নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

পিঠ বাঁচাতে কি ভারতে ইলিশ পাঠানো হচ্ছে ? ভারত তো কুরবাণীতে গরু পাঠায় না , আপনাদের এতো প্রেম কিসের জন্য ?

১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৯




ভরা মৌসুমেও বাজার থাকে ইলিশ শূন্য । যা ও অল্পস্বল্প বাজারে উঠে তা দামের জন্য কেনা যায় না । ইলিশ নাকি ধরা পরে না । তাই দাম চড়া । বিক্রেতাদের ও এমন ভাব বেঁচতে না পারলে অসুবিধা নাই । কিন্তু ভারতে রপ্তানির জন্য এখন টনকে টন ইলিশ আসছে কোথা থেকে ? যেখানে এখনো দেশের মানুষ ইলিশ খেতে পাচ্ছে না , সেখানে কাদের স্বার্থে ভারতে ইলিশ যাচ্ছে ? তাও বাংলাদের মানুষ যে দামে ইলিশ কেনে তার চেয়ে কম দামে !

এ দেশের একজন মানুষ যোগ্য শাসক কবে পাবে ?

ভারত তো কুরবাণীতে গরু পাঠায় না । বাংলাদেশের মানুষ যেনো খেতে না পায় সে জন্য অনাহারে হাজার হাজার গরু মেরে ফেলা হয় । তবুও বাংলাদেশে পাঠায় না । আর আপনাদের ভারত প্রেম হঠা ৎ করে জেগে উঠলো কিসের জন্য ? অনেকে বলছে , ভবিষ্যতে পিঠ বাচাতেই নাকি এই ব্যবস্থা । হাসিনা দেশে দিয়ে ও নিজে বাচতে পারে নাই । এটা ভুলে গেলে চলবে না ।

জুলাই আন্দোলনে প্রাণ দিয়ে একদল অথর্ব, মেরুদণ্ডহীন, নপুংসক লোককে দেশ পরিচালনার দায়িত্ব দিয়ে এই জাতির অংশ হিসাবে আমি সত্যিই লজ্জিত ।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৪৯

নতুন বলেছেন: কিন্তু ভারতে রপ্তানির জন্য এখন টনকে টন ইলিশ আসছে কোথা থেকে ? যেখানে এখনো দেশের মানুষ ইলিশ খেতে পাচ্ছে না , সেখানে কাদের স্বার্থে ভারতে ইলিশ যাচ্ছে ? তাও বাংলাদের মানুষ যে দামে ইলিশ কেনে তার চেয়ে কম দামে !

দেশে ব্যাবসায়ীদের সিন্ডিকেটের কারনে ইলিশের দাম কমেনা।

আপনার এলাকায় একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, অল্প কয়েকজন ব্যবসায়ীরাই ইলিশের ব্যবসাটা করে বাজারে।

আর ভারতে ইলিশ আমাদের চেয়ে কম দামে বিক্রি হয় না। ভালো দামেই রপ্তানি হয়।

ঘৃন্যা দিয়ে কোনদিন ভালো কোন কিছু হয় না।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:১৩

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সিন্ডিকেট নিয়ন্ত্রণ করবে কে ? আমি না আপনি ?

বোঝা গেলো ইলিশ কিনে খান না । তাই বলেছেন ,"ভারতে আমাদের চেয়ে কম দামে ইলিশ বিক্রি হয় না ।" প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানিমূল্য সাড়ে ১২ ডলার অর্থাৎ প্রায় এক হাজার ৫২৫ টাকা নির্ধারণ করেছে সরকার । আজ ই বাজারে যান , গিয়ে দেখুন এই দামে ইলিশ পান কিনা ।

১ কেটি সাইজের ইলিশের দাম - ১৯শ থেকে ২২শ টাকা কিছু কিছু ক্ষেত্রে আরো বেশি । ইলিশ খান না তাই দাম ও জানে না না ।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:০৯

জেনারেশন একাত্তর বলেছেন:



ছাগল যখন ভ্যা করে উহা আসলে ভ্যা, উহা সামুতে এলে পোষ্ট হয়ে যায়।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:১৫

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: চেতনা ছাগলগুলিকে জাতি *দনা বানিয়ে যাদু ঘরে রেখে দিয়েছে , সেখান থেকে ভ্যা ভ্যা করছে ।

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৪২

বিজন রয় বলেছেন: অন্য সবাই করলে ঠিক আছে, শুধু আওয়ামীলীগ এরকম করলে দোষের হয়।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:১৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সব রুসুনের পুটকি একটা । অযোগ্যদের হাতে ক্ষমতা গেলে এমনই হয় ।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৩:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



ভয় পেয়ে ইলিশ পাঠানো হচ্ছে।
এর পর আরো কত কী পাঠাতে হবে।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:১৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সেটাই তো মনে হচ্ছে ।

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৫৮

রাজীব নুর বলেছেন: ইলিশ তো ফ্রি পাঠাচ্ছে না। ওরা টাকা দিয়ে কিনে নিচ্ছে। তাহলে সমস্যা কোথায়?

১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:১৮

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: শেষ কবে ইলিশ কিনেছেন ? এক কেজি সাইজের ইলিশ খেয়েছেন শেষ কবে ? এখানেই অসুবিধা । যদি সিন্ডিকেট ভেঙ্গে দেওয়া হতো তাহলে আপনি এক কেজি সাইজের ইলিশ , ৮০০ টাকায় কিনতে পারতেন ।

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:০০

নতুন বলেছেন: কলকাতার ইলিশের দাম কত?

রপ্তানি মুল্য ১৫২৫ টাকা হলে সেটা ভারতের বাজারে কতটাকায় বিক্রি হবে?

https://kolkatafish.com/product/buy-online-fresh-hilsa-ilish/?srsltid=AfmBOoqi7w3wS01yZKvHt0zzNi6VdR9jBbAXjupmqpk-2cJ7d8XhArDV

এখানে ৩৬৪৪ টাকায় বিক্রি করেছে তারা। এখন তাও নেই।

১৫২৫ টাকায় যদি রপ্তানীকারকদের লাভ না হতো তবে তো সেটা আপনার কাছেই বেশি দামে বিক্রি করতো।

ব্যবসায়ীরা কখনোই লসে পন্য বিক্রি করেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.