| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন নকিব
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
মতভিন্নতা নাকি গালাগালি
ছবি, উহার জেনারেশন একাত্তর আইডির প্রোফাইল থেকে নেওয়া।
ওমর খাইয়াম, চিনতে পেরেছেন তো! বলছি, সোনাগাজী, ওরফে চাঁদগাজী, ওরফে জেন একাত্তর, ওরফে জেনারেশন একাত্তর, ওরফে, যামিনী সুধার কথা। জ্বি, উহার আজকের মন্তব্য, “সামু ব্লগে যেই কয়টা ইসলামিক স্কলার আছে, সব কয়টাই ইডিয়ট”। এটি কোনো যুক্তি নয়, কোনো সমালোচনাও নয়। এটি সরাসরি অসভ্যতা।
একটি ব্লগ প্ল্যাটফর্মে মতভিন্নতা থাকা স্বাভাবিক। ইসলামিক স্কলারদের বক্তব্যের সঙ্গে কেউ একমত নাও হতে পারেন। কিন্তু ভিন্নমত প্রকাশের ভাষা যদি গালাগালিতে নেমে আসে, তাহলে সেটি লেখকের চিন্তার দৈন্যই প্রকাশ করে।
যারা লেখেন, গবেষণা করেন, দলিল দেন, তাদের সবাইকে এক শব্দে অপমান করা মানে আলোচনার দরজা বন্ধ করে দেওয়া। এতে ইসলামিক স্কলারদের ক্ষতি হয় না, বরং বক্তার নিজের রুচি ও মননই প্রশ্নবিদ্ধ হয়।
যুক্তির জবাব যুক্তি দিয়ে দেওয়া যায়। ভুল থাকলে প্রমাণ দিয়ে ধরিয়ে দেওয়া যায়। কিন্তু “ইডিয়ট” বলার মধ্য দিয়ে কোনো বুদ্ধিবৃত্তিক শ্রেষ্ঠত্ব প্রমাণ হয় না, শুধু অসহিষ্ণুতা প্রকাশ পায়।
ব্লগ মানে চিন্তার আদানপ্রদান। গালি দিলে সেটা পোস্ট থাকে না, সেটা স্রেফ শব্দদূষণ হয়ে যায়। আমি তার মত গালাগালি করতে পারবো না। সম্মানিত ব্লগারদের কাছে শুধু কয়েকটি প্রশ্ন রেখে যাচ্ছি, উহার হেদায়েতটা আসলে ঠিক কবে হবে? কিসে হবে? না কি, আদৌ কোনদিনই হবে না????
২৪ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৮
নতুন নকিব বলেছেন:
উহা ইচ্ছে করেই সকলকে বাজে কথা বলে। এর মাধ্যমে উহা হয়তো নিজেকে আলোচনায় রাখতে চায়।
আপনার কথায় সহমত। ধন্যবাদ।
২|
২৪ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:০৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যুক্তির জবাব যুক্তি দিয়ে দেওয়া যায়।
ভুল থাকলে প্রমাণ দিয়ে ধরিয়ে দেওয়া যায়।
...................................................................
একদম সত্য কথা,
আলোচনায় আন্তরিক পরিবেশ থাকলে
ঐ বিষয়টি আনন্দময় হয়ে উঠে ।
২৪ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৯
নতুন নকিব বলেছেন:
খুব সুন্দর বলেছেন। আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন।
৩|
২৪ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৪
সুলাইমান হোসেন বলেছেন: ভাই @উহার ইডিওট বলাতে কেউ ইডিয়ট হয়ে যাবেনা,পাগল ছাগল নিয়ে পোস্ট দিয়ে পাগল ছাগলের মর্যাদা আরো বর্ধিত করে দিতেছেন ![]()
২৪ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩১
নতুন নকিব বলেছেন:
উহার একটা ছোট্ট আশাও যদি পূরণ করতে পারি! উহা চায় আলোচিত পাতায় থাকতে।
৪|
২৪ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৩
বাজ ৩ বলেছেন: উহা পিছনের পাতায় থেকে যেই পাকনামি করতাছে,সামনের পাতায় জায়গা পেলে,সামু ব্লগিং অযোগ্য হয়ে পড়বে দুই দিনেই।মডারেটর অবশ্যই বিচক্ষন এবং জ্ঞানী
২৪ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩
নতুন নকিব বলেছেন:
আমি মনে করি, উহার বিষয়ে মডারেটরের সিদ্ধান্ত সঠিক।
৫|
২৪ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭
কলিমুদ্দি দফাদার বলেছেন:
নতুন নকিব, ভাই আপনার এই অভিযোগ খারিজ হয়ে যাবে।
চিড়িয়াখানায় বান্দরের খাঁচায় হাত ঠুকায়া খামচি খাইয়া
অভিযোগ করেন, তাহলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেটা আমলে নিবো?
চাঁদাগাজিকে এখন সামু কর্তৃপক্ষ চিড়িয়াখানার প্রানীর মতো করে রাখছে।
তার কারো পোষ্টে এসে মন্তব্য করার সুযোগ নাই।
এখন কেউ যদি তার পোষ্টে মন্তব্য করে কটু কথা শুনে এই দায়িত্ব কার?
২৪ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:০৮
নতুন নকিব বলেছেন:
আচ্ছা, ঠিক আছে। আদালত খারিজ করে দিলে তো আর কিছু বলার নেই।
ধন্যবাদ।
২৪ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:১১
নতুন নকিব বলেছেন:
আমি উহার পোস্টে গিয়েছিলাম মূলতঃ সেখানে মন্তব্য করার উদ্দেশ্যেই। কিন্তু উহার কুৎসিত মন্তব্যটি দেখে ফিরে এসে এই পোস্ট দিয়েছি।
৬|
২৪ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫০
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: ইডিওটরা সবাইকে নিজের মতো ইডিওট মনে করে।
২৪ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:১২
নতুন নকিব বলেছেন:
যথার্থ বলেছেন। ধন্যবাদ।
৭|
২৪ শে জানুয়ারি, ২০২৬ রাত ১০:১৯
অপলক বলেছেন: সামুর একমাত্র মানসিক প্রতিবন্ধী, যাকে সন্মানের সহিত আমার ব্লগে ব্লক মেরে রেখেছি মন্তব্য থেকে বিরত রাখতে।
কাউকে গালি দিতে ইচ্ছে করলে আমার নিচের লিঙ্কটা শেয়ার করে দেবেন। আর বলবেন, পছন্দমত গালিটা আপনার জন্য রইল।অভিধান বহির্ভূত বাংলা শব্দ সম্ভার
২৫ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ১:৩৬
নতুন নকিব বলেছেন:
ধন্যবাদ। আপনার ঐ পোস্টটি নিয়ে আমার কিছু পর্যবেক্ষন আছে। পরে বলবো একসময়।
৮|
২৪ শে জানুয়ারি, ২০২৬ রাত ১০:২৩
আলামিন১০৪ বলেছেন: বেশি বয়সের কারণে একরকম বুদ্ধি প্রতিবন্ধী হয়ে গিয়েছে, তার কথা আমলে নিয়ে লাভ নেই
২৫ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ১:৩৭
নতুন নকিব বলেছেন:
ঠিক আছে, ধন্যবাদ।
৯|
২৪ শে জানুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: বয়সের কারণে তাকে শ্রদ্ধা এখনো করি। কেননা বয়জিষ্ঠদের শ্রদ্ধা করা আমাদের ধর্মের একটি আদর্শগুন। তবে সে এমন সেই প্রথম থেকেই করছে। আমরা প্রায়ই ওনার সাথে ক্যাচালে জড়াই। আসলে মূল বিষয়টা হলো তার আচরন যেমন তার অন্তরও তেমন। ভালো থাকুন। তাকে আল্লাহ হেদায়াত দান করুন।
২৫ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ১:৪১
নতুন নকিব বলেছেন:
খুব সুন্দর কথা বলেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
সামুর একজন পুরনো ব্লগার হিসেবে আপনি অনেক কিছুর সাক্ষী। তাকে যতটা ছাড় ব্লগ কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে দিয়েছেন, আমার মনে হয় না, অন্য কাউকে দেওয়া হয়েছে। কিন্তু তিনি তার স্বভাবের পরিবর্তন করতে পারলেন না। এটাই দুঃখজনক বিষয়।
শুভকামনা জানবেন।
১০|
২৫ শে জানুয়ারি, ২০২৬ রাত ১২:২৪
কোমলমতিরপ্যাদানি বলেছেন: এই বুড়ো হাবড়া বানরের মত তাধিন তাধিন করেই যাচ্ছে রানুর উস্কানি পেয়ে। রানুর চাটুকারিতাকে জীবনের পরশপাথর ভেবে বুড়োটা তার আপন আঁধারে নির্লজ্জতার ফ্যাকাশে আলোর মত প্রগলভ।
২৫ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ১:৪২
নতুন নকিব বলেছেন:
চমৎকার শব্দমালায় যথার্থ উপলব্ধির দারুন প্রকাশ। অনেক অনেক ধন্যবাদ।
১১|
২৫ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১১:১৯
কিরকুট বলেছেন: সামু ব্লগে ইসলামিক স্কলার আছে নাকি ? যে জিনিস নাই সেই জিনিস কে ইডিয়েট বলাটা ঘোরতর অন্যায় । চাঁদগাজী ক্ষমা অযোগ্য পাপ করেছেন ।
২৫ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৩
নতুন নকিব বলেছেন:
কেন, নাই বলছেন কেন? আপনি আছেন না! ![]()
২৫ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৬
নতুন নকিব বলেছেন:
সেদিনও তো দেখলাম, কাবার কালো পাথর নিয়ে গবেষনাধর্মী ইসলামী পোস্ট দিলেন!
১২|
২৫ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৫১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ইহা গলাগালি করিয়াই টিকিয়া আছে, এই সত্য জানিতে হইল দেরী।
২৫ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৪
নতুন নকিব বলেছেন:
সঠিক বলেছেন। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
১৩|
২৫ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:০০
নাহল তরকারি বলেছেন: আহারে.....।
২৫ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৫
নতুন নকিব বলেছেন:
উহা কিন্তু আপনাকে সবসময় স্মরণ করেন।
শুভকামনা জানবেন।
১৪|
২৫ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:১২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সামুতে আসলেই কোন ইসলামী বিশেষজ্ঞ নেই। আলেম তো নেইই।
২৫ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:৩৭
নতুন নকিব বলেছেন:
ধন্যবাদ আপনার মতামতের জন্য। সামুতে আলেম বা ইসলামী বিশেষজ্ঞ আছেন কি না, এটা নিয়ে মতভেদ থাকতে পারে। কিন্তু “সামু ব্লগে যেই কয়টা ইসলামিক স্কলার আছে, সব কয়টাই ইডিয়ট” -এই ধরনের আপত্তিকর কথা কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
কারন, এটা সরাসরি গালি ও অভদ্রতা। ইসলাম নিয়ে সামুতে যারাই লেখালেখি করেন (তারা বিশেষজ্ঞ/ আলেম হোন/ না হোন), এখানে সবাইকে একসাথে অপমান করা হয়েছে। কারও ভুল থাকলে সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। আলোচনার মাধ্যমে সংশোধনের পথও অবশ্যই খোলা আছে।
১৫|
২৫ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:০৯
কিরকুট বলেছেন: লেখক বলেছেন: সেদিনও তো দেখলাম, কাবার কালো পাথর নিয়ে গবেষনাধর্মী ইসলামী পোস্ট দিলেন!
আপনাদের মাথায় কি আছে জানি না । ওটা ঐতিহাসিক পোস্ট । ইসলামী পোস্ট না । ইতিহাসের কোন ধর্ম থাকে না । ধর্ম সম্পর্কে আমার জ্ঞ্যান জিরো ।
২৫ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:৪৪
নতুন নকিব বলেছেন:
আপনি যে রেগে যাননি, তাতেই বুঝা যাচ্ছে আপনি একজন ভালো মানুষ। কোন বিষয়ে অকপটে নিজের জ্ঞানের সীমাবদ্ধতা স্বীকার করে নেওয়ার মধ্যে সততার প্রমান পাওয়া যায়। ধন্যবাদ।
১৬|
২৬ শে জানুয়ারি, ২০২৬ রাত ১২:৩৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
উনি বলেছেন - “সামু ব্লগে যেই কয়টা ইসলামিক স্কলার আছে, সব কয়টাই ইডিয়ট”
=======
প্রতিবাদ করার আগে জানা উচিৎ ছিলো, 'ইসলামিক' ইংরেজী শব্দ।
উনি ইসলাম সম্পর্কে খুব একটা বেশি জানেন না। শুধু ইসলাম নয়, অর্থনীতি বিষয়েও উনার কম-জানা।
কিন্তু, এই সব বিষয়েই তর্ক ও গালিগালাজে তুখোড়।
তাই, উনার সাথে কথায় না জড়ানো উচিৎ।
২৬ শে জানুয়ারি, ২০২৬ সকাল ৮:৩৫
নতুন নকিব বলেছেন:
উহার সাথে কথায় না জড়ানোর জন্যই তো আলাদা করে এই পোস্ট। ধন্যবাদ।
১৭|
২৬ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৮
রাজীব নুর বলেছেন: চাঁদগাজী, উনার সাহস আছে। এরকম সত্য বলার জন্য তাকে স্যালুট জানাই।
২৭ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:০৫
নতুন নকিব বলেছেন:
জ্বি, স্যালুট করা আপনার স্বাস্থের জন্য উপকারী হতে পারে। সকাল বিকাল অনবরত উহাকে স্যালুট করতে থাকুন।
১৮|
২৭ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আবার একটা পোস্ট দিছে। সাথে আমারেও জড়াইছে
কন ছে দেহি মেজাজ খারাপ হয় না
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:০২
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি এর তীব্র নিন্দা জানাই।