নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃষ্টরে শুধালেম, চিরদিন পিছে, অমোঘ নিষ্ঠুর বলে কে মোরে ঠেলিছে?সে কহিল, ফিরে দেখো। দেখিলাম থামি, সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি।

মুবিন খান

নিজের পরিচয় লেখার মত বিখ্যাত বা বিশেষ কেউ নই। অতি সাধারণের একজন আমি। লিখতে ভাল লাগে। কিন্তু লেখক হয়ে উঠতে পারি নি। তবে এই ব্লগে আসা সে চেষ্টাটা অব্যাহত রাখার উদ্দেশ্য নয়। মনে হল ভাবনাগুলো একটু সশব্দে ভাবি।

মুবিন খান › বিস্তারিত পোস্টঃ

সালাদের জন্ম

১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ২:৫২



এক লোকেম তার বউ নিয়ে গেছে হাসপাতালে। বউ তার প্রেগনেন্ট।

ডাক্তার বউকে দেখে বলে, হায় আল্লাহ! সময় তো নাই! এখনই ওটিতে নেওয়া লাগবে।

নার্সরা ট্রলি ট্রলিতে তুলে ঠেলে অপারেশন থিয়েটারে নিয়ে যাইতেছে। ডাক্তার নিজেও হন্তদন্ত ভঙ্গীতে দ্রুত ট্রলির পেছনে হাঁটতেছে।

লোকটাও তাদের পেছনে হাঁটে। ওটির কাছে এসে সে পেছন থেকে ডাক্তারের পিঠে একটা খোঁচা দিল। ডাক্তার ঘুরে তাকাতে খুব বিনীত ভাবে বলে, ও ডাক্তার একটা কথা...

ডাক্তার বলে, কি কথা!

লোকটা বলে, আমার বউয়ের যদি ছেলে হয় তাইলে ছেলে হইছে বলবেন না, বলবেন টমেটু হইছে।

ডাক্তারের কৌতুক লাগে। লোকটাকে বলে, আর যদি মেয়ে হয়?

মেয়ে হলে বলবেন পেঁয়াজ হইছে।

ডাক্তার 'আচ্ছা' বলে ওটিতে ঢুকে পড়ল।

কতক্ষণ পর ওটি থেকে ডাক্তার বেরুলে লোকটা ছুটে গেল ডাক্তারের কাছে, ডাক্তার! কি হলো ডাক্তার?

ঘতনাটনাক্রমে বউটার যমজ বাচ্চা হয়েছে। একজন ছেলে আর আরেকজন মেয়ে।

তখন ডাক্তারের পেছনে থাকা নার্স সামনে আগায়ে এসে বলে, অভিনন্দন স্যার! আপনার 'সালাদ' হয়েছে।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৩:০৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার 'সালাদ' হয়েছে।
..............................................................
জীবনে এমন কৌতুক শুনিনি !
এর সাথে রাজনৈতিক সমীকরণ কি ???

১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:০৭

মুবিন খান বলেছেন: সমীকরণ খুঁজে বের করবার দরকার কি! কৌতুক যেহেতু- হাসি পেলে হাসুন।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৪:২৭

জেনারেশন একাত্তর বলেছেন:



আসিফের মতো রাজাকারকে শেখ হাসিনা শিক্ষকতা করতে দিয়েছিলো, মহিলা ইডিয়ট ছিলো।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:০৮

মুবিন খান বলেছেন: যিনি দায়িত্বকে ক্ষমতা মনে করেন- তিনি বস্তুত ইডিয়টই।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: নিজের ঢোল নিজেই পিটাচ্ছে।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:০৯

মুবিন খান বলেছেন: হ্যাঁ, এখন তার বুজরুকিগুলা বেরিয়ে আসছে যে!

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:১১

সৈয়দ কুতুব বলেছেন: আসিফ নজরুল কোন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন সেটা জানেন? সে অবশ্যই ভালো কাজ কর্ছে। বিচার বিভাগ কে স্বাধীন করে দিয়েছে।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:১০

মুবিন খান বলেছেন: আপনিও ভালো কৌতুক বলতে পারেন।

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৫৬

কিরকুট বলেছেন: বাংলাদেশের ট্রেড মার্ক বাটপার।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:১৫

মুবিন খান বলেছেন: বাংলাদেশের ট্রেড মার্ক কতগুলা আছে বা এই সরকারের ভেতরে কত- এই পরিসংখ্যান করতে গেলে গাঁ উজাড় হবে।

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:০০

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ডাইনী তাড়িয়ে বাটপারদের কবলে পড়েছে দেশ

১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:১৬

মুবিন খান বলেছেন: হ্যাঁ, ডাইনী যুগের পর এখন রাক্ষস যুগ চলছে।

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৪১

ধুলো মেঘ বলেছেন: টমেটু আর রসুন মিলালে সালাদ হয়না - হয় সস।

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৫৭

শ্রাবণধারা বলেছেন: আপনার এই জোকস পড়ে আমার একটুও হাসি পায় নাই, তবে ধুলো মেঘের মন্তব্য পড়ে খুব হাসি পেল। আপনার পিয়াজ কে উনি কি ভাবে জানি রসুন বানিয়ে আপনার সালাদটাকে সস বানিয়ে ফেললেন! :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.