নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝে মাঝে মনে হয় জীবনটা অন্যরকম হবার কথা ছিল!

শেরজা তপন

অনেক সুখের গল্প হল-এবার কিছু কষ্টের কথা শুনি...

শেরজা তপন › বিস্তারিত পোস্টঃ

রপ্তানীর নামে দেশ থেকে যে কৌশলে পাচার হচ্ছে ইলিশ

২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৯


ভারতকে ট্রানজিট বানিয়ে পাচার: গোপন কাহিনি ফাঁস হওয়ায় বন্ধ হলো ইলিশ রপ্তানি

২০০৭ সাল থেকে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রয়েছে। তবে প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুমতিতে কিছু ইলিশ রপ্তানি করা হয়। এবারও সরকার ভারতে ১,২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। প্রতি কেজির রপ্তানি মূল্য ধরা হয় সাড়ে ১২ ডলার বা প্রায় ১,৫২৫ টাকা।
কিন্তু সমস্যা তৈরি হয় দেশের বাজার ও রপ্তানিমূল্যের মধ্যে বিশাল পার্থক্য নিয়ে। রপ্তানির প্রথম দিনে স্থানীয় বাজারে এলসি সাইজের (প্রতি পিস ৭০০–৯৫০ গ্রাম) ইলিশের দাম ছিল কেজিপ্রতি ১,৮০০ টাকা। এই দামে কিনে বরফ, প্যাকিং ও পরিবহন ব্যয় যোগ করে ভারতে পৌঁছাতে খরচ দাঁড়ায় ২,০০০ টাকার বেশি। দ্বিতীয় ও তৃতীয় দিনে ব্যয় আরও বেড়ে দাঁড়ায় প্রায় ২,২০০ টাকা পর্যন্ত। যেখানে রপ্তানি মূল্য ১,৫২৫ টাকা, সেখানে ২,০০০–২,২০০ টাকা খরচ করে কীভাবে ইলিশ ভারতে যাচ্ছে—সেই প্রশ্ন থেকেই আসল রহস্য উন্মোচিত হয়।

ভারতকে ট্রানজিট বানিয়ে ইলিশ পাচার

অনুসন্ধানে জানা যায়, ভারতকে ট্রানজিট বানিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ইলিশ পাচার হচ্ছে বহু বছর ধরে। কলকাতার একাধিক মাছ ব্যবসায়ী যুগান্তরকে জানিয়েছেন, সারা বছর চোরাইপথে বাংলাদেশি ইলিশ পশ্চিমবঙ্গে প্রবেশ করে। এরপর সেগুলো হিমায়িত করে পুনরায় বিদেশে রপ্তানি করা হয়।
বাংলাদেশ থেকে ১,৯০০–২,০০০ টাকায় কেনা ইলিশ ভারতে পৌঁছাতে মোট খরচ দাঁড়ায় ২,১০০–২,২০০ টাকা (২০–২১ ডলার)। লোকসান মনে হলেও, পশ্চিমবঙ্গ থেকে সেই ইলিশ পুনঃরপ্তানি হয় কেজিপ্রতি ৪০–৪৫ ডলারে। অর্থাৎ প্রতি কেজিতে লাভ দাঁড়ায় প্রায় ২০–২৪ ডলার বা ২,৮০০ টাকা পর্যন্ত।

কলকাতায় বাংলাদেশি রপ্তানিকারকদের গদি বা আড়তের অস্তিত্বও মিলেছে। যেমন—নীরব হোসেন টুটুলের শ্বশুরবাড়ি কলকাতার বশিরহাটে, এবং তার মালিকানায় ৪টি লাইসেন্সে ইলিশ রপ্তানির অনুমতি রয়েছে। এছাড়া সেভেন স্টার ফিশ প্রসেসিং করপোরেশন ও কেবিসিরও আড়ত রয়েছে কলকাতার হাওড়া বাজারে। এসব রপ্তানিকারকের আত্মীয়স্বজনের নামে ভারতীয় রপ্তানি লাইসেন্স ব্যবহার করে ইলিশ পাচার করা হচ্ছে।

প্রমাণ ও আন্তর্জাতিক বাজার

সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কয়েকজন বাংলাদেশি রেস্তোরাঁ ব্যবসায়ী জানিয়েছেন, সেখানে সহজলভ্য পদ্মার ইলিশ ভারত হয়ে আসে। এ ক্ষেত্রে সরাসরি বাংলাদেশি রপ্তানিকারকদের সঙ্গেই চুক্তি হয়।

রপ্তানি হঠাৎ বন্ধ

বিষয়টি জানাজানি হওয়ার পর সেপ্টেম্বরে যুগান্তর অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। এর কিছুদিনের মধ্যেই পাবনার সেভেন স্টার ফিশ প্রসেসিং করপোরেশনের দুটি ট্রাক ভর্তি ইলিশ বেনাপোল বন্দরে গেলেও রপ্তানি না করে ফেরত আনা হয়। পরে পুরোপুরি বন্ধ হয়ে যায় ইলিশ রপ্তানি।

সেভেন স্টারের প্রতিনিধি দাবি করেন, রপ্তানিমূল্যের তুলনায় ক্রয়মূল্য বেশি হওয়ায় ইলিশ বিক্রি করা হয়েছে দেশের বাজারে। তবে প্রশ্ন থেকে যায়—যখন জানতেন লোকসান হবে, তখন বেনাপোল পর্যন্ত পাঠানো হলো কেন?

বাংলাদেশ ফিশ এক্সপোর্টার্স অ্যান্ড ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নিজামউদ্দিনও বলেছেন, সরকারের উচিত বিষয়টি খতিয়ে দেখা।

সিন্ডিকেটের ভূমিকা

বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এবায়েদুল হক চান মনে করেন, দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী সিন্ডিকেট এ কাজ করছে। এখন সব ফাঁস হয়ে যাওয়ায় রপ্তানি বন্ধ করে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।

অন্যদিকে পশ্চিমবঙ্গ ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ অভিযোগ অস্বীকার করে বলেন, বাংলাদেশের দাম বেশি হওয়ায় ভারত থেকে তৃতীয় দেশে ইলিশ পাঠানো সম্ভব নয়। তবে প্রথম দুদিনে ৭ হাজার কেজি ইলিশ আমদানি হওয়ার পর হঠাৎ করে রপ্তানি বন্ধ হওয়া তার বক্তব্যকেই প্রশ্নবিদ্ধ করে তোলে।

বড় প্রশ্ন

সবশেষে মূল প্রশ্ন হলো—যখন দেশের বাজারে ইলিশের দাম রপ্তানিমূল্যের চেয়ে অনেক বেশি, তখন কেন ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নামে হাজার হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হলো? এটা কি কেবল রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি এর পেছনে কার্যকর সিন্ডিকেটের স্বার্থ জড়িত? আসলে কোনটা সত্য; যে লঙ্কায় যায় সেই রাবন হয় নাকি রাবনেরা'ই শুধু লঙ্কায় যায়?

রেফারেন্স

দৈনিক যুগান্তর, “ভারতকে ট্রানজিট বানিয়ে পাচার: গোমর ফাঁস হওয়ায় বন্ধ ইলিশ রপ্তানি” (প্রকাশ: সেপ্টেম্বর ২০২৫)
বাংলাদেশ ফিশ এক্সপোর্টার্স অ্যান্ড ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন – অফিসিয়াল মন্তব্য
বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ – প্রেস ব্রিফিং

মন্তব্য ৩৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪১

আবেদি১২৩ বলেছেন: গত বছর যাও একটু অল্প দামে কেনা যেত , এই বছর তো আবারো দাম বেশি।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৩

শেরজা তপন বলেছেন: আমরাও যেমন এখন ইলিশের পাগল হয়েছি- কোন দাওয়াত পার্বণ ভুরিভোজ ইলিশ ছাড়া হবেই না, কাউকে দাওয়াত দিয়ে ইলিশ না খাওয়ালে ইজ্জত থাকে না, ওদিকে সারা বিশ্বে ১৩ কোটি বাঙালি ইলিশের জন্য রাত দিন হা-পিত্যেশ করে! আর ব্যবসায়ী ও কালোবাজারীরা সেই সুযোগে ঝোপ বুঝে কোপ মারে!

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৫

জেনারেশন একাত্তর বলেছেন:



ভারত হয়ে কোন কোন দেশে ইলিশ ৪০-৪৫ ডলারে রপ্তানী হয়?

২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:১৭

শেরজা তপন বলেছেন: এটা যুগান্তরকে জিজ্ঞেস করেন যারা সেই অনুসন্ধানী প্রতিবেদন করেছে? আমি ওদের রেফারেন্স দিয়েছি।

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৫

আবেদি১২৩ বলেছেন: agreeddddd Vaijan

২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:২৩

শেরজা তপন বলেছেন: ধন্যবাদ।

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৮

আবেদি১২৩ বলেছেন: @জেনারেশন একাত্তর ভাইজান কেমন আছেন? ব্যথা কমসে =p~

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৯

জেনারেশন একাত্তর বলেছেন:



নিউইয়র্কে পদ্মার ইলিশ ১৮-২২ ডলার!

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১২

জেনারেশন একাত্তর বলেছেন:



কোন যদি দেশে ৪০-৪৫ ডলারে ইলিশ রপ্তানী হয়, উহার রিটেইল দাম ক্ত হবে?

২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:২৩

শেরজা তপন বলেছেন: পদ্মার ইলিশ ক্যামনে চেনেন ? আমার বাড়ি পদ্মার তীরে বাড়ি আমি পদ্মার ইলিশ চোখে দেখি না বহুদিন!
ঢাকায় বসে এখন সুমুদ্রের ইলিশ পদ্মার ইলিশ মনে করে খাই।
এখানে ওরা সিঙ্গাপুর মালয়েশিয়ার কথা লিখেছে। আপনার এলাকার বাঙ্গালীরা গরিব ওরা মায়ানমারের ইলিশ খায়।

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১৩

জেনারেশন একাত্তর বলেছেন:



*যদি কোন দেশে ৪০-৪৫ ডলারের ইলিশ রপ্তানী হয়, সেই দেশে ইিশের রিটেইল দাম কত হবে?

২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:২৫

শেরজা তপন বলেছেন: ঢাকায় বড় ইলিশ ২৫ ডলার কেজি। সিঙ্গাপুরে সেটা ৭০/৮০ ডলার হতে পারে। আপনাদের এই দামে খেতে হলে দাতকপাটি লেগে যাবে। আমেরিকায় যারা থাকে তারা ভাবে তারাই সবচেয়ে আসল উমদা আর ফ্রেস জিনিস খায়।

৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তাইতো বলি যারা আদ্দেক ডিমের পুরাটাই একবেলায় খেয়ে ফেলে তারা ক্যাম্নে ইলিশ কেনে?

২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:২৬

শেরজা তপন বলেছেন: এ কথা খারাপ বলেন নাই ভাই :)

৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৫

আলামিন১০৪ বলেছেন: জেন একাত্তর..
মাত্র ৬০ ডলার, ৩ পাউন্ডের দামক্লিক

১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৪

জেনারেশন একাত্তর বলেছেন:


আলামিন১০৪ বলেছেন: জেন একাত্তর..
মাত্র ৬০ ডলার, ৩ পাউন্ডের দামক্লিক

-৩ পাউন্ড ইলিশের রিটেইল দাম যদি ৬০ ডলার হয়; আমদানীকারক কি করে কিলো ৪০-৪৫ ডলারে আমদানী করবে?

১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৯

আলামিন১০৪ বলেছেন: জেন একাত্তর বলেছেন
৩ পাউন্ড ইলিশের রিটেইল দাম যদি ৬০ ডলার হয়; আমদানীকারক কি করে কিলো ৪০-৪৫ ডলারে আমদানী করবে?

মায়ানমারের মাল...বাংলা মাল অনেক বেশি দাম...নিজে খেয়ে দেখুন

২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:২৮

শেরজা তপন বলেছেন: হেরে বুঝায় আর কি লাভ। হে মনে করে নিউয়র্কেই পিরথীবির সব খাসা আর আর কিমতি মাল বিক্রি হয়।

১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:২৯

জেনারেশন একাত্তর বলেছেন:



লেখক বলেছেন:
পদ্মার ইলিশ ক্যামনে চেনেন ? আমার বাড়ি পদ্মার তীরে বাড়ি আমি পদ্মার ইলিশ চোখে দেখি না বহুদিন!
ঢাকায় বসে এখন সুমুদ্রের ইলিশ পদ্মার ইলিশ মনে করে খাই।
এখানে ওরা সিঙ্গাপুর মালয়েশিয়ার কথা লিখেছে। আপনার এলাকার বাঙ্গালীরা গরিব ওরা মায়ানমারের ইলিশ খায়।

আপনি বলছেন যে, নিউইয়র্কের বাংগালী থেকে মালয়েশিয়ার বাংগালীর ক্রয় ক্ষমতা বেশী?
এইজন্য আমি মনে করি যে, আপনি ইউক্রেনের মেয়েদের উপর ভালো লিখতে পারেন... "নো ওমেন নো ক্রাই "

২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৩৮

শেরজা তপন বলেছেন:
পদ্মার দুই ইলিশের দাম ১৭৬৪০ টাকা! গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৬

১৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৩০

জেনারেশন একাত্তর বলেছেন:


পদ্মার ইলিশ ক্যামনে চেনেন ? আমার বাড়ি পদ্মার তীরে বাড়ি আমি পদ্মার ইলিশ চোখে দেখি না বহুদিন!
ঢাকায় বসে এখন সুমুদ্রের ইলিশ পদ্মার ইলিশ মনে করে খাই।
এখানে ওরা সিঙ্গাপুর মালয়েশিয়ার কথা লিখেছে। আপনার এলাকার বাঙ্গালীরা গরিব ওরা মায়ানমারের ইলিশ খায়।

-আপনি পদ্মার ইলিশ চেনার মতো বিদ্যান নন; আপনি ভালো ছাত্র ছিলেন না, আদম বেপারীতে যুক্ত ছিলেন।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৫০

শেরজা তপন বলেছেন: আহা সখ পুরন হয় না বলে খুব আফসোস হয়?
আপনি নিজে কি চিনেন বিস্তারিত বললে বুঝতাম। আপনার ইদানিংকালের মালয়েশিয়ান বাঙ্গালীদের সন্মন্ধে ধারনাই নাই। ২০/২৫ বছর আগের সেই দিন নাই কাকু। বেড়ায় আসেন বুঝবেন। কত হাজার লুটেরা আর আতকা ধনী পরিবার গত ১৫ বছরে মালয়েশিয়ায় বসত গেড়েছে পার্মানেন্টলি আপনার ধারণা আছে? সবকিছুতে এমন মহা পণ্ডিতি ফলাইয়েন না।

১৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:০২

মেঠোপথ২৩ বলেছেন: অপদার্থ এক মহিলাকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বানানো হয়েছে। সিন্ডিকেট ভাঙ্গার ক্ষমতাতো নাইই , বিষয়টা প্রকাশ করে দেয়ার সাহসও নাই।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:১৩

শেরজা তপন বলেছেন: ওই মহিলাকে প্রথমে খুব ভালোই মনে করেছিলাম মনে করেছিলাম বেশ বুদ্ধিমতী ও চৌকস এখন দেখছি একজন অপদার্থ! খুব সহজেই কনভিন্স করা যায় তাকে।

১৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:০২

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: জেনারেশন সাব ইলিশ খান না চৌক্কা খান খোঁজ নিয়া দেখেন! :P

২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:১২

শেরজা তপন বলেছেন: কথা খাঁটি- দেখেন সংবাদ প্রতিদিনের আজকের সংবাদ;
নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রের অন্যান্য বাজার থেকে প্রকৃত ইলিশ কিনেই যেন প্রবাসীরা ঘরে ফিরতে পারেন তার জন্য হতে হবে একটু সাবধান ও সচেতন। কারণ এখন যুক্তরাষ্ট্রের বাজার ছেয়ে গেছে নকল ইলিশে।

গোটা যুক্তরাষ্ট্রেই বাংলাদেশি গ্রোসারিগুলোতেই ইলিশের নামে একই আদলের মাছ ‘সার্ডিন’ ও ‘চৌক্কা’ বিক্রি করা হচ্ছে। ইলিশের নামে ক্রেতাদের কাছ থেকে বেশি দাম নিয়ে একটি অসাধু চক্র এই ভিন্ন প্রজাতির মাছ বিক্রি করছে

১৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:২৫

জেনারেশন একাত্তর বলেছেন:



আপনি লিখতে চান, কিন্তু কোন বিষয়ে সঠিক ধারণা নেই। ইলিশ ( পদ্মার ) চোরাই পথে আমেরিকা, লন্ডন ও কানাডায় আসে; আমেরিকা ও কানাডায় রিটেইল মুল্য পাউন্ড ১৮ থেকে ২২ ( সর্বাধিক ); আমদানী মুল্য আপনি যা লিখেছেন তা নয়, তার চেয়ে অনেক কম।

কোন বিষয়ে সঠিকভাবে লেখার মতো জ্ঞান আপনার নেই।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৩৭

শেরজা তপন বলেছেন: ওহে মহা মূর্খ আপনার যে স্থানে জন্ম সেখানকার মানুষ বড় হয়েছে নোনা ইলিশ আর শুটকি ইলিশ খেয়ে। মাঝেমধ্যে সমুদ্রের জাটকা আর খালেদ সাইফুল্লাহ সাহেব যে বললেন চৌক্কা খাইছেন। পদ্মা ইলিশ খাওয়া তো দূরের কথা নাম শুনছেন বুড়া বয়স এসে। আপনি আমার থেকে ভাল ইলিশ চেনেন এই কথা শুনলে ব্লগাররা তো বটেই ঘোড়ায় ও হাসবে। ওহে আহাম্মক আমি জীবনে যত ইলিশ খেয়েছি আপনি তার চোখেও দেখেন নাই।

১৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৪৮

জনারণ্যে একজন বলেছেন: জেনারেশন একাত্তর বলেছেন:
নিউইয়র্কে পদ্মার ইলিশ ১৮-২২ ডলার!


নিউ ইয়র্কে কোন দোকানে পদ্মার ইলিশ বিক্রি করে, জেনারেশন একাত্তর? দোকানের নাম তা একটু বইলেন তো, প্লিজ। দেখি, ফোন করে খবর নিতে হবে। ইলিশ (পদ্মার) ইলিশ কিনতে হাজার মাইল পাড়ি দিতে পারি।

পিছলায়া যাইয়েন না আবার।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:১৪

শেরজা তপন বলেছেন: ধন্যবাদ আপনাকে দেখি উনি এখন পিছলে পিছলায় কই যান!! :)

২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:১৬

শেরজা তপন বলেছেন:

১৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৫৪

জেনারেশন একাত্তর বলেছেন:



@জনারণ্য,

PREMIUM FOODS USA (SHAHJALAL )
Address: 50-49 49th St, Woodside, NY 11377
Phone: (718) 440-9451

১৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৫৮

জেনারেশন একাত্তর বলেছেন:



@জনারন্য,

Bengal Seafoods Inc
5.0(1) · Wholesaler
(646) 639-1447

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.