নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

টেকিপোস্টঃ বিরক্তিকর ইউটিউব এড থেকে মুক্তিপান ছোট একটি এক্সটেনশন সেট করে

১০ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৪

আমরা যারা নিয়মিত ব্লগে আসি কিংবা নেট ব্যবহার করি তারা সব সময়ই ইউটিউব ব্যবহার করি । নানান কাজে আমরা ইউটিউব ব্যবহার করে থাকি । দরকারি কাজ থেকে শুরু করে কেবল বিনোদনের জন্য এই নিয়মিত ইউটিউবে গিয়ে থাকি । তবে একটা বিরক্তিকর অভিজ্ঞতার ভেতরে আমরা সবাই যাই তা হচ্ছে ইউটিউব এড । ভিডিওর একেবারে শুরুতে একবার এড দিয়ে শুরু হয় এবং ভিডিও শেষ হওয়ার আগে আরও এক দুইবার এড চলে আসে । যদিও কয়েক সেকেন্ড পরে আপনি চাইলে সেই এডটা স্কিপ করতে পারেন তারপরেও সেটা একটা বিরক্তির ব্যাপার । আপনি যদি ইউটিউব প্রিমিয়াম ব্যবহার করেন তবে হয়তো এই এড আসে না । না হলে এই এড আসবেই ।এই ঝামেলা থেকে আপনারা খুব সহজেই মুক্তি পেতে পারেন । আমি বেশ কিছুদিন ধরে এই এড ফ্রি ইউটিউব এবং ফেসবুক ভিডিও উপভোগ করছি । ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি ।

প্রথমে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন ''fair adblocker'' এইটার্মটা লিখে । নিচের মত ছবি আসবে গুগলে ।


একেবারে প্রথম অপশনে ক্লিক করবেন। আপনাকে সরাসরি ক্রম ওয়েব স্টোরে নিয়ে যাবে । তখন আপনি এড টু ক্রম এ ক্লিক করবেন ।


এরপর এড এক্সটেনশনে ক্লিক করবেন।


ক্লিকের পরেই আপনাকে অন্য একটি পেইজে নিয়ে যাবে।


এখানে উপরের চারটা অবশন আগে থেকেই অন করা থাকবে তবে নিচের চারটা সম্ভবত অন করা থাকবে না । আপনি সব গুলো অন করে সেভ সেটিংস দিয়ে বের হয়ে আসবেন ।


ব্যাস আপনার আর কোন ঝামেলা নেই । এরপর থেকে আপনি কোন প্রকার বিরক্তিকর এড ছাড়াই ইউটিউব ভিডিও দেখতে পারবেন । তবে এটা কেবল ব্রাউজারে কাজ হবে । আমি যদিও বেশির ভাগ সময় পিসির ব্রাউজার দিয়েই ইউটিউব দেখি । এটা ফেসবুক ভিডিওর ক্ষেত্রেও চমৎকার কাজ করে ।

হ্যাপি ওয়াচিং

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:০৮

জ্যাক স্মিথ বলেছেন: আপনি দেখছি ইউটিউবারদের ইনকাম করার একমাত্র রাস্তাটিও বন্ধ করে দিবেন, এ্যাড থেকেই যে তাদের ইনকাম হয়।

১০ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৩২

অপু তানভীর বলেছেন: তা ইনকাম হয় তবে এটা কেবল যারা পিসিতে ব্যবহার করে তাদের জন্য । আর আমাদের দেশে যারা ইউটিউবার আছে তাদের বেশির ভাগ ভিউয়ারই হচ্ছে মোবাইল থেকে । তাই খুব একটা সমস্যায় তারা পড়বেন বলে মনে হয় না ।

২| ১০ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:১০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এ্যাড করলাম।

১০ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৩

অপু তানভীর বলেছেন: এড করে নিন । সুফল পাবেন আশা করি । আমি বেশ কয়েকদিন ধরেই সুফল পাচ্ছি ।

৩| ১০ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:১৫

জুল ভার্ন বলেছেন: আমি টেকি হেল্প চাই- কিভাবে টুইটার আইডি আখেরি বন্ধ করা যায়? পাসওয়ার্ড ভুলে গিয়েছি।

সমস্যাঃ- আমি দীর্ঘদিন যাবত টুইটার ব্যবহার করতাম। কিন্তু টুইটারে কিছু অনাহুত আইডি থেকে প্রতিদিন খাচ্চুইরা খাচ্চুইরা ছবিযুক্ত অশ্লীল মেসেজ আসায় একপর্যায়ে ১০ বছরের পুরনো সেই আইডি বন্ধ করে দিতে বাধ্য হই।
কয়েক দিন আগে আবারও একটা টুইটার একাউন্ট করি। শুরু হয়েছে সেই নোংরামি.... একজন ফোন নম্বর/ফেসবুক আইডি জানতে চেয়ে লিখেছে- hi I'm Mira Kumari, Single, No Child. I need a chat partner...Height: 5'-7", 34/32/36.

১০ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৬

অপু তানভীর বলেছেন: পাসওয়ার্ড উদ্ধার করতে ফরগেট পাসওয়ার্ড দিতে দেখতে পারেন । যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনি যে ইমেইল দিয়ে আইডিটা খুলেছেন সেটা দিয়ে ওদের হেলপ সেন্টারে মেইল করতে পারেন আপনার সমস্যার কথা জানিয়ে । কদিন আগে আমারও পাসওয়ার্ড উদ্ধার করেছি ঠিক একই ভাবে । ওরা আপনাকে হেল্প করবে পাসওয়ার্ড খুজে পেতে !

আর আপনি যে সমস্যার কথা বলেছেন সেটা আমরা কম বেশি সবাই ফেস করি । এই কারণে যখনই আমি এই রকম মেসেজ পাই তখনই সেই মেসেজ গুলোর অপশনে গিয়ে রিপোর্ট করি । এতে টুইটার বুঝতে পারবে না যে এগুলো স্পার্ম । তখন আস্তে ধীরে ধীরে সেগুলো আদার্সবক্সে চলে যাবে !

৪| ১০ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ

জুলভার্ণ ভাইয়া

এই টুইটার আমারেও জ্বালায় কী জঘন্য মানুষের বাস এখানে। প্রতিদিন ব্লক করি আবার কইথন আসে

১০ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৭

অপু তানভীর বলেছেন: এড করে নিন আর ঝামেলা বিহীন ভিডিও উপভোগ করুন ।

৫| ১০ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৪০

ইসিয়াক বলেছেন:




সত্যি দারুণ দরকারী।
অনেক অনেক ধন্যবাদ।

১০ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৭

অপু তানভীর বলেছেন: উপকার পেলেই হবে ।

৬| ১০ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৫

শেরজা তপন বলেছেন: বেশ যারা নিয়মত ইউটিউব দেখে তাদের জন্য অতি দরকারি টেকি বিষয়! আমি মাঝে মধ্যে দেখি বলে খুব বেশী সমস্যা হয় না।

১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১:১৪

অপু তানভীর বলেছেন: হ্যা । এটা যারা নিয়মিত ভিডিও দেখে তাদের উপকারে আসবে আশা করি ।

৭| ১০ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৫

ফুয়াদের বাপ বলেছেন: উপকৃত পাবলিকের পক্ষ থেকে আপনার জন্য বিরাট ধন্যবাদ। Fair AdBlocker এড করে দেখি ইউটিউবে কোন এড নাই! কী মচেৎকার তামশা!!

১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১:১৪

অপু তানভীর বলেছেন: এখন থেকে আর ঝামেলা হবে না আশা করি ।

৮| ১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ৩:০৬

নেওয়াজ আলি বলেছেন: দরকারী একটা টেকনিক। ধন্যবাদ আপনাকে ।

১১ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৬

অপু তানভীর বলেছেন: কাজে লাগলেই হল !

৯| ১১ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৩

নীলা(Nila) বলেছেন: প্রয়োজনীয়, ধন্যবাদ আপনাকে

১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৫১

অপু তানভীর বলেছেন: ব্রাইজারে আজই সেট করে নিন । আশা করি সামনে উপকার হবে ।

১০| ১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:১৩

Hutum বলেছেন: আমি "ইউব্লক অরিজিন"(unlock origin) ব্যবহারের পরামর্শ দিবো কারণ এটা ফায়ারফক্স স্টোরে নির্বাচিত অ্যাড অন, এছাড়া ডাকঢ়াকগো ব্লকারও সম্ভবত ভালো। এগুলো ক্রোমেও ব্যবহার করতে পারেন।

১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৫২

অপু তানভীর বলেছেন: আমি অবশ্য এখন আর ফায়ারফক্স ব্যবহার করি না । ক্রমই সব সময় ব্যবহার করি । তবে আপনারটাও মাথায় থাকলো । ব্যবহার করে দেখবো আশা করি।

১১| ০৩ রা জুন, ২০২৩ দুপুর ১২:১৬

ইফতেখার ভূইয়া বলেছেন: প্রথমত আমি ক্রোম ব্যবহার করি না, তবে ডেভেলপমেন্টের কাজের জন্য ব্যবহার করতে হয়। আমার মূল ব্রাউজার হলো ফায়ারফক্স। আমি এ্যাডব্লকার আলটিমেট ব্যবহার করছি, কোন ঝামেলা ছাড়াই। ধন্যবাদ।

০৪ ঠা জুন, ২০২৩ ভোর ৬:২৩

অপু তানভীর বলেছেন: আমি আগে ফায়ারফক্স ব্যবহার করতাম । একটা ঝামেলার পর থেকে সেই যে ক্রমে এসেছি আর ফেরা হয় নি । এমনকি পিসিতে ফায়ারফক্স ইনস্টল পর্যন্ত দেওয়া নেই । তবে এডব্লকার টা নোট করে রাখলাম । পরে যদি লাগে ।

ব্রেভ নামের একটা ব্রাউজারের নাম শুনছি খুব । সেটাতে নাকি আলাদা ভাবে কিছু করতেই হয় না । সব এফ ব্লক বাই ডিফল্ট ভাবে হয়ে যায় !

মন্তব্যের জন্য ধন্যবাদ ।

১২| ০৪ ঠা জুন, ২০২৩ ভোর ৬:৫৩

ইফতেখার ভূইয়া বলেছেন: লেখক বলেছেন: ব্রেভ নামের একটা ব্রাউজারের নাম শুনছি খুব। সেটাতে নাকি আলাদা ভাবে কিছু করতেই হয় না। সব এফ ব্লক বাই ডিফল্ট ভাবে হয়ে যায় !
গুগল ক্রোম তথ্য চুরি করে তাই ওটা দিয়ে কখনোই ব্রাউজ বা শপিং সাইট ভিজিট করি না।

আমি ব্যক্তিগতভাবে ব্রেভ ব্যবহার করছি মোটামুটি বেশ কিছুদিন হলো। এটি মূলত ওপেন সোর্স ক্রোমিয়ামের উপর ভিত্তি করে বানানো। আমার কাছে বেশ ভালোই লেগেছে। মূলত নিরাপত্তার বিষয় মাথায় রেখে বানানো হয়েছে তাই আমি যে কোন ব্যবহারকারীকে ব্রেভ ব্যবহারের পরামর্শ দেব। ধন্যবাদ।

০৪ ঠা জুন, ২০২৩ সকাল ৭:২০

অপু তানভীর বলেছেন: ব্রেভটা ব্যবহারে একবার দেখতে হবে ।

ধন্যবাদ আবারো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.