নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের কথাগুলো বলে ফেলার জন্যে এসেছি

লিসানুল হাঁসান

নিতান্তই সাধারণ মানুষ

লিসানুল হাঁসান › বিস্তারিত পোস্টঃ

আমি যদি যাই মরে

২১ শে মার্চ, ২০১৯ দুপুর ১:৪৬


আমি যদি যাই মরে
দশ লাখ দিও ঢেলে
মৃত্যুকে যায় কেনা সহজে
আমি যদি যাই মরে
টকশোতে কথা বোলো
রোজরাতে যেমনটা কহ যে
আমি যদি যাই মরে
ফুটওভার ব্রিজে ব্রিজে
নাম দিও সাইনবোর্ড এ লাগিয়ে
আমি যদি যাই মরে
আরো আমি আছে পড়ে
দেবে কেউ ঘুম থেকে জাগিয়ে
আমি যদি যাই মরে
পথে পথে আমি রা
স্লোগানে স্লোগানে হবে মগ্ন
আমি যদি যাই মরে
কোন আমি যাবে বলে
সমাজটা কত লোভী নগ্ন
আমি যদি যাই মরে
ঘুম ভেঙে মাঝরাতে
হয়তবা মা আমায় খুঁজবে
আমি যদি যাই মরে
কত ব্যাথা মার বুকে
তোমরা কি আর সেটা বুঝবে?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৫১

অনিরুদ্ধ কিরন বলেছেন: আপনি মরেন না, ক্ষতি হয়ে যাবে কবিতার

২| ২১ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:১৪

মাহমুদুর রহমান বলেছেন: এদেশে মৃত্যুর মিছিল বন্ধ হবে কবে?

২১ শে মার্চ, ২০১৯ রাত ১০:২৫

লিসানুল হাঁসান বলেছেন: এই প্রশ্ন আজ সবার

৩| ২১ শে মার্চ, ২০১৯ রাত ৮:৩৩

ঢাবিয়ান বলেছেন: আইন কানুন বীহিন সড়কে বাস ট্রাকের তলায় চাপা পড়ার সিরিয়াল কার কখন এসে হাজির হয়, কেউই জানে না।খুব সহজ, সুন্দর আবেগ দিয়ে তুলে ধরেছেন আজকের পরিস্থিতি। আসলেই অকালে এই প্রানগুলো ঝড়ে যাবার কষ্টটা শুধুই মায়ের।

৪| ২১ শে মার্চ, ২০১৯ রাত ১০:২৭

রাজীব নুর বলেছেন: মৃত্যু কে সবাই ভয় পায়।

৫| ২২ শে মার্চ, ২০১৯ রাত ২:১০

আকতার আর হোসাইন বলেছেন: আমি যদি বাস চাপায় যাই মরে,
আমার নামে ব্রিজ নির্মাণ করিও
না। দুঃখ থাকবে না অন্তরে
যদি নিরাপদে রাখ ভাই বোনদের, নিরাপদে রাখিও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.