নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলো আমরা পাখিদের কাছ থেকে ইউক্লিডের নতুন পাঠ নেই জীবনানন্দের পাঠ নেই নিউটনের আপেল গাছটি থেকে।

জসীম অসীম

লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।

জসীম অসীম › বিস্তারিত পোস্টঃ

জগন্নাথ কলেজে সহপাঠিনী নারায়ণগঞ্জের পাগলার ‘শেলী’র আমাকে লেখা একটি চিঠি:

১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:১৮


2 মার্চ 1994


জসীম,
ফাল্গুনী শুভেচ্ছা নিস। তোর একটা পোস্টকার্ড পেয়েছি, বেশ কিছুদিন আগে। কুসংস্কারের কারণে নয়, বেশ অসুস্থ থাকায় তোর চিঠির উত্তর দেয়া হয়নি।
তুই রেজাল্ট জানতে চেয়েছিস। কিন্তু দুঃখিত কলেজের সাথে আজও আমার কোনো যোগাযোগ নেই। আমার রেজাল্ট তোর দুলাভাই আমাকে জানিয়েছে। কোনো রকম পার পেয়েছি। কলেজের কারো সাথে যোগাযোগ নেই। এতদিন কুমিল্লায় ছিলাম। বর্তমানে ঢাকায় আছি। ভালো থাকিস। যোগাযোগ রাখিস। আবারও শুভেচ্ছা রইলো।

শেলী।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৫০

বলেছেন: শেলী মহান কবি।
শুভেচ্ছা জানাই।

২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৫০

জসীম অসীম বলেছেন: আমি শেলীকে মহান কবি শেলী-র সঙ্গেই তুলনা করতাম। শেলীকে আমার দারুণ ভালোও লাগতো। অনেক ধন্যবাদ।

২| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০০

রাজীব নুর বলেছেন: এত ছট চিঠি!

২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৫৪

জসীম অসীম বলেছেন: কতো চিঠি লিখতো শেলী। এখন কি সব আছে? এই চিঠিটিও স্ক্যান করে বা ছবি তুলে পরে ইমেজ দেবো। শেলীর লেখার স্টাইল চমৎকার। হায়! এরই মধ্যে কেটে গেছে প্রায় ২৫ বছর।

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:২৪

সাদা মনের মানুষ বলেছেন: আপনার ছবি দিলেন, সেলির একটা ছবি দিলে ভালো হতোনা?

এটা স্পষ্ট সম-অধিকারের লংঘন

২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৫৬

জসীম অসীম বলেছেন: অনেক ধন্যবাদ। যথার্থই বলেছেন। তবে প্রায় ২৫ বছর পর শেলীর সব চিঠি অথবা ছবি সবই হারিয়ে ফেলেছি। শুভ কামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.