্যাভাস এতো পার্থক্য যে আমার অবাক লাগতো এতো বড় দেশ তার উপর দরিদ্র কিভাবে একসাথে জুড়ে আছে? ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষ, সকল ধর্ম ও বর্ণের জন্যে সমান অধিকার রাখা হয়েছে। তারা বাংলাদেশে আর পাকিস্তানের সংবিধানের আদলে চললে বহু আগে ২০ টুকরা হতো।
আচ্ছা আপনি তো একজন উদারপন্থী মুসলিম! বিএনপি ক্ষমতায় এসে যদি গয়েশ্বর চন্দ্র রায়কে রাষ্ট্রপতি করে মেনে নিতে পারবেন কিংবা ধরেন দলিত/হরিজন সম্প্রদায়ের একজন কে রাষ্ট্রপতি হয়? জাত-পাত, বৈষম্য শীর্ষ থেকে আব্দুল কালাম ভারতের রাষ্ট্রপতি ছিলেন; মোদীর বিজেপি যারা নিম্নবর্ণের মানুষের অধিকার খর্ব করেছেন তার সময়ে দ্রৌপদী মুর্মু (বর্তমান রাষ্ট্রপতি) একজন সাঁওতাল নিম্নবর্ণের।
ধন্যবাদ নতুন নকিব ভাই।
১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৪৪
রাজীব নুর বলেছেন: শেষমেষ মুকুট পাওয়া গেছে এটাই বড় কথা।
খারাপ লোক সব দেশেই আছে।
আমাদের দেশে কি নেই? বরং আমাদের চেয়ে ভারতে মানবিক মানুষের সংখ্যা বেশী।
১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:২৬
কলিমুদ্দি দফাদার বলেছেন: বরং আমাদের চেয়ে ভারতে মানবিক মানুষের সংখ্যা বেশী।
ঘটনা সত্য। "সারে যাহা ছে আচ্ছা, হিন্দুস্তান হামারা" সুরভি ভাবির সাথে ইন্ডিয়া ভ্রমনের অভিজ্ঞতা শেয়ার করুন। কেমন লাগলো ভারত? কোথায় গিয়েছেন, কি খাইছেন?
১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৪৭
হাইজেনবার্গ ০৬ বলেছেন:
নরেন্দ্র মোদি আর ইন্দিরা গান্ধী এই দুইজন ২০০ বেশি আসন পেয়ে নির্বাচিত হয়েছেন কম্পেরিং টা কি যথাযথ হইলো? মোদি চরম একজন ইসলামোফোবিক পারসন,হিন্দুধর্মান্ধ লোকের ভোট ই তার বেশী। তার আর কোন কারিশমা নাই। চা বিক্রেতা থেকে ৫ ত্রিলিয়ন ইকোনোমি নায়ক। এ তথ্য ও ভুল। ২০১৯ এ ব্রিক্সের সন্মেলনে তারা ২০২৪ এর মধ্যে ৫ ট্রিলিয়নের ইকোনোমি হওয়ার এইম করে আজ ২০২৫ লাস্ট কোয়ার্টার বাকি এখনো টার্গেট এচিভ হয় নাই। বহু বাকি আছে।
আপনার পোস্টে প্রচ্ছন্যভাবে বুচার মোদীর বন্দনা আছে। দারুন রুচি আপনার।
১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:০৭
কলিমুদ্দি দফাদার বলেছেন:
আপনার পোস্টে প্রচ্ছন্যভাবে বুচার মোদীর বন্দনা আছে। দারুন রুচি আপনার। আমার পোষ্টের কোথাও মোদী বন্দনা নেই, একটি ঘটনার আংশিক অংশ মাত্র। জনৈক ইন্দিরা প্রেমিকের মন্তব্য মোদী কে নিয়ে দুই চারটা মিষ্টি মন্তব্য করে থাকলে ও তাতে দোষের কিছু দেখছি না। তারপর ব্যাপার টি দৃষ্টিকটু লাগলে; আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।
যদি ও আমার ব্যক্তিগত ধারনা কংগ্রেস থেকে মোদীর উগ্রবাদী বিজেপি বাংলাদেশের জন্য বেশি ভাল। এ বিষয়ে আলাপ-আলোচনা, তর্ক-বিতর্ক হতে পারে। ছিটমহল সহ আরো কিছু চুক্তি, বর্ডার কিলিং কিছুটা কম বিজেপির সময়।
এবার একটু মজা করি, কি বলেন! হাইজেনবার্গ নাম দেখে কিন্তু আমার মনে হয় নাই আপনি ক্রিস্টাল মেথ বানান/সেবন করে?
১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:০৫
শ্রাবণধারা বলেছেন: মোডি ডাডা যে এত গরুত্বপূর্ণ ব্যক্তি, যার জন্মদিনে শুভেচ্ছাবার্তা লিখতে হয় - এটা জানা ছিল না।
তবে আপনার লেখার আসল আকর্ষণ হলো এই লাইনটাটি - "তিনি দেখতে খুব সুশ্রী, হিন্দুদের আধ্যাত্মিক গরুদের মতো।"
কোথাও থেকে এটি ভুল করে কপি মেরে দিলে ঠিক আছে। কিন্তু যদি সত্যিই মাথা থেকে বের হয়ে থাকে - তাহলে সে মাথা নিঃসন্দেহে বিরল বিশেষত্বের দাবিদার!
১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:২৯
কলিমুদ্দি দফাদার বলেছেন:
ট্রাম্পের কপাল ভালো, আপনার আমেরিকা ভ্রমণের সময় নিউ ইয়র্কে কোন রাস্তায় তার সাথে সাক্ষাৎ হয় নাই? আপনি তো নির্ঘাত তার মাথা ফাটায়া দিতেন। সে নিজে ও তো মোদীর মত মানুষ। মনের মধ্যে এতো বিষ রাখলে হবে?
আমি কিন্তু মোদীকে একবার ও জন্মদিনের উইশ করি নাই, ব্লগের একটি পোষ্ট তার ৭৫ তম জন্মদিনের টাইটেল দেখে এই কাহিনী টা মনে পড়লো।
১৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:০১
বিজন রয় বলেছেন: বাংলাদেশে এম কেউ কি আছেন যাকে মোদীর সাথে তুলনা করা যায়?
১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:০৯
কলিমুদ্দি দফাদার বলেছেন:
মোদীর মত হাসিনা ও ভিন্নমত দমন-পীরন করেছেন আবার জামাত ও অন্যান্য ইসলামী দল ধর্মভিত্তিক রাজনীতি করছে মোদীর মতই। এদেশের জনগণের একাংশ এই দুইয়ের মিশ্রনে একটি সংকর জাত। তারা দেশে ইসলামী শাসন চায় কিন্তু ভারত ধর্মনিরপেক্ষ থাকুক।
১৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন: এই কসাইয়ের পতনের অপেক্ষায় আছি। ভারতে ভালো কেউ নেতৃত্বে আসুক।
১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৫৬
কলিমুদ্দি দফাদার বলেছেন:
বিজেপি থাকুক ২০৪০ পর্যন্ত! পরবর্তী নির্বাচনে পুর্বে যাতে বিজেপি সংবিধানে পরিবর্তন করে হিন্দু রাষ্ট্র করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসে এই আশা করেন।
১৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩১
ঢাবিয়ান বলেছেন: ওপার বাংলার ব্লগাররাও এই রকম তৈলাক্ত পোস্ট লিখতে পারবে না!
১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:০০
কলিমুদ্দি দফাদার বলেছেন:
হাঁ হাঁ হাঁ! হাসাইলেন ঢাবিয়ান।
মোদীর চরনে তৈল ঢালিয়া কি আর সচিবালয়ে ঠুকিতে পারিবো?
১৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫২
মাথা পাগলা বলেছেন:
স্বাধীনতার পূর্বের এক অমূল্য দৃশ্য: শান্তিনিকেতনের প্রাঙ্গণে সম্ভাব্য কবিগুরু ও তাঁর প্রিয় শিষ্যা।
আর কোন ছবি পেলেন না? আপনার ছবির চয়েস ভালো না। ছিঃ!
মোদির নামের সাথে 'দাস' আছে জানতাম না। আমি জানতাম সে ব্রাহ্মণ ঘরের সন্তান। কৃষ্ণ নিচু বংশে জন্ম নিয়েছিলেন, আর রাম উচ্চ বংশের সন্তান। তাই সে/বিজেপি রাম ভক্ত, স্লোগান - জয় শ্রীরাম।
ভিডিওতে যখন অনেক মানুষ এক সাথে কষা হাগুর মতো গলার শব্দ করে স্লোগান দেয়, আমার ভয়ই লাগে। নারায়ে তাকবীরের সাথে অনেক মিল আছে। কে কারটা কপি করেছে সেটা নিয়ে দুই দলের মধ্যে একটা যুদ্ধ লাগলে মন্দ হয় না।
মোদির কার্যকলাপ আমি ভালো চোখে দেখি না, তবে মোদিরে পছন্দ করেন আর নাই করেন - হাজারটা ভুল ধরতে পারেন, সে ক্লাউন হইতে পারে কিন্তু এক দশকের উপর ভারতের মতো একটা দেশে বলতে গেলে সিংহভাগ জনতার সাপোর্ট পেয়ে টিকে আছেন। এরকম ইনসেন লেভেলের জনপ্রিয়তাকে ছোট করে দেখার প্রশ্নই আসে না। জনগন বেকুব বা চালাক যেটাই হোক এইভাবে জনগনের পালস বুঝে এতো বড় দেশে এতো বছর টিকে থাকাটা অনেক বড় একটা ক্রেডিট। আপার মতো রাতের ভোট চুরি রানী হয়ে ক্ষমতায় তো আসেন নাই।
আবার মোদির আমলে এতো বড় দেশে টুকটাক হিন্দু-মুসলিম মারামারি ছাড়া বড় কোন দাঙ্গা হয়েছে বলে শুনি নাই। হিন্দুদের নিজেদের ভিতরেই তো কত কাস্ট, ছোট কাস্টের মানুষ বড় কাস্টের মানুষের সামনে মাটিতে বসতে হবে, চেয়ারে বসা যাবে না এমনও নিউজ পড়েছি। আর এই হিন্দু-মুসলিম মারামারিতে বাংলাদেশের মানুষে সেক্যুলারিজম উপচাইয়া পরে তাও আবার মুসলিম নিপীড়িত হইলে। কলকাতায় যে আরজিকরে ধর্ষণ নিয়ে ভারতের পুরো দেশ উত্তাল ছিল - এধরনের ঘটনা নিয়ে আবার কোন মাথা-ব্যাথা নাই।
লেখক বলেছেন: তারা দেশে ইসলামী শাসন চায় কিন্তু ভারত ধর্মনিরপেক্ষ থাকুক।
হিপোক্রেসি কি ভি সিমা হতি হ্যাঁ।
দেশের বাংগু জনগন - এ্যাঁ?
১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৪৭
কলিমুদ্দি দফাদার বলেছেন:
শয়তান পোলাপান 'সাদ গুরুর' ছবিতে মোদীর মাথা বসায়ে দিছে।
যাক দেখতে খারাপ লাগে নাই।আর কোন ছবি পেলেন না? আপনার ছবির চয়েস ভালো না। ছিঃ! ছবিখান মাতুয়াইল অন দ্যা স্পট থেকে তোলা, তাই এইটা ই দিলাম।
মোদির নামের সাথে 'দাস' আছে জানতাম না। ইহা আমি নিজে ও জানতাম না। গুগল করে পাইলাম। দামোদর বা দামোহর টাইপ কিছু একটা ছিল জানতাম। পরে গুগল করে শিউর হইলাম। যাক গুজরাটে ও উচ্চ বংশীয় 'দাস' থাকে এইটা তো এখন জানলেন।
মোদির কার্যকলাপ আমি ভালো চোখে দেখি না, তবে মোদিরে পছন্দ করেন আর নাই করেন - মোদী, ট্রাম্পের ভক্তই আমি নিজেও না। তাদের রাজনৈতিক এজেন্ডার বাইরে এই দুইজনের উত্থান আর টিকে থাকাকে কি অস্বীকার করার উপায় আছে? নির্বাচনে হেরে যাওয়ার পর ও পুনরায় এসে প্রেসিডেন্ট ইলেকশন নির্বাচিত হওয়া আমেরিকার ইতিহাসে ট্রাম্পের বেলাই এই প্রথম! কয়েক যুগের কংগ্রেসের আধিপত্য ও পরিবারতন্ত্রের শাসন ভেংগে মোদী একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নির্বাচিত হয়েছেন। বিজেপি একটি রিজওনাল রাজনৈতিক শক্তি থেকে সর্বভারতীয় দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। একটানা তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। শেষবার ২০০ বেশি আসন পেয়ে যা ভারতীয় ইতিহাসে ও বিরল।
আবার মোদির আমলে এতো বড় দেশে টুকটাক হিন্দু-মুসলিম মারামারি ছাড়া বড় কোন দাঙ্গা হয়েছে বলে শুনি নাই। মোদি ক্ষমতায় আসার আগে অনেক বাজে প্রিডিকশনের কথা ও আমি শুনেছি! ভারতের গনহারে মুসলমানদের নিধন করা হবে, লাশ ও রক্তের বন্যা বয়ে যাবে। বাংলাদেশ, পাকিস্তানে অনুপ্রবেশকারীদের পাঠানো হবে ইত্যাদি ইত্যাদি।
কলকাতায় যে আরজিকরে ধর্ষণ নিয়ে ভারতের পুরো দেশ উত্তাল ছিল - এধরনের ঘটনা নিয়ে আবার কোন মাথা-ব্যাথা নাই। ভারতের গনতন্ত্র, সংবিধান তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য একটি আদর্শ উদাহরণ হতে পারে। তাঁদের হাইকোর্টে কুরআনের আয়াত পরিবর্তন চেয়ে করা রিটে মুসলমানদের পক্ষে রায় এসেছে এই বিজেপির সময়ে! ধর্ম,জাতপাত, বৈষম্য ভরা একটি দেশে তারা একজন মুসলমান ও দলিত (সাঁওতাল) রাষ্ট্রপতি বানিয়েছে। তিন খান(বলিউড হিরো) মুসলমান পরিবারের। উদারপন্থী মুসলিম হলে তাঁদের থেকে আমাদের অনেক শিখার আছে। শুধু হিন্দু দেশ বলেই সবকিছুতেই বিরোধী মনোভাব উচিত নয়?
২০| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৭:৩৫
হাইজেনবার্গ ০৬ বলেছেন: টুকটাক হিন্দু-মুসলিম মারামারি ছাড়া বড় কোন দাঙ্গা হয়েছে বলে শুনি নাই ধোনগাজী ঠিকই কইছে আপনি জানেনই না কিছু। আপনি ইন্ডিয়া্য় থাকলে বুজতেন মুসলিমদের মধ্যে কোন লেভেলে সাইলেন্ট টেনশন থাকে। বই নি্উজ পড়ে আপনার গিয়ান বায়াস্ড হয়া গেছে।ইন্ডিয়ায় পার্মান্যেন্টলী থাকলে মুদীর আসল কাহিনী বুঝতেন। এসব খানদের উদাহরন খুবই শিশুসুলভ লজিক। সকালে ঘুম থেকে উঠে গীতা পাঠ করা প্রেসিডেন্টও মুসলীম ছিল। আমেরিকা কর্তৃক তার নামে আগে বুচার বিশেষণ দেয়া কারন ছাড়া হয় নাই। বসনিয়ায় স্রেব্রেনিকার বুচার রাটকো ম্লাদিচ ও ইন্ডিয়ায় গুজরাতের বুচার মোদির মধ্যে কার্যকলাপের মাত্রাগত পার্থক্য থাকলেও চরিত্রগত দিকথেকে দুইজনেই সমান। শয়তানের অনেক গুণ থাকলেও শয়তানের প্রসংশা করা কি সমীচীন?
১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৪৫
কলিমুদ্দি দফাদার বলেছেন:
বই নি্উজ পড়ে আপনার গিয়ান বায়াস্ড হয়া গেছে। আমাদের প্রাপ্ত জ্ঞান বই নিউজ থেকে আর ধোনগাজী ভারতের বাঘেশ্বর ধামায় তিন বছর "হনুমান চল্লিশা" পাঠ করে এখন দৈব্য শক্তির মাধ্যমে মোদীর নিযার্তন-নিপীড়ন আর মুসলিমদের দুঃখ কষ্ট দেখতে পারছেন।
সকালে ঘুম থেকে উঠে গীতা পাঠ করা প্রেসিডেন্টও মুসলীম ছিল। অপারেশন সিঁদুর সময় ভারতীয় আর্মির স্পোকপার্সন
গুজরাটের মুসলিম পরিবারের সোফিয়া কুরাইশী কি পাঠ করতো? জহির খান, ইরফান পাঠান, মোহাম্মদ সামি জয় শ্রী রাম বলে ফাষ্ট বলিং করতো। টেনিস প্লেয়ার সানিয়া মির্জা কোর্ট এ নামার আগে রামায়ণ পরে নামতেন। তাই না? রাষ্ট্রপতি গীতা পাঠ করা মুসলিম তবে প্রিয়াংকা চোপড়ার আজানের শব্দ ভালো লাগা নিয়ে মুসলিম দেশে পত্রিকার শিরোনাম হয়ে যায়, হুজুররা ওয়াজে বয়ান করে, তখন আবার ইসলামের মাহাত্ম্য কয়েকগুণ বেড়ে যায়। চিল্লাইয়া বলেন! ঠিক কিনা?
আমেরিকা কর্তৃক তার নামে আগে বুচার বিশেষণ দেয়া কারন ছাড়া হয় নাই। মোদি গুজরাটের কসাই, শয়তানের হিউম্যান ফর্ম ঠিক আছে। কিন্তু সৌদির রাজ পরিবার ক্রাউন প্রিন্স ইয়েমেনে যুদ্ধে কয়েক লাখ নিরিহ মুসলিম মহিলা ও শিশু মারলে ঠিক আছে। তারা ইসলামের শান্তির দূত, সারা বিশ্বের মুসলমানদের পালনকর্তা। কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র কিনলে আমেরিকা কর্তৃক বিচার বিশ্লেষণ দুধের সাদা হয়ে যায়।
২১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:০৩
মাথা পাগলা বলেছেন: @হাইজেনবার্গ ০৬
একটা ভিডিও দেখেছিলাম খৃস্টান সম্প্রদায়ের একজন মানুষ কান ধরে উঠ-বস করিয়েছিলো আর বাইবেল ধর্মগ্রন্থ কেড়ে নিয়ে মুচলেকা দিতে হয়েছিলো বাইবেল আর পড়তে পারবে না। আবার সংখ্যালঘুদের জোর করে "জয় শ্রীরাম" বলানোর ভিডিও অনেক আছে। কোন মানুষ কোরান-গীতা-বাইবেল মুখস্থ জানলে তার উপর আপনার এতো গোসা কেন? কামাল সাহেব সম্পর্কে আমি আজ পর্যন্ত কোন নেগেটিভ কথা শুনি নাই। আমি আজ পর্যন্ত কোন রাজনৈতিক পার্টিকে কামাল সাহেবকে নিয়ে কটু কথা বলতে শুনিনি বরং সব সময় তাক সন্মানের সাথে স্মরণ করে। ভারতের ভেতর অনেক বৈচিত্র্য আছে - অঞ্চলভেদে অভিজ্ঞতা এক এক রকম। সংখ্যালঘু অনেক জায়গায় যেমন নিরাপদে আছে, আবার কিছু অঞ্চলে বৈষম্য-ভয়ও আছে। লাস্ট ভারত-পাকিস্তান যুদ্ধে কাশ্মীরের মুসলিম নেতাদের কথাগুলো শুনে দেখতে পারেন সবাই এক হয়ে কথা বলেছিল, যুদ্ধে মুসলিম নেতৃত্ব দিয়েছিল এবং মজার ব্যাপার বিদেশে কূ্টনৈতিক বৈঠকে মুসলিম নেতাকে পাঠানো হয়েছিলো, নেতার নাম মনে পড়ছে না তবে তিনি একটু বয়স্ক, সেটা মনে আছে। উদাহরন খুঁজলে এরকম অনেক কিছুই পাওয়া যাবে। কসাই মোদির আমলে এগুলা ক্যামনে হইলো? বাংলাদেশের সেনাবাহিনীর সেক্টর বা দেশের বড় কোন পদে মুসলিম ছাড়া অন্য কোন সম্প্রদায়ের মানুষ দেখাতে পারবেন? বললে সব বলেন, ছুপা পাবলিকের মতো নিজে বায়াসড কথা কইয়া অন্যরে বায়াসড ট্যাগ দেয়াটা ভালো দেখায় না।
"শয়তানের ভালো গুণ" প্রসঙ্গে শেখ মুজিব, জর্জ ওয়াশিংটন, মাও সে তুং, নেতাজী, গান্ধীজি, স্টালিন, চার্চিল প্রমুখ যার নাম নেবেন তাকেই প্রশ্নবিদ্ধ করতে পারবেন।
মোদির কার্যকলাপ আমার পছন্দ না তা তো বলেই দিসি, আমি শুধু তার কূটনৈতিক চিন্তা-ভাবনার প্রশংসা করসি। সেটা তো ডাকসু জয়ে শিবিরেরও করসি। কিন্তু এক দশকে ভারতে কই কই দাঙ্গা লাগসে বলতে পারলে ভালো হইতো। আমি বই-পড়া জ্ঞানপাপী, আমার জানা শূন্যের কোঠায়। তবে একটা জিনিস জানি ভারতে দাঙ্গা লাগলে বাংলাদেশে জ্বালাও পোড়াও উৎসব হইতো।
পশ্চিমবংগে তো শুনি নামাজের সময় দূর্গা পূজার ঢাক-ঢোল বাজানো নাকি বন্ধ রাখে। যাই হোক আপনি মনে হয় ভারতে থাকেন, আপনি সব জানেন।
১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:০১
কলিমুদ্দি দফাদার বলেছেন:
পৃথিবীর সব রাষ্ট্রের মাইনোরিটি উপর কম-বেশি অবহেলা, রেসিজম, দমন-পীরন শিকার হয়। আমেরিকাতে কৃষ্ণাঙ্গের সাথে এমন অভিযোগের খবর কি পাওয়া যায় না? হ্যাঁ। ভারত জনবহুল দেশ, দরিদ্র রাষ্ট্র শিক্ষার হার কম তার উপর জাতপাত, ধর্ম, বৈষম্য আগে থেকেই বিদ্যমান। ভারতে শুধু বাস করে ২০ কোটি মুসলমান যা অনেক রাষ্ট্রের জনসংখ্যা ও না! মোদী ক্ষমতায় আসার পর হিন্দুত্ববাদ, লাভ-জিহাদ ধর্মীয় উগ্রবাদের মাত্রা আরো তীব্র করে তুলেছে।
২২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৩২
মাথা পাগলা বলেছেন: কামাল=এপিজে আব্দুল কালাম হবে। সারা রাত না ঘুমিয়ে ভিডিও গেম খেলার ফল!
২৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:১৯
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
২৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৬
হাইজেনবার্গ ০৬ বলেছেন: @লেখক এবং মাথা পাগলা: আপনারা একটু শান্ত হউন, রিলাক্স ইউর হরমোন এমন বড় বড় কমেন্ট কেমতে টাইপ করেন?আমার অল্প বাংলা টাইপ করতে অনেক টাইম লাগে।তাই ছোট করে বলি আপনারা মুদি বন্ধনায় বায়বীয় লজিক বাদ দেন, বাস্তবতা ভিন্ন, নিউজে দেখছি,পড়ছি,শুনছি এসব দিয়া মুদিকো নেহি পেহচানেগা। হাতি যে দাঁত দিয়া খায় ঐটা দেখেন কখনো?নাকি বাইরের দাঁত দেইক্কাই হায় মুদি হায় মুদি কলরব?
২৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫২
মাথা পাগলা বলেছেন: হাইজেনবার্গ ০৬
রিলাক্স ইউর টিটস্। এতো এতো ডিমান্ড করছেন কিন্তু যা যা বললাম তার উত্তর না দিতে পেরে হাতির অ্যানালজি দিলেন কোন অ্যাক্কেলে, নাকি কথাই বোঝেন নাই? নিজে যা বলেন স্বপক্ষেও কিছু বলতে পারেন না। দাঁত দেখিয়ে যদি হাতিকেই চিনতে হয়, তবে চিড়িয়াখানার গাইডই দুনিয়ার সেরা দার্শনিক হত। এত লম্বা দাঁতের গল্প শুনালেন, কিন্তু আসল প্রশ্নের জবাবগুলো কোথায়?
২৬| ২০ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:০৮
হাইজেনবার্গ ০৬ বলেছেন: কোন মানুষ কোরান-গীতা-বাইবেল মুখস্থ জানলে তার উপর আপনার এতো গোসা কেন? আপনি মুখস্থ শব্দ কই পাইলেন ভাই? আমি কইছি সকালে গীতা পাঠের কথা, আপনি মুসলিম অয়া সকালে গীতা পাঠ করবেন, করেন, আপনার ইচ্ছা। আপনার যেমনে খারাপ লাগে। আমিতো বলি নাই আমি গোস্বা! গোস্বা নাই কিন্তু অপছন্দ।
কসাই মোদির আমলে এগুলা ক্যামনে হইলো? খোঁজ নিলে দেখা যাবে সব সরকারের আমলেই হইছে,' ডিপ্লোমেসি ডেপ্লয়মেন্ট' অন্যভাবে বলা যায় গরু মেরে জুতা দানের মতো। বাবরী মসজিদের কথা বাদ ই দিলাম, কাশ্মীরের আরটিকল ৩৭০ বাদ দিয়া মুদি দাড়ুন একfটা কাজ করছে, আরো ভালো কাজ করতাছে আসামে, আর আমাদের সাথেতো স্বামী স্ত্রি সম্পর্ক। সবতো মুদির আমলেই হইছে।
বাংলাদেশের সেনাবাহিনীর সেক্টর বা দেশের বড় কোন পদে মুসলিম ছাড়া অন্য কোন সম্প্রদায়ের মানুষ দেখাতে পারবেন? মুদি ইনড্য়ার কোন উর্দী বাহিনীর প্রধান মুসলিম বানাবে? বানাইতে পারে,ঐ যে সকালে উইট্টা গীতা পাঠ করবো।
শয়তানের ভালো গুণ" প্রসঙ্গে শেখ মুজিব, জর্জ ওয়াশিংটন আপনি এবং এ পোস্টের লেখক সিম্পল কম্পেয়ার করতে পারেন না,সিরিয়াসলী ব্যাপারটার দিকে এক্টু খে্যাল রাইখেন আপনাদের লেখার এক্টা ফীডব্যাক হিসেবে নেন দয়া করে।মুদির লগে তুলনা করবেন অন্যান্য কসাইদের; যাদের চরিত্রে মিল আছে।বাকি সব মহান ব্যাক্তিদের সাথে মুদির নাম আসতেই পারে না।
আমি শুধু তার কূটনৈতিক চিন্তা-ভাবনার প্রশংসা করসি। সেটা তো ডাকসু জয়ে শিবিরেরও করসি। আমার কথা এটাই, প্রশংসা করা কি সমীচীন বা ঠিক কিনা? আবার শিবিরের প্রশংসাও করছেন? না ঠিক করেন নাই।বাকিটা আপনার যেমনে খারাপ লাগে।
পশ্চিমবংগে তো শুনি নামাজের সময় দূর্গা পূজার ঢাক-ঢোল বাজানো নাকি বন্ধ রাখে খালি হাসলাম আর টাইপ করতে ভাল্লাগতাছেনা।
রিলাক্স ইউর টিটস্। : আই লাইকস ইট। হতে পারে গুরুজীকে বেশি জানেন আমার থেকে তাই 'ইন মুদি ইউ ট্রা্স্ট'।আই ডিজেগ্রী,আমার জানামতে মুদি একজন কসাই। মুদির নেক্সট বার্থডেতে বন্দনা পোস্টায়েন তখন আবার মাতমুনে।
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৩৯
জেনারেশন একাত্তর বলেছেন:
গুজরাটের এই কসাই ভারতকে সনাতনী উন্মাদনার জাতিতে পরিণত করেছে; এর ফলে, ২২ কোটী মুসলমান, ৩ কোটী খৃষ্টান ও ২০ কোটী নীচু-বর্ণের মানুষের জীবনটা দরিদ্রতার মাঝে ডুবে গেছে।