| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনিকেত বৈরাগী তূর্য্য
মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।
কয়েকদিন আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এনআইডি কার্ড করলেন। মোটামুটি ২৪ ঘণ্টায় সব কাজ শেষ। অথচ একই কাজ আমার-আপনার মতো সাধারণ কেউ করতে গেলে কমপক্ষে তিন মাস লাগত। তারেক রহমানের জন্য কম সময় লাগল, কারণ, তিনি ভিআইপি। আমি বলছি না তারেক প্রভাব বিস্তার করেছেন। বরং সংশ্লিষ্টরা স্বতস্ফূর্তভাবেই করে দিয়েছেন। একই রকমভাবে করে দিতেন আওয়ামী লীগের সময়ও। কারণ এখানে লাভ আছে।
এই লাভের ভাগিদার কিন্তু সরকারেও আছে। সবাই মোটামুটি অবগত আছেন আগামী সরকারের মন্ত্রীদের বিলাসবহুল জীবনযাপনের জন্য অন্তর্বর্তী সরকার বিরাট প্রকল্প নিয়েছে। যা এদের এখতিয়ারও না। শত শত গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, দেশের জিনিসপত্রের দাম ঠিক নাই, দুর্নীতি-চাঁদাবাজি নিয়ন্ত্রণহীন, আইনশৃঙ্খলাও নেই- এদিকে নজর না দিয়ে তারা আগামী সরকারের মনোরঞ্জনের চিন্তা করছে। যদিও লোকজন বলছে, পিঠ বাঁচানোর জন্য এ সব করা হচ্ছে। লাভ আর পিঠ বাঁচানোর জন্যই কি এদের জন্ম?
সুযোগসুবিধা সবাই সমান পায় না। দেশের সরকারি আর বেসরকারি প্রতিষ্ঠানের সেবা দেখুন। প্রাইভেট ব্যাংকে যান, আপনাকে স্যার, স্যার করে সেবা দিচ্ছে আর সরকারিতে যান আপনাকে চেনেই না, মোবাইলে গেমস খেলছে। আর ব্যবহারের কথা কী বলব! মানুষ একই, অথচ প্রতিষ্ঠান আলাদা হওয়ায় চরিত্র আলাদা। সুযোগের অভাবে ভালো।
একেকজন আবার ব্যক্তিগত জীবনে বিরাট ধার্মিকও। এত ভালো মানুষি দেখে সবাই অবাকও হয়। কিন্তু কী করা যাবে! এগুলো যেন গা সওয়া। যেসব দুর্নীতিবাজ দুদকের জালে ধরা পড়ে, এদের দেখে কি মনে হয় এরা অনুতপ্ত? এটা ওরা সিস্টেম মনে করে। এদের সমালোচনা করে নিজেদের ধোয়া তুলসিপাতা ভাবলেও সমস্যা। সুযোগ পেলে আমার-আপনার মতো মানুষই এসব হয়। এই যে আমাদের সামনে দিনরাত ভালো ভালো নসিহত করা কিছু কিছু নেতা আওয়ামী লীগ আমলে বিরাট আওয়ামী লীগার ছিল। বঙ্গবন্ধু বঙ্গবন্ধু ছাড়া কথাই বলত না। অথচ এখন ফকিন্নির পুতেরাও ভাব ধরেছে। বঙ্গবন্ধু কে আবার! এখন জিয়া, জিয়া হবে! এটাই আমাদের মনস্তত্ব।
আমরা মুখে মুখে যতই বলি সব মানুষ সমান। আসলে তা না। সমান মনে করারও দরকার নেই। যার যা অবস্থান তাকে তা দিলেই হয়। এত তোষামোদি দরকার নেই, আবার এত তাচ্ছিল্যও দরকার নেই।
২৭ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:৩১
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: শুধু স্বার্থপরতা না, বাটপারিও রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে।
২|
২৭ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:২১
সৈয়দ কুতুব বলেছেন: ভোটার হয়ে কঠিন হয়েছে শেখ হাসিনার সময়ে । রোহিংগা সহ আরো নানা বিষয় মাথায় রেখে সেটা করা হয়েছে । এদিকে আমাদের এনআইডি সারভার থেকে ইনফো চুরি করে সেল করছে সেখানকার লোকজন। ইহা ফিউচারে কোনো কেয়ামতের আলামত কে জানে ?
২৭ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:৩২
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ব্ল্যাকমেইল করে টাকা দেওয়া-নেওয়ার বন্দোবস্ত হবে।
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই কথাগুলো সত্য। কী আর বলবো
মানুষ কেন এত স্বার্থপর, কেন এত অন্যায় আমাদের দেশে