নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

তুষার ঝড়ের ওপর পাল্টা শুল্ক বসানো যাবে না?

২৭ শে জানুয়ারি, ২০২৬ সকাল ৮:০২

তুষার ঝড়ের ওপর পাল্টা শুল্ক বসানো যাবে না?



তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে ১৮ জনের মৃত্যু হয়েছে। লাখ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় অন্ধকারে দিন কাটাচ্ছেন। বহু অঞ্চলের রাস্তাঘাট কার্যত অচল। ঘরের ভেতরেও মানুষ কাঁপছে, বাইরে গাড়ি জমে আছে বরফে। অথচ এটাই সেই দেশ, যার প্রেসিডেন্টের হম্বিতম্বির শেষ নেই, মদমত্ততার সীমা পরিসীমা নেই। নিজেকে তিনি ভাবেন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানুষ। যার কাছে আইন আদালতের গুরুত্ব নেই, তার কথাই আইন, তার ইচ্ছাই চূড়ান্ত।

এমনই ক্ষমতাধর যে বিশ্বরাজনীতির মানচিত্রে আঙুল বুলিয়ে যেদিকে খুশি সেদিকেই দাগ টানেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নেওয়া তার কাছে বৈধ, গ্রীনল্যান্ড দখলের স্বপ্ন দেখা তার অধিকার, কানাডাকে ৫১তম অঙ্গরাজ্য বানানোর হুমকি দেওয়া তার কাছে ডালভাত। নিষেধাজ্ঞা দিয়ে ইরানের জনগণের জীবন তছনছ করে দিয়ে তিনি অপার্থিব এক তৃপ্তি অনুভব করেন।



কিন্তু মজার ব্যাপার হলো, এই সীমাহীন ক্ষমতার অধিকারী মানুষটি একটি তুষারঝড়ের সামনে এসে একেবারে অসহায়। বোমা মেরে দেশ ওলটপালট করা যায়, নিষেধাজ্ঞা দিয়ে মানুষের ঘরে আগুন লাগানো যায়, টুইট ছুড়ে দিয়ে গোটা দুনিয়াকে অস্থির করা যায়। কিন্তু আকাশ থেকে নামা বরফ থামানো যায় না, এইটা একটা কথা হইলো? এখানে এসে তার সব ক্ষমতা, সব দাম্ভিকতা, সব হুংকার ঠান্ডায় জমে যায়, এটা মেনে নেওয়া কঠিন। কারন, তার অবস্থা দেখে তো মনে হয়, হোয়াইট হাউসের ভেতর থেকে কেউ যদি বলে ওঠে, “স্যার, ঝড়টা থামাবো?” তাহলে ট্রাম্প চোখ কুঁচকে আগেই এই প্রশ্নটা করবেন যে, “এর ওপর পাল্টা শুল্ক বসানো যাবে নাকি?”

ট্রাম্পের ইতিহাস দেখলে অবাক হওয়ার কিছু নেই। বাপ দাদার ব্যবসায়িক ঐতিহ্য, রিয়েল এস্টেট, ক্যাসিনো, বারবার দেউলিয়াত্ব আর সীমাহীন আত্মপ্রচারের মিশেল থেকে বেরিয়ে আসা এক খল চরিত্র তিনি। রাজনীতিতে এসেও সেই ব্যবসায়ীর মানসিকতা একচুলও বদলায়নি। লাভ হলে ভালো, না হলে ভেঙে দাও। দেশ নয়, মানুষ নয়, নীতি নয়, সবকিছুই তার কাছে ডিলের বিষয়। লাভ ক্ষতির হিসেব ছাড়া তার কাছে আর কিছুই নেই। তাই বিশ্বজুড়ে অশান্তি, বিভাজন আর উম্মাদনার খলনায়ক হিসেবে তিনি যেন একেবারে পারফেক্ট কাস্টিং।

এই মানুষটাই বিশ্ব বাণিজ্যকে রণক্ষেত্রে পরিণত করেছেন। চীন, ইউরোপ, কানাডা, মেক্সিকো সবাইকে শুল্ক চাপিয়ে দিয়ে অশান্তি উপহার দিয়েছেন। শান্তি যুক্তরাষ্ট্রের মানুষেরও হারাম হয়েছে, কারণ, পাল্টা শুল্কের ফলে তারাও বিপদে পড়েছে। পাল্টা শুল্ক এসেছে, বাজার কেঁপেছে, কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে, নিত্যপণ্যের দাম বেড়েছে। কিন্তু ট্রাম্পের কাছে এসব ছিল দর কষাকষির খুঁটিনাটি। যেন গোটা পৃথিবী তার ব্যক্তিগত ব্যবসায়িক টেবিল, আর দেশগুলো কেবল দরপত্রের ফাইল।



এবারের তুষারঝড়ই প্রথম নয়। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ভয়াবহ দাবানলেও পুড়েছে। ক্যালিফোর্নিয়ার পাহাড়ে পাহাড়ে আগুন, আকাশ লাল, শহর ছাই, মানুষ উদ্বাস্তু। তখনও দেখা গেছে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী প্রেসিডেন্ট প্রকৃতির সামনে দাঁড়িয়ে কেবল প্রেস ব্রিফিং করছেন। আগুন নেভাতে টুইট কাজে আসেনি, হুমকি কাজে আসেনি, শুল্ক তো মোটেই নয়। তখনও ক্ষমতার সেই গল্পগুলো ধোঁয়ার সঙ্গে মিলিয়ে উড়ে গেছে।

প্রকৃতি কোনো ডিল মানে না। সে কোনো নিষেধাজ্ঞা বোঝে না, কোনো পাল্টা শুল্ক টুল্ক তাকে ভীত করতে পারে না, কোনো টুইটও সে পড়ে না, কোনো প্রেস কনফারেন্স সে গোনায় ধরে না। বরফ নামার সময় হলে ঠিকই নেমে আসে, আগুন জ্বলার প্রয়োজন হলে সময়মতই জ্বলে ওঠে, ঝড়ের তাণ্ডবের সময় হলে সঠিক নিয়মেই হাজির হয়ে যায়। তখন হোয়াইট হাউসের শক্ত দেয়ালও তা থামিয়ে দিতে পারে না।

এই তুষারঝড় আর দাবানল মিলিয়ে আমাদের একটা খুব সাধারণ সত্য মনে করিয়ে দেয়। প্রেসিডেন্ট যতই মহান(!) হোক, ক্ষমতা যতই সীমাহীন বলে প্রচার করা হোক, দম্ভ অহংকার যতই জাহির করা হোক, সেটা মূলত মানুষকে নিয়েই। প্রকৃতির সামনে এসে সেই ক্ষমতা, উম্মত্ততা, মদমত্ততা স্রেফ একটি ঠান্ডায় জমে যাওয়া, কিংবা দাবানলের ধোঁয়ায় হারিয়ে যাওয়া টুইট মাত্র।

সকল ছবি: সংগৃহীত।

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০২৬ সকাল ৮:২৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তুষারঝড়ের সামনে এসে একেবারে অসহায়।
.............................................................................
ক্ষমতার দম্ভ যে প্রকৃতির কাছে অসহায়
তার প্রমান দিয়ে গেল ।

২৭ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:৩৮

নতুন নকিব বলেছেন:



সেটাই, ক্ষমতা কারও হাতে চির দিন থাকেও না। কিন্তু তারপরেও আমরা, এই মানুষেরাই ক্ষমতার দম্ভ দেখাই।

২| ২৭ শে জানুয়ারি, ২০২৬ সকাল ৮:৩৭

অগ্নিবাবা বলেছেন: ট্রাম্প একজন খ্রিষ্টান, ট্রাম্প যতই শক্তিশালী হোক না কেন সে তাঁর গডের কাছে অসহায়। গড চাইলে উহাকে হেল এ প্রবেশ করাতে পারে, চাইলে ৭২টি এঞ্জেলও উপহার দিতে পারে, এখানে আল্লাহর কোনো হাত নেই।

২৭ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:৪১

নতুন নকিব বলেছেন:



আপনি আমার আপনজন। অনেক শুভকামনা।

আচ্ছা, একটু পরিষ্কার করবেন? ‘আল্লাহ’ এবং ‘গড’ বলতে কি আপনি আলাদা সত্তাকে বোঝাতে চাচ্ছেন?

৩| ২৭ শে জানুয়ারি, ২০২৬ সকাল ৯:৪২

এ পথের পথিক বলেছেন: অগ্নিবাবা আপনি এমন কমেন্ট বার বার বিভিন্ন জায়গায় করে থাকেন, যা লিখেছেন তা আপনি বিশ্বাস করেন/দাবি করেন কিন্তু এর স্বপক্ষে আপনার কাছে কোন প্রমান নেই, যুক্তি নেই বরং আপনি এই বিশ্বাস নিয়ে বেঁচে আছেন । সুতরাং আপনি একজন অন্ধ বিশ্বাসী ।

২৭ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:৪২

নতুন নকিব বলেছেন:



অগ্নিবাবা আমার কাছের মানুষ।

৪| ২৭ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১০:০৮

কলাবাগান১ বলেছেন: বাইরে থেকে যেমন মনে হচ্ছে তেমন কিছুই না......প্রতি বছরই এমন হয়..।আমরা খুব এনজয় করছি...সবার অফিস বন্ধ ...খাওয়া-দাওয়ার পরিমান বেশী বেড়ে গেছে...কাল থেকে অনলাইনে ক্লাস/অফিস...বুধবার থেকে নরমাল কাজ...কিছু পানি কিনেছিলাম সেটা মনে হয় আর দরকার পড়বে না কেননা বিদ্যুত ফেইল করে নাই।

২৭ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:৫০

নতুন নকিব বলেছেন:



বলেন কী? কিছুক্ষণ আগেও একটি সংবাদে দেখলাম, মৃতের সংখ্যা বেড়ে ৩০ এ পৌঁছেছে এবং ২৫ অঙ্গরাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। ভয়াবহ তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে মৃতের বেড়ে ৩০, সতর্কতা জারি ২৫ অঙ্গরাজ্যে

যা হোক, আপনার ওখানে বিদ্যুৎ আছে, আপনি ভালো আছেন এবং এই পরিস্থিতিতেও সময়টা এনজয় করতে পারছেন, জেনে খুশি হলাম।

আচ্ছা, এই সময়টাতে খাওয়াদাওয়ার পরিমান বেড়ে যাওয়ার কারণ কী?

শুভকামনা আপনাদের জন্য। যারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে চরম বিপদগ্রস্থ, এমনকি মৃত্যুর ঝুঁকির মধ্যে রয়েছেন, তাদের সকলের জন্য।

৫| ২৭ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১০:০৯

রাজীব নুর বলেছেন: তুষারপাতের বেশ কিছু ছবি আমাকে পাঠিয়েছেন আমেরিকায় থাকা আমার আত্মীয়স্বজনরা।

আমার ওস্তাদ মনে হয় ঘর থেকে বের হতে পারছেন না।

২৭ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:৫৪

নতুন নকিব বলেছেন:



আমার ওস্তাদ মনে হয় ঘর থেকে বের হতে পারছেন না।

আপনার ওস্তাদের জন্য আসলেই কষ্ট লাগছে। বেচারা সামুতেও প্রকাশ্যে আসতে পারছেন না, আবার বাস্তবের জীবনও এখন তার জন্য কঠিন হয়ে গেল। যা হোক, তার জন্য শুভকামনা।

তিনি আবার মিলাদের ভক্ত কি না, তার জন্য একটা মিলাদ দিয়ে দেখতে পারেন। :)

৬| ২৭ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১১:১৪

আলামিন১০৪ বলেছেন: এ তো কিছুই্ না, আল্লাহর শাস্তির ভয়াবহতা সম্পর্কে বোধ হয় আমাদের ধারণা নেই

২৭ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৫

নতুন নকিব বলেছেন:



একেবারেই ঠিক বলেছেন। আল্লাহর শাস্তির ভয়াবহতার তুলনায় এসব কিছুই না।

৭| ২৭ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১১:১৬

আলামিন১০৪ বলেছেন: রাজীরে উস্তাদ কে? চাঁদগাজী? ওনাকে বলুন তওবা করতে, দিনকাল সুবিধার ঠেকছে না

২৭ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:৩৯

নতুন নকিব বলেছেন:



জ্বি, ঠিক আছে। আশা করছি, তাদের চোখে পড়বে আপনার এই কমেন্ট।

৮| ২৭ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৩২

সৈয়দ কুতুব বলেছেন: তুষার ঝড়ের ওপর পাল্টা শুল্ক বসানো যাবে না? বসাতেও পারে ।

২৭ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:৩৯

নতুন নকিব বলেছেন:



সেটাই। বসালে কারও কিছু করার আছে?

৯| ২৭ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:৪৪

অগ্নিবাবা বলেছেন: @এ পথের পথিক, কথা সত্য বলেছেন, আমার উপরের কমেন্টটার স্বপক্ষে কোনো প্রমান নেই, উহা আমি মজা করে বলেছি, যাকে বলেছি, সে ঠিকই বুঝেছে। কোনো কিছুর প্রমান থাকলে তাহা বিশ্বাস করা লাগে না।

২৭ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:৩৯

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ।

১০| ২৭ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ১:২৪

সামিয়া বলেছেন: ওদের দেশের লোকজনও এরকমই হতাশ ট্রাম্পকে নিয়ে

২৭ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

নতুন নকিব বলেছেন:



ঠিক বলেছেন।

১১| ২৭ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ মানুষের দম্ভ বারবার ভেঙ্গে দেন তবুও তো মানুষের হুশ ফিরে না। করোনার সময়কালের কথা চিন্তা করেন, কী ভয়ানক পরিস্থিতি ছিল

২৭ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:৫৭

নতুন নকিব বলেছেন:



ঠিক বলেছেন। ধন্যবাদ।

১২| ২৭ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ট্রাম্প একজন ভালো খ্রিস্টান।

২৭ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:৫৭

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.