নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমুদ্রের যেমন জোয়ার ভাটা আছে, মানুষের জীবনে তেমনি জোয়ার ভাটা আছে। সমুদ্রের এদিক টার সাথে মানুষের জীবনের বড্ড মিল খুঁজে পাই ...

রামিসা রোজা

রামিসা রোজা › বিস্তারিত পোস্টঃ

অর্চির মা

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:১৫



পরিপাটি পোশাকের সাথে চুলের দুই বেনী করে প্রতিদিন নিয়ম অনুযায়ী কলেজে আসতো মাধবী । ইংলিশ সাহিত্যে
অনার্স পড়ার সময় প্রবাসী পাত্রের সাথে মাধবীর কোন এক শুভলগ্নে বিয়ে হয় । পণ হিসেবে মাধবীকে মোটা অংকের
টাকা দেয়া হয় মাধবীর পরিবার থেকে । মাধবীর স্বপ্ন ছিলো স্বামীর সাথে বিদেশে ইংরেজি সাহিত্যের ওপর উচ্চতর
ডিগ্রী নেবে ।
বিয়ের কিছুদিন পর মাধবীর স্বামী কানাডায় চলে যায় এবং বছর খানিক পরে মাধবীকে নিয়ে যাবে এমনটি কথা ছিলো।
মাধবীর স্বামী মাধবীকে দেয়া কথা রেখেছিলো কারণ সে মাধবীকে কানাডার ভিসা পাঠিয়েছে । কিন্তু সেই সাথে মাধবীও
শুনতে পেলো জীবনের সবথেকে কষ্টের ও অপমানের মতোন সংবাদ মাধবীর শ্বশুরালয়ের ঘনিষ্ঠ ও নিকটাত্মীয়দের
মাধ্যমে জানতে পারলো মাধবীর স্বামী' র ওই দেশে স্ত্রী , এক ছেলে ও মেয়ে আছে । সেই স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হয়নি
মাধবী কে এত বড় গোপন সত্য ঘটনা লুকিয়ে বিয়ে করেছিল মাধবী'র স্বামী । এ বিয়ের ঘটক ছিলেন মাধবীর মায়ের
ঘনিষ্ঠ বান্ধবী যিনি কি-না মাধবীর স্বামীর মাসি ছিলেন । এই ঘটনা জানাজানির পর মাধবী অত্যন্ত মানসিকভাবে ভেঙে
পড়ে এবং মাধবীর স্বামী সত্য স্বীকার করেন । মাধবীর পরিবার এবং মাধবীর নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী মাধবী সমস্ত
সম্পর্ক শেষ করে দেয় । এতে মাধবী অনেক ভেঙে পড়ে এবং পড়া শেষ করে চাকরিতে যোগদান করে । এভাবে অনেক
দিন অতিবাহিত হওয়ার পর মাধবীর মা বললেন ,
- তোর জন্য একটা সম্বন্ধ এসেছে
- পাত্র কি করে? নিশ্চয়ই বয়সে অনেক বড়
- বয়স তেমন না কিন্তু তিন বছরের একটি মেয়ে আছে
এবং পাত্র ডাক্তার ।
- বাচ্চা ছাড়া ডিভোর্সি পাত্র দেখো কারণ বাচ্চাসহ আমি বিয়ে করবো না
- তুই একটু ভেবে দেখিস কারণ ডাক্তার অমিত আমাদের দূর সম্পর্কের আত্মীয় এবং স্বভাব-চরিত্র সবকিছুই
ভালো শুধু আগের স্ত্রীর সাথে বনিবনা হয়নি কারণ সে তার পুরনো বন্ধুর সাথে চলে গিয়েছে বাচ্চাকে একা
রেখে ।

মাধবীর এ বিয়েতে রাজি না হওয়ার একমাত্র কারণ ছিল সেই বাচ্চাটি যার নাম অর্চি । পরবর্তীতে মাধবীর সাথে ডাক্তার
অমিতের বিয়ে হয় এবং এই অর্চি হয়ে যায় মাধবীর আত্মার আত্মা । বাচ্চা মেয়েটিকে প্রথম দেখাতেই মাধবীর মনে হয়ে
ছিল আহা কি রকম করে পারলো এই বাচ্চা মেয়েটিকে না রেখে চলে গেলো। দিন যতই যাচ্ছে মাধবীর সাথে অর্চির
সম্পর্কটা যেনো ততই গভীরে পরিণত হচ্ছে । কিন্তু বিধি বাম , অর্চির মা আইনি সহায়তায় চাইছেন মেয়েকে ফিরিয়ে
নিতে । কোর্ট থেকে কি রায় দেবে না দেবে সেটা মাধবী না জেনেই ঈশ্বরের কাছে প্রার্থনারত থাকলো । মনে মনে শুধু
ঈশ্বর কে এটাই বললো , এক জীবনে যা দুঃখ পেয়েছি কিন্তু এই জীবনে অর্চি , স্বামী সংসার ও এক ছেলে পেয়ে আমি
পরিপূর্ণ। এখন যদি এই মেয়েটা চলে যায় আমি কিভাবে থাকবো ?

মাধবীর সংসার জীবনে একটি সন্তান হওয়ার পরেও অর্চি'কে আর এই ছেলেটিকে কখনো আলাদা চোখে দেখিনি ।
হঠাৎ অমিতের প্রাক্তন স্ত্রী এর কেন এখন মেয়ের প্রতি এতো দরদ উথলে পড়লো এই চিন্তা করে মাধবী দিনরাত
এক হয়ে গিয়েছে । শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করছে , অর্চি যাতে কোনোভাবেই মাধবীকে ছেড়ে না যায় এই অর্চি 'র
কাছে মাধবী প্রথম মা ডাক শুনেছে । একটা সময় অনেক বাধা বিপত্তি পর ,অর্চি কোর্টে নিয়ম এবং সব বাধা উপেক্ষা
করে মাধবীর কাছেই ফিরে এসেছে । কারণ অর্চি মা হিসেবে মাধবীর কাছ থেকে সবকিছু পেয়েছেতাই সেই অর্চি
মাধবীকে ছাড়া থাকতে পারেনি ।

( উপরের ঘটনাটি আমার পরিচিত একজনের জীবনের সত্য ঘটনা এবং বাচ্চাটিকে দেখার পর আমি নিজেও আবেগাপ্লুত হয়ে যাই । তাই আপনাদের সাথে শেয়ার করলাম )

ছবি : গুগল থেকে নেয়া

মন্তব্য ৫২ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৪১

এম ডি মুসা বলেছেন: মানুষ, কেনো দুটি বিয়ে করে , এখানে বাচ্চাটি কি দুঃখ , কি অবস্থা এখন কার মানুষ নিয়ে আলাদা সঙ্ঘা তৈরি হবে

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৫৬

রামিসা রোজা বলেছেন:
বর্তমান তো ভালোই যাচ্ছে আশা রাখি ভবিষ্যতে ভালোই হবে । কিছু প্রশ্নের উত্তর আমাদের অনেকেরই অজানা ।
আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৪৫

এম ডি মুসা বলেছেন: বিদেশ, একটা পরিবার থেকে কেন, আবার একটা জীবন জরায় খারাপেরা পারে‌
ভালো রা একটি বিয়ের করতে কষ্ট হয়ে যায়।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৫৯

রামিসা রোজা বলেছেন:
ভাই , দেশে আর বিদেশ কি যার মন মানসিকতা যেমন সে তেমনটাই করবে ।
ভালো রা একটি বিয়ের করতে কষ্ট হয়ে যায় --
হা হা মন্তব্যে মজা পেলাম তবে সেই এক বিয়েতে অনাবিল সুখ আছে ।
আবারো ধন্যবাদ ।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৪৯

ওমেরা বলেছেন: মাধবী অনেক বড় মনের মানুষ অবশ্যই। আর্চি ভাগ্যবতী এমন মা পেয়েছে।
সৎ মা কখনো ভালো হয় এমন শুনিনি ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০৫

রামিসা রোজা বলেছেন:
সৎ মা কখনো ভালো হয় এমন শুনিনি -- এই কথার সাথে দ্বিমত নেই আমার আপনি ঠিক বলেছেন।
মাধবী আজ যেমন আছেন , আগামীতেও ঠিক এ রকমই থাকবেন এর নিশ্চয়তা নেই ।
কিন্তু মানবিকতা কিছুটা হলেও হয়তো আছে ।
অনেকদিন পর আপনাকে দেখে অনেক ভালো লাগছে এবং শুভকামনা রইলো ।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: সত্যি ঘটনা গল্পাকারে লিখেছেন ভালো। তবে তার মধ্যে এক্স ওয়াইফ বা এরকম কিছু না দিয়ে বাংলা শব্দ প্রয়োগ করলে আমার ব্যাক্তিগত মতে ভালো হতো। যাইহোক করুণ কাহিনী। বিদেশি প্রতিষ্ঠিত পাত্রের লোভে এমন কত মাধবীকে যে অকালে ঝরে পড়তে হয় তার কোনো হিসাব নেই।
শুভেচ্ছা জানবেন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:১৬

রামিসা রোজা বলেছেন:
অনেক মাধবীরা গোপন ব্যথা যার সহ্য ও ধৈর্য্য অনুযায়ী সয়ে যাচ্ছেন । যারা প্রকৃত বুদ্ধিমতী এবং ভাগ্যকে মেনে
নেয় তারাই হয়তো সুখী হতে পারে । এক্স ওয়াইফ  লেখাটি বাংলায় সংশোধন করে দিচ্ছি ,
আপনি খেয়াল করেছেন সেজন্য আন্তরিক ভালোলাগা ।
অনেক ধন্যবাদ শুভকামনা জানবেন ।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমাদের একজন সিনিয়র ও প্রিয় ব্লগার
একসময় অর্চিকে নিয়ে খুব লিখতেন। আপনি
আজ অর্চির মা'কে নিয়ে আসাতে তার কথা
মনে পড়ে গেলো। ভালো থাকুক অর্চি ও তার মা।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:১৯

রামিসা রোজা বলেছেন:
তাই নাকি সিনিয়র ব্লগার লিখতেন সেটা জেনে ভালো লাগলো।
মানবিকতার জয় হোক ভালো থাকুক মাধবীর পুরোপরিবার ।
ধন্যবাদ আপনাকে ।

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২২

আহমেদ জী এস বলেছেন: রামিসা রোজা,




সত্য একটি মানবিক ঘটনা শেয়ার করার জন্যে ধন্যবাদ।

অপরাধ না নিলে বলি - লেখাটি সাদামাটা গোছের হয়েছে। আর একটু মুন্সীয়ানার সাথে লিখতে হবে। যতো লিখবেন ততোই হাত খুলবে ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৩৫

রামিসা রোজা বলেছেন:
অনেক ধন্যবাদ এমন আন্তরিকভাবে আপনার কাছ থেকে একটি পরামর্শ পেয়েছি । হয়তোবা এটাই কিছু মানুষের
জীবনের চলমান রীতি অন্ধকারের পরে আলোর দেখা ।
লেখাটা পড়ার জন্য কৃতজ্ঞতা জানবেন ।

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৫২

বলেছেন: সমাজের চিরচেনা অসুখ !!!

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:০৯

রামিসা রোজা বলেছেন:
ভালোর বিপরীতে মন্দ আর মন্দের বিপরীতে ভালো ...
অনেক শুভকামনা ।

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মনেহলো একটা সংবাদ পড়লাম।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:১০

রামিসা রোজা বলেছেন:
শিরোনাম কি ঠিক আছে ?

৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:২০

ঠাকুরমাহমুদ বলেছেন:




আসলে জন্ম দিলেই মা হওয়া যায় না। মা হতে হলে অনেক অনেক দায়িত্ব আছে। এই দায়িত্ব পালন করতে পারলে অর্চিরা অবশ্যই মাধবীদের হয়েই থাকে। এটি সব সময়ের সমাজের চিত্র।


০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:১৭

রামিসা রোজা বলেছেন:
অনেক ভালোবাসার মানুষটি হয়তো সঠিক মূল্যায়ন করতে পারে না কিন্তু একটি নিষ্পাপ শিশুর কাছে তার বিনিময় নিঃস্বার্থ ভালোবাসা পাওয়া যায় ।
মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ।

১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:২৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




বাই দ্য ওয়ে,
প্রবাসী স্বামী (সবাই নন) ক্ষেত্রবিশেষে কতোটা বিপদজনক হতে পারেন! আপনার গল্পে তা প্রকাশিত হয়েছে। আপনাকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং পোস্টে বিগ প্লাস।


০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১২

রামিসা রোজা বলেছেন:
সহমত আপনার সাথে ‌।
সবাই তো একরকম স্বভাবের না তাই একজন প্রবাসীকে দিয়ে দশজনক প্রবাসীকে বিচার করা ঠিক না।
মন্তব্যের জন্য ধন্যবাদ ।

১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৩০

রাজীব নুর বলেছেন: বড় মর্মান্তিক ঘটনা।
মাধবীর স্বামী বদমাইশ। ব্যাটার বিদেশে বউ বাচ্চা থাকতে আবার বিয়ে করলো কেন?

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১৫

রামিসা রোজা বলেছেন:
আসলেই ঠিক বলেছেন । এতো চমৎকারভাবে মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:০২

নেওয়াজ আলি বলেছেন: ইউরোপে থাকে ওই বেটাদের টাকা পয়সার সাথে সাথে শরীরের জোরও বাড়ে তাই দেশে বিদেশে বিয়ে করে

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১৯

রামিসা রোজা বলেছেন:
ভাই , দেশ আর বিদেশ বলে কথা নেই। আমাদের দেশেও কি হচ্ছে না ?
ধন্যবাদ আপনাকে ।

১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:২৫

চাঁদগাজী বলেছেন:



মাধবী কষ্ট শেষে স্বস্তির কারণ হয়েছে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:২২

রামিসা রোজা বলেছেন:
হয়তো উপরওয়ালার আশীর্বাদ রয়েছে মাধবীর উপরে । ধন্যবাদ আপনাকে ।

১৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:০৭

সোহানী বলেছেন: বিদেশে বউ রেখে দেশে বিয়ে করে। আবার সময় সময় পারলে আরেকটা বিয়ে করে।............. ভালোতো। এদের জন্যই কিছু ফাউ লোকজন একাধিক বিয়ে করার জন্য বিভিন্ন যুক্তি বের করে, ধর্মের দোহাই দেয়, বাবা মায়ের আশীর্বাদের কথা বলে। এগুলারে জুতা পেটা করা উচিত। বউ এর সাথে ঝামেলা হলে ডিভোর্স দে। গোপনে বিয়ে করতে হবে কেন? সাহস নেই ডিভোর্স দেয়ার মতো কিন্তু আরেকটা বিয়ে করার সাহস আছে। আর এর সাথে জোটে কিছু ফাউ খালা ফুফু..................

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩২

রামিসা রোজা বলেছেন:
অসভ্য লোকদের কাজই হচ্ছে গোপন সম্পর্ক তৈরি করা । আসলে স্ত্রী বা স্বামী নয়, বিষয়টা হলো একটা সম্পর্কের
বন্ধনে থেকে আরেকটা সম্পর্ক তৈরি করাই প্রতারণা। একজন মানুষ যখন দুই-তিনটা রিলেশন একসঙ্গে চালিয়ে
যান, তখন তিনি নিজের সঙ্গেও প্রতারণা করেন। এটাও একধরনের মানসিক অসুস্থতা।
কিছু ফাউ খালা ফুফু এদের কথা বললেন, খোঁজ নিলে দেখা যাবে এরা খাঁটি শয়তান যার নিজের সংসারের শান্তি
নেই তাই অন্যকেউ উস্কানি দিচ্ছে ।
সোহানী আপুর সুন্দর মন্তব্যের জন্যে আমার আন্তরিক ধন্যবাদ ও ভালো লাগা রইলো।

১৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:৫১

মিরোরডডল বলেছেন:




প্রথম হাজবেন্ডের সাথে শুধু সম্পর্ক শেষ করা নট এনাফ ।
যেহেতু এটা প্রতারণা সত্য গোপন করে বিয়ে করা, তার বিরুদ্ধে কেইস করেনি কেনো ?
হি ডিজার্ভড পানিশমেন্ট X((

রামিসাপু আমি একটা স্টোরি জানি এরকম । ছেলেটা ডিভোর্সড ছিলো, আগের বিয়ের কথা ক্লিয়ার না করে বিয়ে করেছিলো । তার মানে মিথ্যা দিয়ে জীবন শুরু যেটা ঠিক না । বাংলাদেশ থেকে মেয়েটি ডিভোর্স করে, একইসাথে হিউজ ক্ষতিপূরণ দিতে হয়েছে ছেলেটিকে । What he learnt, he’ll never try to do this anymore.

বিয়ে, ডিভোর্স এগুলো পার্ট অভ লাইফ । হতেই পারে ।
কিন্তু যখন একটা সম্পর্ক করবে সেখানে ট্রান্সপারেন্সি ইম্পরট্যান্ট ।
এধরণের হিস্ট্রি হাইড করতে নেই ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৪০

রামিসা রোজা বলেছেন:
সত্য গোপন করে কখনোই অন্য সম্পর্কে জড়ানো ঠিক না । কিন্তু মানুষ কেন এই শয়তানিটা করে এটা শুধু
তারাই জানে । হি ডিজার্ভড পানিশমেন্ট -- হ্যাঁ ঠিক আছে কিন্তু মাধবীতো ওই দেশেই আর যায়নি।
খুব ভালো লাগলো মন্তব্য পেয়ে এবং আমার আন্তরিক ধন্যবাদ রইলো ।

১৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:৩২

কবিতা ক্থ্য বলেছেন: মানুষ রূপী জানোয়ারের অভাব নাই সমাজে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৪৩

রামিসা রোজা বলেছেন:
এদের ঠিকই কঠিন বিচার হয় আজ অথবা কাল শুধুমাত্র সময়ের অপেক্ষা ।
মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ।

১৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:২৬

ইসিয়াক বলেছেন: অর্চি ও মাধবীর জন্য শুভকামনা।

পোস্টে ভালো লাগা।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৪৬

রামিসা রোজা বলেছেন:
লেখাটা পড়েছেন সেজন্য আমার ভালো লেগেছে এবং আপনাকে আন্তরিক ধন্যবাদ ।
আপনার জন্য শুভকামনা রইলো ।

১৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: যাক শেষ পর্যন্ত মাধবীর সাথে ন্যায় হয়েছে

অর্চি ভাগ্যবতি এমন মা পেয়েছে

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৪৯

রামিসা রোজা বলেছেন:
অনেক সময় নিজেকেই সুখ খুঁজে নিতে হয় কিছু সেক্রিফাইস এর মাধ্যমে এবং সর্বোপরি মাধবীর ভাগ্য
ভালো বলতেই হয় ।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে ।

১৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: ব্রোকেন ফ্যামিলির ছেলে মেয়েরাই জানে কেবল তাদের দুঃখ কি ভয়ানক হয়ে থাকে।

অর্চি একজন ভাল মা পেয়েছে । মাধবীকে ধন্যবাদ।

শেয়ারে আপনাকেও ধন্যবাদ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৭:৫৩

রামিসা রোজা বলেছেন:
ব্রোকেন ফ্যামিলির অনেক বাচ্চা আছে যাদের জীবনটা হয়তো আরো কষ্টের হয় আর কিছুটা তো নিয়তির খেলা বলতেই হয়।
অর্চি  ও মাধুবীর জীবনটা ভালো কাটুক সবাইকে নিয়ে এই আশা আমিও রাখি।
আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভকামনা।

২০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪৫

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: মানুষের জীবনে যে কত রকম ঘটনাই ঘটে তার কোন ইয়ত্তা নাই...

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৭:৫৭

রামিসা রোজা বলেছেন:
জীবন মনে হয় মানুষকে পরীক্ষা করে কোন কোন ক্ষেত্রে । মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

২১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২৯

করুণাধারা বলেছেন: পজিটিভ মেসেজ দেয়া গল্প, ভালো লেগেছে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৭:৫৯

রামিসা রোজা বলেছেন:
একটি কথা আছে না , যে ধৈর্য ও অপেক্ষা করতে জানে সুখ তার কাছে ধরা দেয় । কষ্টের পর এখন সবাই ভালো আছে
এটাই ভালো লাগলো ।
আপনাকে পাশে পাওয়ার জন্য আমার আন্তরিক ধন্যবাদ গ্রহন করুন ।

২২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৪

রাজীব নুর বলেছেন: আমার ইচ্ছা করে দুষ্টলোকদের চাবুক দিয়ে মারি।
একটা চাবুক নিয়ে বের হয়ে যাবো রাস্তায়। যেখানেই অন্যায় দেখবো চাবুক চালানো শুরু করবো।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৪

রামিসা রোজা বলেছেন:
বাহ! ভালো তো আপনার সুন্দর চাওয়া পূরণ হোক,
আমার শুভকামনা রইলো ।

২৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:০১

ঠাকুরমাহমুদ বলেছেন:




আবার আসতে হলো: -

মাধবীর প্রবাসী স্বামী খারাপ লোক ছিলেন আমি সহ সবাই বলেছেন। কিন্তু অর্চির আসল মা যে সন্তান রেখে আরেক লোকের সাথে পালিয়ে গেলেন এ তথ্য কি কেউ লক্ষ্য করেন নি - নাকি শুধু আমিই লক্ষ্য করেছি?

সমাজে বড় ধরনের বিপর্যয় হচ্ছে কোনো পুরুষ দুই তিন চার বিবাহ করছেন আর কোনো নারী স্বামী সন্তান রেখে পর পুরুষের সাথে পালিয়ে যাচ্ছেন। এখানে মাধবীর পুরাতন স্বামীর সমান দায়ী অর্চির আসল মা! - যাকে ব্লগারগণ হয়তো লক্ষ্য করেন নি।


বিশেষ দ্রষ্টব্য: - ২৩ নং মন্তব্যটি অসম্পূর্ণ অনুগ্রহ করে এটি মুছে দিন।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩১

রামিসা রোজা বলেছেন:
অসভ্য লোকদের কাজই হচ্ছে গোপন সম্পর্ক তৈরি করা । আসলে স্ত্রী বা স্বামী নয়, বিষয়টা হলো একটা সম্পর্কের
বন্ধনে থেকে আরেকটা সম্পর্ক তৈরি করাই প্রতারণা। তাই এক্ষেত্রে মাধবীর আগের স্বামী এবং অর্চির আসল মা
এই দুই অসভ্য ব্যক্তির মধ্যে কোন পার্থক্য নেই ।
আপনি চমৎকার পয়েন্ট কথা বলেছেন সেজন্য অসংখ্য ধন্যবাদ ।

২৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫৭

ঢুকিচেপা বলেছেন: “পণ হিসেবে মাধবীকে মোটা অংকের টাকা দেয়া হয় মাধবীর পরিবার থেকে ।”

পণ কি মাধবী নিয়েছে ? এটা মনে হয় মাধবীর স্বামী নিয়েছে।

যাইহোক গল্পের এক জায়গায় “মাসী” শব্দ আসাতে বুঝলাম সনাতন ধর্মের বিয়ে। আমার জানামতে বিয়ের পর মেয়েরা পিতার সম্পত্তি পায় না তাই বিয়ের সময় একবারে অনেক দেয়।

অর্চি মাধবীর কাছে ফিরে এসেছে, এটা খুব ভালো হয়েছে।
মা-মেয়ে ভালো থাক আর পণ প্রথা নিপাত যাক।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৮

রামিসা রোজা বলেছেন:
শুরুতেই আমার আন্তরিক ধন্যবাদ গ্রহন করুন।
হ্যাঁ পণের টাকা মাধবীর স্বামীকেই দেয়া হয়েছিল । মা-মেয়ে ভালো থাক আর পণ প্রথা নিপাত যাক --
অনেক ভালো লাগলো আপনার কথাটা শুনে । শুনেছি আইনে অনেক পরিবর্তন এসেছে কিন্তু সেটা
কতটা কার্যকর তা জানিনা । আপনার মন্তব্যে হৈমন্তী গল্পের কিছু কথা মনে পড়ে গেল ,

রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোটগল্প ‘হৈমন্তী’র নায়ক একবার বলেছেন, ‘কিন্তু আমি বিবাহসভাতেই
বুঝিয়াছিলাম, দানের মন্ত্রে স্ত্রীকে যেটুকু পাওয়া যায় তাহাতে সংসার চলে কিন্তু পনের আনা বাকি
থাকিয়া যায়। আমার সন্দেহ হয়, অধিকাংশ লোকে স্ত্রীকে বিবাহমাত্র করে, পায় না এবং জানেও
না যে পায় নাই ; তাহাদের স্ত্রীর কাছেও আমৃত্যুকাল এ খবর ধরা পড়ে না। কিন্তু সে যে আমার
সাধনার ধন ছিল ; সে আমার সম্পত্তি নয় সে আমার সম্পদ।’

২৫| ১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১:০৫

ঢুকিচেপা বলেছেন: আপনি কি বাতাসে মিলিয়ে গেলেন ?

১৮ ই মে, ২০২১ রাত ১১:৩৮

রামিসা রোজা বলেছেন:
বাতাসে হাওয়া হয়ে গেলেও ভূত হয়ে ব্লগে ফিরে আসবো , আমার কিছু প্রিয় মানুষদের জন্য ।

২৬| ২৮ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:১৩

খায়রুল আহসান বলেছেন: ছবিটা গল্পের সাথে খুব সুন্দর মিলে গেছে মনে হলো।
যেহেতু সত্য ঘটনা অবলম্বনে লিখেছেন, আরও একটু বিস্তারিত বর্ণনা থাকলে ভাল হতো।
গল্পটির পরিণতি ইতিবাচক হয়েছে, এটাতে স্বস্তি পেলাম।
পোস্টে প্লাস + +।

১৮ ই মে, ২০২১ রাত ১১:৪৬

রামিসা রোজা বলেছেন:
ছবিটি ভালোলাগার জন্য অনেক ধন্যবাদ । আপনার উপদেশ আমার জন্য শিক্ষনীয় । লেখাটা আমারও মন মতো হয়নি , পুরো ঘটনাটি আমার স্বচক্ষে দেখা । তবে চেষ্টা অব্যাহত থাকবে ।
সময় করে পড়ার জন্য অশেষ কৃতজ্ঞতা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.