![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অগ্নিশিখা জ্বালিয়ে দা্উ দাউ দাউ করে জ্বলুক। অন্নগুলো কেড়ে নাও ক্ষুধার জালা বুঝুক।
মানবিক পোষ্টগুলো আমরা এড়িয়ে চলি তাই বলে বারবার?
হাসি, টাট্টা, খোচানো, ঘেজানো এইসব নিয়ে লেখালেখি করলে বন্ধুরা বাহবা দেন, ধন্যবাদ দেন কিন্তু মানুষ যখন না খেয়ে কিবা বিনা চিকিতসায় মরতে বসে তা নিয়ে লিখতে গেলেই হয়ে যায় বিপত্তি! কেন রে ভাই? মানুষ তো মানুষেরই জন্য, নাকি? মানবতাবাদীরা একটু লক্ষ করবেন?
প্রতিদিনই ফেবু ইনবক্সে কান্নার আওয়াজ আসে। কে শুনে কার কথা!
বলছিলাম নির্বান নামের একটা বাচ্চার কথা। যার বয়স মাত্র ৭। টিকমতো এবিসিডিও হয়তো বলতে পারবে না। অথচ তার রোগের নামটা Chronic Liver Failure। ভয়ানক এ রোগে ভোগছে জন্মের ২য় মাস থেকেই। মা-বাবাও হাল ছাড়ার পাত্র নন। যেমনটি করেন আমাদের মা-বাবারাও
বাবা গেলেন বেঙ্গালোর, চিকিতসক তাঁর সাধ্যমতো চেষ্টার পর মুখ লোকিয়ে বললেন, তাদের পক্ষে সম্ভব তবে তার জন্য গুনতে হবে ১৬ লক্ষ রূপী (সব মিলিয়ে বাংলায় প্রায় ৩০ লক্ষ টাকা)। কিন্তু এত টাকা পাবেন কোথায়?
ব্লগারদের ব্যাপারে একটা রেওয়াজ আছে যে, তারা দেশের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। অতীতেও আমরা সাভার কিংবা অন্যান্য দুর্যোগে অগ্রনী ভূমিকা পালন করেছি। কাজেই একজন ব্লগার হিসেবে সাধারণ মানুষ আমাদেরকে নিয়ে একটু আশাবাদী হতেই পারেন।
ফোন দিলাম নির্বানের বাবা জনাব পিকলু সাহেবকে (০১৭১৪ ৬৯৭৩৮৬)। নিজ দায়িত্বেই ভদ্রলোককে বললাম দেখি কিছু করা যায় কিনা। দেখি কিছু করা যায় কিনা। কিন্তু আমি ছোটখাটো একজন ব্লগার মাত্র আমি আর কিইবা করতে পারি। তবুও এগিয়ে এলাম নির্বানের দিকে চেয়ে। যদি কিছু করা যায়।
নির্বানের জন্য আপনাকেই ত্রিশ লক্ষ টাকার যোগান একা দিতে হবে তা কিন্তু নয়। বাংলাদেশে প্রায় ১৫ লক্ষ ফেবু ইউজার এবং সবাইকে দেখি মানবতার জন্য উঠেপড়ে লাগা উদ্দমী। সেই ১৫ লক্ষ ইউজার যদি মাত্র ০২ টাকা করেই দেয় তাহলেই কিন্তু ত্রিশ লক্ষ টাকা চলে আসে। অথচ এই দুইটি টাকা কিন্তু আমরা নেহাতই ফেলে রাখি অবহেলায়। সেই টাকাটিই যদি নির্বানের জীবন বাচাতে পারে তবে কেন এই অবহেলা।
এখন কথা হচ্ছে দুই টাকা করে কিভাবে দেওয়া যাবে নির্বানকে? আর ১৫ লক্ষ গ্রাহকের সবাই তো আর সহযোগিতার হাত বাড়িয়ে নাও দিতে পারে। এজন্য আমরা নির্বানের বাবাকে যদি ব্যক্তিগতভাবে প্রত্যেকেই বিকাশ (এই নাম্বারে 01815176055 ) মাধ্যমে অন্তত পঞ্চাশ টাকা করেই দিতে পারি তবে বোধহয় নির্বান আবারো সুস্থ্য হয়ে ফিরতে পারবে আমাদের মাঝে। নির্বান যতদিন বেচে থাকবে ততদিন আমরা বুক ফুলিয়ে বলতে পারব আমরাই পারি বিবেককে জাগিয়ে তুলে মানবতাকে এগিয়ে নিয়ে যেতে।
নির্বান বর্তমানে তার চট্রগ্রামের আবাসেই মৃত্যূর প্রহর গুনছে। আগামী অক্টোবর মাসের মধ্যে তাকে ভারতে নিয়ে চিকিতসা দিতে না পারলে মৃত্যূর ঝুকি থাকতেই পারে। কাজেই আমরা যদি এখন থেকেই তার টাকাটার ব্যবস্থা করতে পারি তবে হয়তো সময় থাকতেই নির্বানকে আমরা ফিরিয়ে আনতে পারি আমাদের মাঝে।
আগামীকাল যখন আপনি অফিসে যাবেন, বা কলেজে যাবেন, বা ব্যবসাকেন্দ্রে যাবেন তখন যদি একটু কষ্ট করে নির্বানের জন্য বিকাশ করেন তাহলে হয়তো আমরা স্বপ্ন দেখতে পারি যে নির্বানরা মরতে পারে না সামান্য অর্থাভাবে।
ফেবুতে একটা ইভেন্ট খোলা হয়েছে (Click This Link) নির্বানের জন্য। আপনারা এখানে জয়েন করতে পারেন। সাথে সাথে অন্যদের ইনভাইট করতে পারেন নির্বানের জন্য।
মনে রাখতে হবে যে, নির্বানের মৃত্যু মানে আমাদের অপমান।
২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৩
মোবারক হোসেন রুবেল বলেছেন: আপনার ব্যাপারটি নিয়ে একটু্ এগিয়ে আসবেন বলে আশাবাদী। পোষ্টটি স্টিকি করা দাবী জানাচ্ছি।
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৬
মোমেরমানুষ৭১ বলেছেন: মনিরাকে নিয়ে স্টিকি পোস্টে এটাও থাকার দাবী জানাচ্ছি