![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক দিন ধরেই অপেক্ষায় ছিলাম,
বসে বসে দিন গুনছিলাম
বুক পকেটে সময় কে রেখেছিলাম,
সার্টের লং স্লিভ এর ভাঁজে , চিন্তার ধুলো জমছিল পুরু হয়ে।
আমি আমার বিবেকের বারান্দায় বসে ভাবছিলাম,
বারান্দার দরজা বন্ধ ছিল,
দিন রাত চৌকাঠে বসে বসে
ভাবছিলাম।
পকেটের আধুলি সময় চুল পেকে বুড়ো হয়ে গিয়েছিল ।
তবুও আমার অপেক্ষা শেষ হয়নি।
কেউ আসেনি,
কিন্তু সময় এসেছিল,
আমার পাশে বসে আমাকে সঙ্গ দিয়েছিল।
আমার সাথে সে কথা বলেনি,
সে কথা বলতে ভুলে গিয়েছিল
অবশেষে একদিন নীরবতা ভেঙ্গেছিল,
বারান্দার দরজা একটু একটু খুলেছিল,
ভেতর থেকে সৌভাগ্যের সুবাতাস বইছিল,
আমি টানেলের শেষ বিন্দু দেখতে পাছিলাম,
একদিন আমার অপেক্ষা শেষ হল
বুক পকেট ফাঁকা করে সময় চলে গেল
আমি বুঝলাম আমার চিরন্তন বন্ধু বিদায় নিয়েছে,
কবরে শুয়ে আমি বুঝতে পারলাম
এতদিন আসলে আমি আমকেই খুজছিলাম,
আমি আসলে নিজের অপেক্ষায় ছিলাম।
ছবি:
রকি মাউনটেইন
১৪ ই জুলাই, ২০২৫ রাত ২:৩১
কালো যাদুকর বলেছেন: আপনাকে মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
২| ১৪ ই জুলাই, ২০২৫ সকাল ৯:০৬
বিপুল শেখ বলেছেন: বেশ হয়েছে
১৪ ই জুলাই, ২০২৫ রাত ১১:০১
কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ।
৩| ১৪ ই জুলাই, ২০২৫ সকাল ৯:২১
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
১৪ ই জুলাই, ২০২৫ রাত ১১:০১
কালো যাদুকর বলেছেন: সহজ না মনে হয়।ধন্যবাদ।
৪| ১৪ ই জুলাই, ২০২৫ সকাল ১১:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যাঁ আমরা আমাদের অপেক্ষায়ই আছি
সুন্দর কবিতা
১৪ ই জুলাই, ২০২৫ রাত ১১:০৩
কালো যাদুকর বলেছেন: আপনি যখন বলছেন, তাহলে আর কথা নেই। অনেক ধন্যবাদ ছবিপা।
৫| ১৪ ই জুলাই, ২০২৫ সকাল ১১:৫৯
সৈয়দ কুতুব বলেছেন: ভালো লিখেছেন ।
১৪ ই জুলাই, ২০২৫ রাত ১১:০৪
কালো যাদুকর বলেছেন: পড়ার ও মন্তব্যে কৃতজ্ঞতা।
৬| ১৪ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:০০
নজসু বলেছেন:
"আমি আমার অপেক্ষায় বসে ছিলাম" কী দারুণ একটা দীর্ঘশ্বাসের শিরোনাম!
কবিতার প্রতিটি শব্দে যেন লুকিয়ে আছে অজস্র নিঃশব্দ প্রতীক্ষা আর একাকীত্বের করুণ সজল ছবি।
এতো শুধু অপেক্ষা নয় কবি, এটা প্রত্যেকের নিজের সাথেই দেখা হওয়ার এক গল্প। একটা গভীর আত্মখোঁজ।
অসাধারণ অনুভূতি, কবিতা পাঠে মন ছুঁয়ে গেলো নিঃশব্দে।
ভালো থাকবেন।
১৪ ই জুলাই, ২০২৫ রাত ১১:০৮
কালো যাদুকর বলেছেন: আপনার বিশদ মন্তব্যে অনুপ্রাণিত হলাম। প্রত্যেকেরই একটি আত্মজিজ্ঞাসা থাকে। আমারও আছে। সেই প্রশ্নটির উত্তর পেতে অনেক দেরি না হয়ে যায়,এটিই কবিতাটির মূলকথা।
অনেক ধন্যবাদ।
৭| ১৫ ই জুলাই, ২০২৫ সকাল ১০:১৬
মোস্তফা সোহেল বলেছেন: খুব ভাল লাগল।
১৭ ই জুলাই, ২০২৫ ভোর ৬:৪৩
কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ
৮| ১৫ ই জুলাই, ২০২৫ দুপুর ২:০৫
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানার জন্য।
১৭ ই জুলাই, ২০২৫ ভোর ৬:৪৩
কালো যাদুকর বলেছেন: আবার আসার জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০২৫ রাত ১:৪৩
এইচ এন নার্গিস বলেছেন: ভালো লাগলো