নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

"প্রত্যেক সত্ত্বাকে মৃত্যু আস্বাদন করতে হবে। আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। তারপর যাকে দোযখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, নিঃসন্দেহে সে হল সফল। আর পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোন সম্পদ নয়।" আল ইমরান,আয়াত ১৮৫

মুহাম্মদ জহিরুল ইসলাম

সুস্থ মানসিকতা এবং সুন্দর মনের মানুষদের বন্ধু হিসেবে পেতে চাই...

মুহাম্মদ জহিরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

ডাকসু নির্বাচন এবং বাংলাদেশের পাকিস্তান হয়ে যাওয়ার গল্প

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:০৫

ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভূমিধ্বস বিজয়ে বিএনপি’র বিরাট উপকার হয়েছে! বিএনপির সকল বুদ্ধিজীবী তাদের বুকে চেপে রাখা কথাগুলো বলতে শুরু করেছে যে কেন বিএনপি'র এমন ভরাডুবি হল, কি দোষ ছিল। সাথে সাথে “কিছুই ভাল লাগে না” মার্কা টক শোজীবী মাসুদ কামাল এবং ডাঃ জাহেদও বলতে শুরু করেছে! কি বলছে? শিবিরের গুণ গান আর বিএনপি কেন ব্যর্থ হল সেই ফিরিস্তি!

মজার ব্যাপার হল, ৫ অগাস্টের পর সারা দেশের মানুষকে অবাক করে দিয়ে বিএনপি’র নেতা-কর্মীরা যখন চাঁদাবাজি, দখলদারি, খুনোখুনি, ধর্ষন, মামলা বাণিজ্য, পেশী শক্তি প্রদর্শনের মত ঘৃণ্য কাজগুলো শুরু করল, তখন সেগুলোর সমালোচনা করলে বিএনপি’র বুদ্ধিজীবীরা হাজারটা তত্ত্ব নিয়ে হাজির হত। সব সমালোচনা নাকি জামাত শিবিরের বট বাহিনী করছে! অবশ্য তারা সেটা এখনো বলে যাচ্ছে ঘুরিয়ে পেচিয়ে। জামাত শিবিরের হাতে দেশের ক্ষমতা গেলে এই হবে, সেই হবে, এমন বহু তাত্ত্বিক আলোচনা।

কিন্তু, মূল কথা হল, দেশের মানুষের আকাঙ্ক্ষার দিকে এদের কোন ভ্রুক্ষেপ নাই! অবস্থাটা এমন, আপনি বিএনপি’র দুঃশাসন আচ করতে পেরে জামায়াত শিবিরে ভোট দিলেন, এটা আসলে আপনারই দোষ! আপনি কেন বিএনপি’র এহেন আচরণের সাথে খাপ খাওয়াতে পারলেন না! আপনি কেন গূঢ় ভূ-রাজনৈতিক তত্ত্ব বুঝে এটা বলেন না যে বিএনপি ছাড়া অন্য কেউ ক্ষমতায় এলে দেশের সর্বনাশ হয়ে যাবে! মানে, বিএনপি ছাড়া আপনার কোন গতি নাই, এইটা বলতে না পারলে আপনি বাংগু সুশীল এবং এলিটদের কাছে অপাংতেয়, এই দেশের নাগরিক হওয়ার যোগ্য না! আপনি একটা গাধা নয়ত আফগানিস্তানি (পাকিস্তানিও হতে পারেন)!

আশার কথা হল, এই দেশের মানুষ সত্যটা বুঝতে পেরেছে, তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পেরেছে। এটাই আমাদের আশার আলো দেখায়। ইংশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ সৎ এবং যোগ্য নেতাদের বেছে নেবে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যোগ্যতা যদি একটু কমও হয়, সততাতে কোন ছাড় দেয়া যাবে না। এই কথাটা যদি আমরা মস্তিষ্কে গেথে নিতে পারি, তাহলেই আমরা সিরাতুল মুস্তাকিমের ওপর থাকব ইংশাআল্লাহ!

মন্তব্য ২৩ টি রেটিং +১/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৩৪

জেনারেশন একাত্তর বলেছেন:




আপনার মতো লোকেরা ইনশাল্লাহ বলে হামাসকে ভোট দিয়েছিলো গাজায়; বাংগালীরা দিয়েছে রাজাকারদের উত্তরসুরীদের।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:২৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জ্বি, আমার মত লোকেরাই বাংলাদেশ!

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:৫৩

ইমরান আশফাক বলেছেন: এখন বুঝলেন তো বিএনপি কি চীজ! আওয়ামী লিগেরই আরেক টা ভার্সন। আর নির্বাচন সিষ্টেম টা পরিবর্তন না হলে এইরকম বিএনপি/আওয়ামী লিগ মার্কা লোকজনই পূননির্বাচিত হয়ে আসবে। এসেই তাদের নামের সব কেস উঠায় নিবে যেন স্বাচ্ছন্দে লুটপাট করা যায়।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:১৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাই, শুধু একটা সুষ্ঠু নির্বাচন হতে হবে, তাহলেই বাংলাদেশের মানুষ ইংশাআল্লাহ সঠিক রায় দিয়ে দিবে।

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৬:৪০

কামাল১৮ বলেছেন: বিএনপিকে ব্যালেন্স করে রেখেছিলো আওয়ামী লীগ।আওয়ামী লীগ না থাকাতে বিএনপি ব্যালেন্স হারিয়ে ফেলে, তাই এতো ভরাডুবি।আওয়ামী লীগ দৃশ্যপটে আসলে সব ঠিক হয়ে যাবে।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:১৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আওয়ামী লীগ এখন অপ্রাসংগিক, ওরা আর কখনো ফিরতে পারবে না ইংশাআল্লাহ।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:২৩

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: ছাত্র সংগঠনের নির্বাচন এবং জাতীয় নির্বাচন এ দুটোর মধ্যে ব্যাপক পার্থক্য আছে। ডাকসু, জাকসু, চাকসু এবং রাকসু এইসব ইলেকশন অবশ্যই বিএনপির জন্য এলার্মিং। উল্লিখিত নির্বাচনগুলোতে বিজয় অর্জনের মাধ্যমে জামায়াত এবং শিবির তাদের পজিটিভ ইমেজ বিল্ডআপ করার সুযোগ পাচ্ছে। এটাই তাদের বড় অর্জন। জাতীয় নির্বাচনে অনেক ফ্যাক্টর এবং বড় বড় প্লেয়াররা ভূমিকা রাখবে। সেখানকার ইকুয়েশন ভিন্ন। তবে একটা কথা সত্যি যে, বিএনপি যদি তার দলীয় কর্মিদের নিয়ন্ত্রণ করতে না পারে, চাদাবাজি, দভলবাজি বন্ধ করতে না পারে তাহলে আগামী নির্বাচনে বিএনপিকে প্রধান বিরোধী দল হওয়ার জন্য কষ্ট করতে হবে।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:১৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ডাকসু নির্বাচনের ফলাফলের প্রভাব আগামী জাতীয় নির্বাচনে ভালভাবেই পড়বে।
কারণ, এখন গ্রাম গঞ্জেও মানুষের বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট আছে, মানুষ এমবি কিনে নেট চালায়! এবং সেই সুবাদের প্রতিটি খবর মানুষের কাছে চলে যায়!
আজকে পিনাকীর একটা পোস্ট দেখলাম, ফেইসবুকে তার পোস্টগুলো মাসে ৩০ কোটি বার ভিউ হয়! ইলিয়াসের পোস্টের খোঁজ নিলেও এরকম কিছুই হয়ত পাওয়া যাবে। তার মানে, সোস্যাল মিডিয়ার বিশাল প্রভাব আছে এখন এবং সেটা বাংলাদেশের আনাচে কানাচে পৌছে যায় এখন। অন্য কারো একজনের পোস্টে পড়লাম, ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে রিকসা ওয়ালা থেকে শুরু করে সমাজের খেটে খাওয়া মানুষজনও কথা বলছে।
মোদ্দা কথা হল, ১৯৯০, ২০০০ এসবের হিসাব দিয়ে কথা বললে হবে না। ২০২৫ এর বাস্তবতায় কথা বলতে হবে, গবেষনা করতে হবে এবং সে অনুযায়ী কর্ম পরিকল্পনা সাজাতে হবে। আমার বিবেচনা বলে, বিএনপি এখানেও ফেইল মারবে। কারণ, নেতা রিমোট অফিসে করেন, দলের সবাই চলে ফ্রি স্টাইলে এবং যে যার ধান্দায়। বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক একদল ছাপড়িতে ভরা! দলের ওপর তারেক রহমানের কোন নিয়ন্ত্রণ নাই। চিন্তা করা যায়, ফজলুর মত উদ্ভট পাড় আওয়ামী লীগার এক লোক বিএনপি চেয়ার পার্সনের উপদেষ্টা! সেই দলের ডুবতে আর কি লাগে??

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:১২

রাজীব নুর বলেছেন: আসলে আপনি কি বলতে চান??
জামাত সৎ? তারা এবার ক্ষমতায় আসবে??

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:১৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জামায়াত অন্যান্য দলের তুলনায় অবশ্যই সৎ, সেটার প্রমাণতো ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সরকারে থাকা জামায়াতের দুইজন মন্ত্রীই দিয়েছেন!
আর জামায়াত ক্ষমতায় আসবে কি না সেটা সময়ই বলে দিবে। বর্তমান পরিস্থিতিতে জামায়াতের জয়ী হওয়ার ব্যাপক সম্ভাবনা আছে বলেই মনে হয় আমার।

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৩১

সৈয়দ কুতুব বলেছেন: জামাত যদি সৎ হয় মোদিও সৎ!

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:২০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: নেশা কম করা ভা্ল...

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৪৮

মেঘনা বলেছেন: তোমার মায়ের ধর্ষককে যখন তুমি আমন্ত্রিত করো, তারমানে তুমি আরেকবার ধর্ষিত হতে চাও।
এটা তোমার অধিকার - কিছু বলার নেই,
তার মানে তুমি জেনে রেখো, অন্তরে তুমি মানুষ নও।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:২১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হুম, যদি সারা বাংলাদেশ অমানুষে ভরে যায়, আপনাকে হয়ত গুটি কয়েক মানুষ নিয়েই বাঁচতে হবে...

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:২৮

কলাবাগান১ বলেছেন: এরা সৎ, এরা বিনয় এর অবতার, এরা আপনার ভাল চায়...কিন্তু একবার এদের মতের বিরূদ্ধে যান....।এই সৎ মানুষের চেহারা পাল্টিয়ে নাংগা তলোয়ার নিয়ে ছুটে আসে এরা। এমন সৎ লোকের দরকার নাই।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:২২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: কাল্পনিক কথাবার্তা! বাস্তবে আসুন...

৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৮

আলামিন১০৪ বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: জামাত যদি সৎ হয় মোদিও সৎ

ভাই একটু খুলে বলেন, সবাই জানুক...জামাতীরা তো মন্ত্রীও ছিল তাদের দুর্নীতি তুলে ধরুন, ধর্মের লেবাসধারী শয়তান মূল শয়তানের চেয়েও ভয়ানক..মুখোস উম্মোচন করে দিন.দরকার হলে দুদকে মামলা করেন, আপনার বাপের দল যা পারে নাই তা করে দেখান

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:২৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: মনে হচ্ছে কথাটা কুতুব সাহেবকেই বলেছেন। আমিও আপনার সাথে সহমত। নেশার ঘোরে কথা না বলে তার উচিৎ তথ্য উপাত্ত দিয়ে কথা বলা।

১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১৩

মাথা পাগলা বলেছেন: লেখক বলেছেন: জামায়াত অন্যান্য দলের তুলনায় অবশ্যই সৎ, সেটার প্রমাণতো ২০০১ থেকে ২০০৬

২০০১~০৬ সাল খুব খারাপ সময় গিয়েছিলো। ধর্ষণ, হিন্দু বাড়ি পোড়ানো জায়গা দখলের... সময় ছিলো। ৬৪ জেলায় কারা যেন বোমা পটকা ফাটানো হয়েছিলো? মূলে ছিলো জামায়াত আর এর জন্য বিএনপি দায়ী। তারাই জামায়াতকে মূলধারায় এনেছে। বিএনপি দলটি জামায়াতের সাথে জোট করার কারণে নষ্ট হয়ে গেছে এবং এর ফলাফল সামনের নির্বাচনে ভুগবে। ২০০৩~০৪ এ বদরুদ্দৌজা চৌধুরী বানাইছিলেন "বিকল্প ধারা" নির্বাচনে অল্প কিছু আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, কিন্তু জাতীয় রাজনীতিতে প্রভাবশালী হতে পারেনি।

"জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো।" কিন্তু জামাত-শিবিরের ক্ষেত্রে এই সত্য এখন পর্যন্ত খাটেনি, ভবিষ্যতে খাটবে বলে মনেও হয় না।

১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:২১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: তথ্য প্রমাণ ছাড়া অনুমান নির্ভর কথা না বলাই ভাল।

১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৪৬

মাথা পাগলা বলেছেন: লেখক বলেছেন: তথ্য প্রমাণ ছাড়া অনুমান নির্ভর কথা না বলাই ভাল। [/sb


আপনি নিজ চোখে দেখেন নাই? নাকি আপনার বয়স কম? পুরোনো নিউজের আর্কাইভ খুলে দেখেন। এগুলো সামান্য কিছু স্যাম্পেল দিলাম। পলিটিক্স নিয়ে এধরনের লেখা লিখে এসব তথ্য-উপাথ্য কিভাবে খুঁজে বের করতে হয় তার নূন্যতম জ্ঞান থাক প্রয়োজন। আমার ৫ মিনিট লেগেছে বের করতে।

--------------------
দেশের ৬৩ জেলায় সিরিজ বোমা হামলার ১৭ বছর আজ। ২০০৫ সালের ১৭ আগস্ট জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) নামের একটি জঙ্গি সংগঠন পরিকল্পিতভাবে দেশের ৬৩ জেলায় একই সময়ে বোমা হামলা চালায়।
https://www.jugantor.com/national/584681

২০০১ এর নির্বাচন পর হিংসার সময় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর লুট ও দগ্ধ হয়েছে, কিছু ক্ষেত্রে ধর্ষণও হয়েছে
https://en.wikipedia.org/wiki/2001_Bangladesh_post-election_violence


জেলার তালিকা পাওয়া গেছে যেখানে এই ঘটনা ঘটেছে: Bagerhat, Barisal, Bhola, Bogra, Brahmanbaria, Chittagong, Feni, Gazipur, Jhenaidah, Jessore, Khulna, Kushtia, Munshiganj, Natore, Narayanganj, Narsingdi, Pirojpur, Sirajganj, Satkhira, Tangail

https://en.wikipedia.org/wiki/2001_Bangladesh_post-election_violence

২৬ জানুয়ারি ২০০৪-এ একটি নির্দিষ্ট ঘটনা: বাড়িতে ঢুকে দুই হিন্দু নারী ধর্ষণ করা হয়েছে, সম্পত্তি লুট করা হয়েছে।
https://www.omct.org/en/resources/urgent-interventions/bangladesh-gang-rape-of-two-minority-hindu-women-and-looting-of-property


চট্টগ্রামের বৃষ্টি-খালি উপজেলায় টিজেন্দ্র লাল শীলের পরিবারে পরিকল্পিতভাবে বাড়ি পুড়িয়ে দেওয়া হয়, ১১ জন নিহত হন, তার মধ্যে শিশু ও নারী-পুরুষ মিলিয়ে।
https://en.wikipedia.org/wiki/Banshkhali_carnage

HRW ও অন্যান্য অধিকার সংস্থা বলেছে হিন্দু ও অন্যান্য জাতিগত/ধর্মীয় সংখ্যালঘুরা ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিভিন্ন এলাকায় আর্থিক, সামাজিক ও আইনগতভাবে ভুক্তভোগী হয়েছেন।
https://www.hrw.org/reports/2005/bangladesh0605/bangladesh0605.htm

৩০ এপ্রিল ২০০২-তে এরূপ একটি সংবাদ পাওয়া গেছে যেখানে হিন্দু পুরোহিত মাদান গোস্বামী নিহত হয়েছেন এবং মন্দির লুট ও অপবিত্র করা হয়েছে।
https://publications.parliament.uk/pa/cm200405/cmselect/cmfaff/109/109we13.htm

১৭ আগস্ট ২০০৫-এর বোমা হামলা
https://www.hrw.org/world-report/2006/country-chapters/bangladesh

প্রথম আলো (রিপোর্ট) - সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রসঙ্গ, বিশেষ করে ২০০১ সালের নির্বাচন–পরবর্তী সময়ে বিভিন্ন জেলায় বাড়িঘর ও উপাসনালয়ে আক্রমণের উল্লেখ আছে।
https://www.prothomalo.com/bangladesh/সংখ্যালঘু-নিপীড়নের-প্রতিকার-নেই

১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:১৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক কষ্ট করেছেন। তবে ২০২৫ এর পরিস্থিতি এবং প্রেক্ষাপট ভিন্ন। মানুষ শান্তিতে থাকতে চায় এবং সেজন্যই ইসলামপন্থী দলগুলোর ওপর আস্থা বেড়েছে।

১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:০৭

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.