![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বি.এন.পি'র একজন অনলাইন আ্যাক্টিভিস্ট (ফাহাম) কয়েক মাস আগে বলেছিলেন-'বি.এন.পি যখন ব্যাক ফেয়ার করবে তখন নিতে পারবেন?' গতকাল একজন বললো সোহাগ হত্যার এরকম ভিডিও ,অডিও ভাইরাল হতেই থাকবে। এসব মানিয়ে নিতেই হবে .... ব্লা ব্লা.. । পরোক্ষ্য বয়ান- মেনে নিন , সহ্য করুন, এছাড়া উপায় নেই । এটাই জনগণের নিয়তি ।
আজ জাহিদুর রহমান বললেন-'বি.এন.পি ছাড়া আমাদের গতি নাই,বিকল্প নাই '।
তারও আগে আলোচিত সাংবাদিক ইলিয়াস হোসেন, বি.এন.পি কে উদ্দেশ্য করে বলেছেন- চাঁদাবাজি নিয়ে বেশি লাফায়েন না , এটা হবেই, আপনারাই খাবেন ,ধৈর্য ধরুন। (কুড আনকুড)
এসব মন্তব্য তৃণমূল পর্যায়ে উৎসাহ পায়। গ্রাউন্ড লেবেলে এসবের পরিণতি কেমন হতে পারে সেটার ফলাফল প্রতিনিয়তই ঘটছে। এরকম শত শত উদাহারণ দেওয়া যাবে। আওয়ামী লীগ ১৯৮১ সালের পর স্বৈরাচার হাসিনা ব্যতিত কেউকে দলের সভাপতি করতে পারেনি। দীর্ঘ শাসনালে শুধু শুনেছি হাসিনার বিকল্প নাই , হাসিনা ধরা ছোঁয়ার বাইরে , যেন স্বর্গীয় দূত। ফলাফল হাসিনার ফ্যাসিজম। বিকল্প নিয়ে ভয় পাওয়ার চিন্তা সৃষ্টা করে রাখেন সব সময় । প্রকৃতির শূণ্যস্থান সে নিজেই পূরণ করবে। হাসিনার বিকল্প নাই এই ন্যারেটিভ প্রমাণ করে যে এসব কথাবার্তা অমূলক ছাড়া কিছুই না। তবে বি.এন.পি'র সামেন ব্যাপক সুযোগ ,সেটা মনে হয় হারাবে। আমাদের হয়তো আরও লড়াই সংগ্রাম করতে হবে, আরও হাজারো মানুষের জীবন দিতে হবে। তবে এভাবে চলবে না.... ৫ই আগস্টের পর মানুষ এখন অনেক রাজনৈতিক সচেতন হয়েছে। এটা অন্যতম প্রাপ্তি বলে মনে করি।
এভাবেই বি.এন.পি জালিম জালিম হয়ে উঠছে এবং উঠবে। এর ফলাফল খুব ভয়াবহ হবে আগামীতে । মিডিয়াগুলোর নিয়ন্ত্রণ অনেকাংশেই বি.এন.পি'র হাতে। মুক্ত ও স্বাধীন গণমাধ্যম বাঙালির স্বপ্নই রয়ে গেল। এই জাতির মুক্তি নাই। বাংলাদেশের রাজনীতি থেকে যতসম্ভব দূরে থাকা যায় ততই ভালো থাকবেন। সম্ভব হলে বাংলাদেশ থেকেও বিরত থাকুন। সরি টু সে।
ন্যারেটিভ মেকারদের এমন মন্তব্য সত্যিই আমাকে আশাহত করে । এনিওয়ে দেশের মানুষ ভালো থাকুক সেই কামনা করি । এসব অংশনি সংকেত। অনেকদিন পর ব্লগে আসলাম, আশাকরি সবাই ভালো আছেন। ব্যস্ততায় আপনাদের লেখা পড়া হয় না , আসা হয় না । ভালো থাকবেন অনেক বেশি।
১৪ ই জুলাই, ২০২৫ রাত ৩:০৭
রাকু হাসান বলেছেন:
মোটাদাগে বাংলাদেশের প্রায় রাজনৈতিক দল ও নেতা হারামজাদা। দেশ ও মাটির রাজনীতি করে না। পরিবর্তন আসবে.. তবে রক্ত ঝরবে আরও। ধন্যবাদ আপনাকে,স্বাগতম আমার ব্লগে আপনি প্রথম।
২| ১৪ ই জুলাই, ২০২৫ রাত ২:৪৬
ক্লোন রাফা বলেছেন: আপনার পোষ্টেই স্ববিরোধ আছে! “বিএনপির সামনে অনেক সুযোগ” রাজনীতি কি সুযোগ তৈরি করার জন⁉️সো তথাকথিত সুশীল’রা এভাবেই বক্তব্য দিয়ে আমাদের বিভ্রান্ত করে।
বিএনপ কি নাবালক বালিকার দল তারা বুজেনা কোনটা তাদের জন্য খারাপ বা ভালো ⁉️ আমার চিন্তা ভাবনা বলে বিএনপি কোন রাজনৈতিক দল নয়। এটা অপরাজনীতি করার একটা ক্লাব। যাদের কোনো রাজনৈতিক মতাদর্শ নেই । ক্ষমতায় থাকা কালীন সরকারি টাকায় তৈরি এই ক্লাবটি সব সময় শুধু ক্ষমতায় থাকতে চায়। সেটা না পারলে , যারা ক্ষমতায় থাকে তাদের তাবেদারি করে নিজের আখের গোছাতে ব্যস্ত থাকে ।
নতুন স্বাধীনতার স্বাদ কেমন লাগছে ,রা.হা..
১৪ ই জুলাই, ২০২৫ রাত ৩:১৬
রাকু হাসান বলেছেন:
হ্যাঁ দেশ ও দশের সুযোগ করলে সমস্যা কোথায়? আপনি এই সুযোগ হয়তো নেতিবাচক হিসাবেই ধরে নিয়ে মন্তব্য করেছেন। আপনার চিন্তা ভাবনা শেয়ার করার জন্য ধন্যবাদ ।
নতুন স্বাধীনতার স্বাদ কেমন লাগছে ,রা.হা..- তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন?- ব্যক্তিগত আক্রমণ না , রুপক ।
স্বৈরাচার,ফ্যাস্টিটকে কি ফেরাতে পারবেন? লড়ছেন দেখি অনেক। এটা ভালো দলীয় দৃষ্টিকোণ থেকে । থাকেন...
৩| ১৪ ই জুলাই, ২০২৫ রাত ২:৪৮
সুলাইমান হোসেন বলেছেন: আসলেই দুঃখজনক পরিস্থিতির সম্মুখীন আমাদের সুন্দর মাতৃভূমি বাংলাদেশ।তবে আশা করি একটি স্বার্থহীন রাজনৈতিক দল বাংলাদেশে উদ্ভব হবে,যারা নিরপেক্ষভাবে দেশ চালাবে সবাই সবার অধিকার লাভ করে,সাবাই সুষ্ঠু বিচার পাবে,কারো প্রতি কোনো প্রকার জুলুম অন্যায় অত্যাচার করা হবেনা।ইনশাআল্লাহ
১৪ ই জুলাই, ২০২৫ রাত ৩:১৮
রাকু হাসান বলেছেন:
সহমত, হোক, আসুক-ন্যায়ের পথে থাকলে সমর্থন পাবে । ধন্যবাদ আপনাকে । ভালো থাকবেন ।
৪| ১৪ ই জুলাই, ২০২৫ সকাল ৯:০৬
বিপুল শেখ বলেছেন: কবি নিরব
১৪ ই জুলাই, ২০২৫ রাত ১১:৪৪
রাকু হাসান বলেছেন:
থাকুন
৫| ১৪ ই জুলাই, ২০২৫ সকাল ৯:২১
রাজীব নুর বলেছেন: বিএনপি ক্ষমতায় এলে মন্মদ কাজে আওয়ামীলোগকে ছাড়িয়ে যাবে।
১৪ ই জুলাই, ২০২৫ রাত ১১:৪৬
রাকু হাসান বলেছেন:
না হোক,ধন্যবাদ ভাই । লক্ষণ ভালো না ।
৬| ১৪ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:০১
সৈয়দ কুতুব বলেছেন: জাহেদ মিয়ার কথা বোঝার মতো নলেজ আপনার নেই। বিএনপি বাদে যারা আছে তারা আরো লো কোয়ালিটি ।
১৪ ই জুলাই, ২০২৫ রাত ১১:৫১
রাকু হাসান বলেছেন:
এইসব নলেজ নিয়েই ১/এগারো তারপর ফ্যাসিবাদ হয়েছে। আগে বলেছে হাসিনা ছাড়া কেউ বিকল্প নাই , এখন বি.এন.পি ছাড়া বিকল্প নাই । প্রশ্নফাঁস জেনারেশ তো তাই নলেজ কম । নলেজ একটু ত্যাগ করে যাবার বিনত অনুরোধ আপনার প্রতি। আপনার মত উইকিপিডিয়া থাকতে নলেজের অভাব হয় কিসে।
৭| ১৪ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:২৭
মাথা পাগলা বলেছেন: পরিস্থিতির বিবেচনায়, বিএনপি মন্দের মধ্যে ভালো। এনসিপি-জামাত যদি ক্ষমতায় আসে বাংলাদেশের ভবিষ্যত অন্ধকার। এক হাসিনার জন্য দেশ ১০০ বছর পিছিয়ে যাবার সামনে দাঁড়িয়ে আছে। আমার মনে হয় না সামনের নির্বাচন সুষ্ট হবে। বিদেশি সহায়তায়, এনসিপি-জামাত ক্ষমতায় আসবে। মেটিক্যুলাস প্ল্যান ছিল হাসিনাকে সরিয়ে ক্ষমতায় আসা। কিন্তু দেশ কিভাবে চলবে সেই প্ল্যান এই মেটিকুলাস প্ল্যানের মধ্যে নেই। সামনের নির্বাচন শেষ হবার পর বোঝা যাবে দেশের ভবিষ্যত কি হতে পারে।
ক্লোন রাফা বলেছেন: আমার চিন্তা ভাবনা বলে বিএনপি কোন রাজনৈতিক দল নয়। এটা অপরাজনীতি করার একটা ক্লাব। যাদের কোনো রাজনৈতিক মতাদর্শ নেই ।
সহমত! উপরে বিএনপি, ভিতরে লীগ-জামাত। এদের নিজস্ব কোন মতাদর্শ নাই - ক্ষমতায় আসলে তাদের দূর্নীতির প্রতিবাদ করার মতো কোন শক্তিশালী দল পাওয়া যাবে না। ২০০১~২০০৬ এর মতো সমগ্র বাংলাদেশে জঙ্গীগিরির বাম্পার ফলন ঘটাবে।
১৪ ই জুলাই, ২০২৫ রাত ১১:৫৮
রাকু হাসান বলেছেন:
মন্দের ভালো আর কত? রাজনৈতিক মুক্তি সহসা মিলছে না । নির্বাচন সুষ্ঠু না করতে পারলে এটা ইউনূসের চরম ব্যর্থতা। হাসিনা ও আওয়ামী লীগ কে বাদ দিয়ে নির্বাচন হবে নাকি পরিস্থিতি বদলাবে? মনে হয়ে হচ্ছে ফাইনাল ম্যাচ বাকি ,সব দিক থেকে।
৮| ১৫ ই জুলাই, ২০২৫ রাত ২:০৫
জিকোব্লগ বলেছেন:
সৈয়দ কুতুব হচ্ছে এই ব্লগের এক্স সোনাগাজী ও উহার বহু মাল্টিনিকের ছাও
আর ছুপা সন্ত্রাসীলীগের মাও। আর এই সন্ত্রাসীলীগ এখন বিএনপির কাধে
ভর দিয়ে আবার ফিরে আসতে চাচ্ছে।
১৮ কোটি মানুষের দেশে বিএনপি ছাড়া কী গতি নাই ! ১৮ কোটি মানুষের দেশ
কী মেধাশূন্য ! বিএনপি ছাড়া মানুষ চিন্তা করলে, সময়ই একসময় পথ দেখাবে।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০২৫ রাত ২:৩৮
Akasher tara বলেছেন: আপনার মতো একই অনুভূতি আমারও।মূলত বাংলাদেশে ভালো কোনো রাজনৈতিক দলই নেই।সবাই স্বার্থের জন্য রাজনীতি করে।জনগনের কল্যান করার জন্য কেউ রাজনীতির মাঠে নামেনা