নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

সেকালের পাঠকপ্রিয় রম্য গল্প "অদ্ভূত চা খোর" প্রসঙ্গে

২৬ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৪৩

সেকালের পাঠকপ্রিয় রম্য গল্প "অদ্ভূত চা খোর" প্রসঙ্গে

চা বাগানের ছবি কৃতজ্ঞতা: http://www.peakpx.com এর প্রতি।

আমাদের সময় একাডেমিক পড়াশোনার একটা আলাদা বৈশিষ্ট্য ছিল। চয়নিকা বইয়ের গল্পগুলো বেশ আনন্দদায়ক ছিল। যেমন, চাষীর বউ। তখনকার অনেক কিছুই এখন আর ইচ্ছে হলেও খুঁজে পাওয়া সম্ভব হয় না। কারণ, তখন তো আর এখনকার মত অনলাইন জগত বলতে কিছু ছিল না। জ্ঞান অন্বেষনের পথ ও পদ্ধতি বলতে - ছাপা বই পুস্তকের মধ্যেই সীমাবদ্ধ ছিল সবকিছু। এই কারণে সেকালের ছাপা বই নেই তো সেই বইয়ের সবই এখন স্মৃতি। তাই কখনও কখনও স্মৃতিকাতরতা পেয়ে বসে।

ক'দিন আগে মেয়েকে পড়াতে গিয়ে কথায় কথায় বহু বছর আগে পঠিত "অদ্ভূত চা খোর" রম্য গল্পটির প্রসঙ্গ আসে হঠাৎ। গল্পটি সম্মন্ধে তার আগ্রহ দেখে স্মৃতি থেকে তাকে বলেও শোনালাম গল্পটি। কিন্তু তাকে সংগ্রহ করে দিব ভেবে অনলাইন/ অফলাইনে বিভিন্নভাবে সার্চ করতে গিয়ে দেখলাম, কোথাও নেই গল্পটি। আশ্চর্য্য হলাম, এত সুন্দর একটি রম্য গল্প, অথচ এখনকার শিক্ষার্থীরা জানতেই পারছে না এটি সম্মন্ধে। যতটুকু মনে পড়ছে, গল্পটি সৈয়দ মুজতবা আলীর লেখা। কিন্তু তার কোন বইয়ের গল্প এটি, তা-ও মনে করতে পারছি না বলে তার রচনা সমগ্রের ভেতরে খুঁজে পেতেও সমস্যা হচ্ছে।

সহৃদয় ব্লগার বন্ধুদের কারও সংগ্রহে গল্পটি থেকে থাকলে অনুগ্রহ পূর্বক এই পোস্টের কমেন্টে শেয়ার করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অথবা, এটি কোন লেখকের কোন বইয়ের গল্প - এতটুকু তথ্য দিয়ে সহায়তা করলেও অনেক উপকৃত হবো। আগাম অভিনন্দন এবং কৃতজ্ঞতা সকলের প্রতি।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৪০

মহাজাগতিক চিন্তা বলেছেন: গল্পটি আমারো মনে আছে।

২৬ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:৩৮

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ ভাই, গল্পটার লেখক কে ছিলেন, সেটা কি মনে পড়ছে?

২| ২৬ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:২৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: গল্পটাই মনে আছে, গল্পের লেখকের কথা মনে নাই।

২৬ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:০৯

নতুন নকিব বলেছেন:



জ্বি, শুকরিয়া। অনেক অনেক ধন্যবাদ।

৩| ২৬ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: বেচারা চায়ের নেশায় ট্রেনের ভেতরেই আগুন জ্বালাতে চেয়েছিলো, যাত্রীদের দ্বারা বাধাগ্রস্থ হয়ে চা পাতি মুখে ঢেলে খেয়ে নিয়ে বলেছিলো আহ্ প্রাণটাতো বাচানো চাই মশাই। এমনটাই মনে আছে "অদ্ভূত চা খোর" সম্পর্কে।

২৬ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৪৪

নতুন নকিব বলেছেন:



জ্বি, ঠিক এমনটাই ছিল চা খোর বেচারার অসহায় অবস্থার সেসময়কার উক্তিটা! আপনার তো দেখছি, বেশ ভালোই মনে আছে গল্পটা। আরেকটু খোঁজ পাওয়া যায় কি না, একটু যদি দেখেন। দীর্ঘ দিন পরে আপনার সাক্ষাত পেয়ে খুবই ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ, প্রিয় কামাল ভাই।

৪| ২৬ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:১৭

BM Khalid Hasan বলেছেন: এই গল্প তিনটা বইয়ের মধ্যে থাকতে পারে। ১। যাত্রাপথে সৈয়দ মুজতবা আলী, ২। মুজতবা আলীর রম্য রচনা ও ভ্রমণ কাহিনী, ৩। সৈয়দ মুজতবা আলীর শ্রেষ্ট রম্য রচনা। বিভিন্ন সময় বিভিন্ন নামে তার গল্পগুলো প্রকাশ পেয়েছে। সম্ভবত চা খাওয়ার ঘটনাটা তার কোথাও ঘুরতে যাবার সময় ঘটেছিল, তাই ভ্রমণ কাহিনীর মত বইগুলোতে থাকবে।

৩০ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:৩১

নতুন নকিব বলেছেন:



অসংখ্য ধন্যবাদ আপনাকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য। যদিও আপনার বলা ১। যাত্রাপথে সৈয়দ মুজতবা আলী, ২। মুজতবা আলীর রম্য রচনা ও ভ্রমণ কাহিনী, ৩। সৈয়দ মুজতবা আলীর শ্রেষ্ট রম্য রচনা সবগুলো বই ইতোমধ্যেই খুঁজে দেখার পরেও গল্পটি পাওয়া যায়নি। অবশ্য, সৈয়দ মুজতবা আলী রচনা সমগ্রতেও ঢু মেরে এসেছি বেশ ক'বার। এখন পর্যন্ত পাওয়া যায়নি। জানি না, হয়তো আমার চোখ এড়িয়ে গিয়েও থাকতে পারে।

যা হোক, আবারও আপনার প্রতি কৃত্জ্ঞতা। অনেক অনেক শুভকামনা জানবেন।

৫| ২৭ শে এপ্রিল, ২০২৪ ভোর ৫:২৬

ডঃ এম এ আলী বলেছেন:


চেষ্টা করে দেখেছিলাম । রম্য গল্পটি সৈয়দ মুজতবা আলী রম্য গল্প সম্বারের একটি বলেই জানা যায় ।
গল্পটি ডাওনলোড করতে গিয়ে অনেক চেষ্টা করেও মুজতবা আর্কাইভ থেকে ডাওনলোড করা গেলনা।
এরর সাইন আসে বারে বারে । হ্যাকারের পাল্লায় পড়ার ভয়ে চেষ্টায় বিরত হলাম ।

৩০ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:৩৬

নতুন নকিব বলেছেন:



হ্যাকারের পাল্লায় পড়ার আশঙ্কায় বিরত থেকে সঠিক কাজই করেছেন বলে মনে করি।

ডাউনলোড করতে অনেক চেষ্টা করেছেন বলে আন্তরিক কৃতজ্ঞতা।

আপনার সুস্থতা এবং নেক হায়াত কামনা করছি।

৬| ২৭ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
গল্পটি পড়ার ইচ্ছে রইল।

৩০ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:৩৭

নতুন নকিব বলেছেন:



জ্বি, পাওয়া গেলে আপনার সাথে শেয়ার করার চেষ্টা থাকবে। গল্পটি পাঠে আপনার প্রত্যাশার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.