![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝেমাঝে চিন্তা করতে-করতে আমি অনেকদূর চলে যাই, প্লুটো টপকেও অনেকদূর। যদি কখনো ফিরতে না পারি তোমাদের কাছে, শহিদ বলো না।
মনে মনে মেহেরপুরের আম্রকাননকে গালি দিতে থাকি, রেসকোর্স ময়দানকেও
পদ্মা সেতুকে গালি দিতে থাকি, ঢাকা-চাটগাঁর ফ্লাইওভারগুলোকেও
যখন রাধাপদ সরকারের পিঠটা চোখের সামনে ভেসে আসে।
২| ০৪ ঠা অক্টোবর, ২০২৩ রাত ১২:১৯
Shuaib Tushib বলেছেন: গালি দিয়ে দিয়ে মন এবং মুখ দ'টোই খারাপ করে লাভ আছে?
৩| ০৪ ঠা অক্টোবর, ২০২৩ সকাল ১১:৩১
কবি সবুজ তাপস বলেছেন: খুব কষ্ট লাগে।
৪| ০৪ ঠা অক্টোবর, ২০২৩ দুপুর ১২:০২
রানার ব্লগ বলেছেন: অসভ্য বর্বর অমানুষের রাজ্যে বাস করি আমরা।
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০২৩ রাত ১১:২৫
কামাল১৮ বলেছেন: হাজার হাজার রাধাপদকে ভেসে যেতে দেখেছি বুড়িগঙ্গা দিয়ে।অনেক সময় মনে হতো লাশের নদী।